ETV Bharat / city

Abhishek Banerjee : ইয়ে ডর হমে আচ্ছা লাগা, বিপ্লবকে কটাক্ষ অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী 15 এবং 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিলের অনুমতি পায়নি তৃণমূল কংগ্রেস ৷ তারই নিন্দা করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইটারে লেখেন, তারা ভয় পেয়ে এমন করছে ৷ তবে তৃণমূলকে এভাবে আটকানো যাবে না ৷

ত্রিপুরায় মিছিলের অনুমতি পেল না তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় মিছিলের অনুমতি পেল না তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Sep 14, 2021, 8:31 AM IST

Updated : Sep 14, 2021, 11:50 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : ত্রিপুরায় প্রশাসনের কাছে প্রতিবাদ মিছিলের অনুমতি চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু তা পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, অন্য একটি রাজনৈতিক দলের মিছিল থাকার জন্য কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না ৷ তারপরও জোর করে মিছিল করতে গেলে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷ টুইটে তারই নিন্দা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷ হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb)-কেও ৷ ত্রিপুরা সরকারের নিন্দা করেছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) ৷ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা ঠিক করবে এদিন ৷

ত্রিপুরায় মিছিলের অনুমতি পেল না তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় তৃণমূলকে মিছিলের অনুমতি না দিয়ে প্রশাসনের তরফে পাঠানো চিঠি

15 এবং 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল কর্মসূচির পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ নিয়ম মেনে তারই অনুমতি চাওয়া হয় প্রশাসনকে কাছে ৷ সেই অনুমতিই পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, 15 তারিখ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে ৷ আর পরের দিন 16 তারিখ-ও অনুমতি দেওয়া যাবে না কারণ তার পরের দিন অর্থাৎ 17 তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে ৷ রাজ্যে বড় আকারে এই পুজো পালন করা হয় ৷ তার আগের দিনই তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া যাবে না কারণ সেদিন পুলিশ ট্রাফিক-সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকবে ৷ এর প্রতিবাদে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷

অভিষেক টুইটে লেখেন, "বিজেপি ভীষণ ভাবে ভীত ৷ এবং বিপ্লব দেব-ও আমাকে ত্রিপুরায় প্রবেশে বাধা দিতে তাঁর সমস্ত শক্তি ব্যবহার করছেন । চেষ্টা চালিয়ে যান কিন্তু আপনি আমাকে থামাতে পারবেন না । আপনার এই ভয়-ই বলে দিচ্ছে যে সরকারে আপনার দিন ঘনিয়ে এসেছে ৷ সত্যি বলতে কি, ইয়ে ডর হমে আচ্ছা লাগা !"

  • .@abhishekaitcকে এতটাই ভয় যে 15/9 ত্রিপুরার পদযাত্রায় হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর 16/9 তারিখেও আপত্তি করল ভীত বিজেপির পুলিশ।
    প্রমাণিত, @AITCofficial ই এখানে প্রধান প্রতিপক্ষ। তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা।
    এভাবে ঠেকানো যাবে না।
    পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই ইস্যুতে দলীয় মুখপাত্র কুণাল ঘোষও একটি টুইট করেছেন ৷ লেখেন, "অভিষেককে এতটাই ভয় যে 15 সেপ্টেম্বর ত্রিপুরার পদযাত্রা হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর 16 সেপ্টেম্বরও আপত্তি করল ভীত বিজেপির পুলিশ । এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসই এখানে প্রধান প্রতিপক্ষ । তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা । এভাবে ঠেকানো যাবে না । পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে ।" অর্থাৎ এদিন তৃণমূল তাদের পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করবে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

কলকাতা, 14 সেপ্টেম্বর : ত্রিপুরায় প্রশাসনের কাছে প্রতিবাদ মিছিলের অনুমতি চায় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু তা পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, অন্য একটি রাজনৈতিক দলের মিছিল থাকার জন্য কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না ৷ তারপরও জোর করে মিছিল করতে গেলে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷ টুইটে তারই নিন্দা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷ হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb)-কেও ৷ ত্রিপুরা সরকারের নিন্দা করেছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) ৷ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা ঠিক করবে এদিন ৷

ত্রিপুরায় মিছিলের অনুমতি পেল না তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় তৃণমূলকে মিছিলের অনুমতি না দিয়ে প্রশাসনের তরফে পাঠানো চিঠি

15 এবং 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল কর্মসূচির পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ নিয়ম মেনে তারই অনুমতি চাওয়া হয় প্রশাসনকে কাছে ৷ সেই অনুমতিই পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বলা হয়েছে, 15 তারিখ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে ৷ আর পরের দিন 16 তারিখ-ও অনুমতি দেওয়া যাবে না কারণ তার পরের দিন অর্থাৎ 17 তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে ৷ রাজ্যে বড় আকারে এই পুজো পালন করা হয় ৷ তার আগের দিনই তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া যাবে না কারণ সেদিন পুলিশ ট্রাফিক-সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকবে ৷ এর প্রতিবাদে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ তাই এমন করছে ৷

অভিষেক টুইটে লেখেন, "বিজেপি ভীষণ ভাবে ভীত ৷ এবং বিপ্লব দেব-ও আমাকে ত্রিপুরায় প্রবেশে বাধা দিতে তাঁর সমস্ত শক্তি ব্যবহার করছেন । চেষ্টা চালিয়ে যান কিন্তু আপনি আমাকে থামাতে পারবেন না । আপনার এই ভয়-ই বলে দিচ্ছে যে সরকারে আপনার দিন ঘনিয়ে এসেছে ৷ সত্যি বলতে কি, ইয়ে ডর হমে আচ্ছা লাগা !"

  • .@abhishekaitcকে এতটাই ভয় যে 15/9 ত্রিপুরার পদযাত্রায় হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর 16/9 তারিখেও আপত্তি করল ভীত বিজেপির পুলিশ।
    প্রমাণিত, @AITCofficial ই এখানে প্রধান প্রতিপক্ষ। তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা।
    এভাবে ঠেকানো যাবে না।
    পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই ইস্যুতে দলীয় মুখপাত্র কুণাল ঘোষও একটি টুইট করেছেন ৷ লেখেন, "অভিষেককে এতটাই ভয় যে 15 সেপ্টেম্বর ত্রিপুরার পদযাত্রা হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর 16 সেপ্টেম্বরও আপত্তি করল ভীত বিজেপির পুলিশ । এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসই এখানে প্রধান প্রতিপক্ষ । তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা । এভাবে ঠেকানো যাবে না । পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে ।" অর্থাৎ এদিন তৃণমূল তাদের পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করবে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

Last Updated : Sep 14, 2021, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.