কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতা পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের প্রয়াণ । ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার কাল গভীর রাতে মৃত্যু হয় (Goutam Haldar Councillor of 4 Number Word)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 55 বছর।
দীর্ঘদিন ধরেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে মানুষ জনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শারদোৎসবের সূচনায় গৌতমের প্রয়াণ তৃণমূল কর্মীদের হৃদয় ভারাক্রান্ত করেছে ৷ প্রায়াত কাউন্সিলরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্যরা । এবার নিয়ে মোট দু'বার নির্বাচনে জিতেছিলেন গৌতম।
আরও পড়ুন: মহালয়ার সকালে বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস