ETV Bharat / city

Abhishek Banerjee: পঞ্চায়েতে বল প্রয়োগ নয়, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সাওয়াল অভিষেকের - অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সাওয়াল অভিষেকের

তৃণমূল সূত্রে খবর, সোমবারের সাংগঠনিক বৈঠকে ঠিক হয়েছে উত্তরবঙ্গে বিজেপি'র সংগঠনকে রুখে দিতে দলের শক্তি আরও বাড়াতে হবে ৷ তবে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথাও বলেছেন অভিষেক (TMC General Secretary Abhishek Banerjee) ৷

Abhishek Banerjee in party meeting
শান্তিপূর্ণ ভোটের পক্ষে সাওয়াল অভিষেকের
author img

By

Published : Aug 1, 2022, 10:03 PM IST

কলকাতা, 1 অগস্ট: ব্লকস্তরে কমিটি গঠনের আগে সোমবার থেকে জেলা ধরে ধরে বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস । এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC General Secretary Abhishek Banerjee) । ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী । দলের নেতাদের এদিন বার্তা দেওয়া হয়েছে পেশী শক্তির জোরে নয়, নির্বাচন জিততে হবে সাংগঠনিক শক্তি দিয়েই । দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বার্তা, "ঠিক ভুল যাই করেছেন মানুষের কাছে যান । মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার চেষ্টা করুন ।"

জেলাভিত্তিক এই বৈঠকে সোমবার আলোচনা হয় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে । মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই উত্তরবঙ্গের জেলাগুলির সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিনের বৈঠকে মূলত দলের ব্লক স্তরের নতুন কমিটি তৈরির আগে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করেন অভিষেক । জমা পড়েছে তিনটি করে নামের তালিকা । ব্লক কমিটির দায়িত্ব যাঁদের হবে, তাঁদের মধ্যে সমন্বয় রাখার কথা এদিন বলা হয়েছে ৷ একইসঙ্গে কাদের এই দায়িত্ব দেওয়া যেতে পারে সেই বিষয়ে নামও জানতে চাওয়া হয়েছে ।

আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক জেলায় রদবদল, পার্থর অপসারণে বাড়ল অভিষেক 'ঘনিষ্ঠদের' গুরুত্ব

তৃণমূল সূত্রে খবর, এদিনের সাংগঠনিক বৈঠকে ঠিক হয়েছে উত্তরবঙ্গে বিজেপি'র সংগঠনকে রুখে দিতে দলের শক্তি আরও বাড়াতে হবে ৷ এই দাওয়াই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর জন্য চা বাগান এবং শ্রমিক মহল্লায় নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ চা বাগানকে সামনে রেখেই সংগঠনে আরও জোর দিতে চাইছে তৃণমূল ৷ আর সে কারণেই একমাসব্যাপী 78টি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

চলতি মাসে শ্রমিক ক্যালেন্ডার তৈরি করেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব । 78টি চা বাগানে 78টি প্রস্তুতি বৈঠক । বুধবারের পর থেকে সেই মিটিং শুরু হবে । 10 সেপ্টেম্বর হবে সমস্ত চা বাগানকে নিয়ে বড় সভা । সেখানে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । থাকবেন দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বও । এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক । তাঁর সাফ কথা, "পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে । এক্ষেত্রে তাঁর পরামর্শ, সভার ভিড় শেষ কথা নয়, ভোট যেন ভোট বাক্সে আসে । পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না । থানায় গিয়ে ব্যাক্তিগত ক্ষমতা দেখানো নয় । প্রশাসনিক কাজে ব্যাক্তিগত ক্ষমতা দেখানো নয় । বরং বুথে বুথে যান । ব্যক্তিগত স্তরে নেমে প্রচার করুন । কোথাও ভুলভ্রান্তি হলে তা মেনে নিয়ে করতে হবে প্রচার ।"

আরও পড়ুন: বিজেপি বিধায়ক তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি হন কীভাবে ? প্রশ্ন শমীকের

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের নির্দেশ দেন, প্রয়োজনে মঙ্গলবার থেকেই রাস্তায় নামতে হবে, মানুষের কাছে যেতে হবে ৷ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দলের অন্দরে কোন দ্বন্দ্বকে দল প্রশ্রয় দেবে না । দল একটাই, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 1 অগস্ট: ব্লকস্তরে কমিটি গঠনের আগে সোমবার থেকে জেলা ধরে ধরে বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস । এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC General Secretary Abhishek Banerjee) । ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী । দলের নেতাদের এদিন বার্তা দেওয়া হয়েছে পেশী শক্তির জোরে নয়, নির্বাচন জিততে হবে সাংগঠনিক শক্তি দিয়েই । দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বার্তা, "ঠিক ভুল যাই করেছেন মানুষের কাছে যান । মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার চেষ্টা করুন ।"

জেলাভিত্তিক এই বৈঠকে সোমবার আলোচনা হয় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে । মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই উত্তরবঙ্গের জেলাগুলির সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিনের বৈঠকে মূলত দলের ব্লক স্তরের নতুন কমিটি তৈরির আগে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করেন অভিষেক । জমা পড়েছে তিনটি করে নামের তালিকা । ব্লক কমিটির দায়িত্ব যাঁদের হবে, তাঁদের মধ্যে সমন্বয় রাখার কথা এদিন বলা হয়েছে ৷ একইসঙ্গে কাদের এই দায়িত্ব দেওয়া যেতে পারে সেই বিষয়ে নামও জানতে চাওয়া হয়েছে ।

আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক জেলায় রদবদল, পার্থর অপসারণে বাড়ল অভিষেক 'ঘনিষ্ঠদের' গুরুত্ব

তৃণমূল সূত্রে খবর, এদিনের সাংগঠনিক বৈঠকে ঠিক হয়েছে উত্তরবঙ্গে বিজেপি'র সংগঠনকে রুখে দিতে দলের শক্তি আরও বাড়াতে হবে ৷ এই দাওয়াই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর জন্য চা বাগান এবং শ্রমিক মহল্লায় নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ চা বাগানকে সামনে রেখেই সংগঠনে আরও জোর দিতে চাইছে তৃণমূল ৷ আর সে কারণেই একমাসব্যাপী 78টি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

চলতি মাসে শ্রমিক ক্যালেন্ডার তৈরি করেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব । 78টি চা বাগানে 78টি প্রস্তুতি বৈঠক । বুধবারের পর থেকে সেই মিটিং শুরু হবে । 10 সেপ্টেম্বর হবে সমস্ত চা বাগানকে নিয়ে বড় সভা । সেখানে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । থাকবেন দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বও । এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক । তাঁর সাফ কথা, "পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে । এক্ষেত্রে তাঁর পরামর্শ, সভার ভিড় শেষ কথা নয়, ভোট যেন ভোট বাক্সে আসে । পঞ্চায়েত ভোটে কোনও দাদাগিরি চলবে না । থানায় গিয়ে ব্যাক্তিগত ক্ষমতা দেখানো নয় । প্রশাসনিক কাজে ব্যাক্তিগত ক্ষমতা দেখানো নয় । বরং বুথে বুথে যান । ব্যক্তিগত স্তরে নেমে প্রচার করুন । কোথাও ভুলভ্রান্তি হলে তা মেনে নিয়ে করতে হবে প্রচার ।"

আরও পড়ুন: বিজেপি বিধায়ক তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি হন কীভাবে ? প্রশ্ন শমীকের

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের নির্দেশ দেন, প্রয়োজনে মঙ্গলবার থেকেই রাস্তায় নামতে হবে, মানুষের কাছে যেতে হবে ৷ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দলের অন্দরে কোন দ্বন্দ্বকে দল প্রশ্রয় দেবে না । দল একটাই, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.