ETV Bharat / city

কলকাতায় এক ধাক্কায় পারদ কমল 4 ডিগ্রি, শুক্র-শনি জাঁকিয়ে শীত - শুক্র-শনি জাঁকিয়ে শীত

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ।

4-degree-temperature-fall-in-kolkata
4-degree-temperature-fall-in-kolkata
author img

By

Published : Jan 21, 2021, 1:49 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : কলকাতায় এক ধাক্কায় কমল 4 ডিগ্রি তাপমাত্রা । গতকালকের তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস । সেখানে আজ কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার জাঁকিয়ে শীত থাকবে রাজ্যজুড়ে ।

কলকাতায় আজ সকালেও হালকা কুয়াশা ছিল । সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয় । কাটে কুয়াশার রেশও । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ছিল 99 শতাংশ, সর্বনিম্ন 57 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ।

আরও পড়ুন: পৌষেই উধাও শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

এদিকে আজ রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার রয়েছে । আগাম সর্তকতা জারি করেছিল মৌসম ভবন ৷ আগামী 24 ঘণ্টায় শুক্রবারে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে । এর প্রভাবে দিল্লিতে আবহাওয়ার পরিবর্তন হবে । জম্মু-কাশ্মীর, লাদাখ এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে । পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সর্তকতা রয়েছে ।

কলকাতা, 21 জানুয়ারি : কলকাতায় এক ধাক্কায় কমল 4 ডিগ্রি তাপমাত্রা । গতকালকের তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস । সেখানে আজ কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার আরও কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার জাঁকিয়ে শীত থাকবে রাজ্যজুড়ে ।

কলকাতায় আজ সকালেও হালকা কুয়াশা ছিল । সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয় । কাটে কুয়াশার রেশও । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ছিল 99 শতাংশ, সর্বনিম্ন 57 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ।

আরও পড়ুন: পৌষেই উধাও শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

এদিকে আজ রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার রয়েছে । আগাম সর্তকতা জারি করেছিল মৌসম ভবন ৷ আগামী 24 ঘণ্টায় শুক্রবারে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে । এর প্রভাবে দিল্লিতে আবহাওয়ার পরিবর্তন হবে । জম্মু-কাশ্মীর, লাদাখ এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে । পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সর্তকতা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.