ETV Bharat / city

Pandit Ajoy Chakrabarty Shrutinandan: 25 বছর পূর্তি পণ্ডিত অজয় চক্রবর্তীর শ্রুতিনন্দনের - 25 বছর পূর্তি পণ্ডিত অজয় চক্রবর্তীর শ্রুতিনন্দনের

25 বছর পূর্ণ করল পণ্ডিত অজয় চক্রবর্তীর শ্রুতিনন্দন (Shrutinandan) ৷ এখানে পণ্ডিত অজয় চক্রবর্তীর(Pandit Ajoy Chakrabarty) তালিমে সঙ্গীতের চর্চা করে বহু শিশুশিল্পীরাও ।

25th anniversary celebration of Pandit Ajoy Chakrabarty Music Academy Shrutinandan
Pandit Ajoy Chakrabarty
author img

By

Published : Jul 17, 2022, 3:49 PM IST

কলকাতা, 17 জুলাই: গান হল মনের ভাব প্রকাশের অনন্য এক মাধ্যম । মনের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ পায় এই গানের সুর তালের মাধ্যমে । আর সেরকমই এক প্রতিষ্ঠান হল শ্রুতিনন্দন(Shrutinandan) । পণ্ডিত অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রীর হাত ধরে গড়ে ওঠে এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান(Pandit Ajoy Chakrabarty's Music Academy) । শনিবার শ্রুতিনন্দন পূর্ণ করল 25 বছর ।

দীর্ঘ 25 বছর ধরে একের পর এক এক শিশুশিল্পীদের সঙ্গীতের মাধ্যমে গড়ে তোলার নামই শ্রুতিনন্দন । পণ্ডিত অজয় চক্রবর্তীর তালিমে সঙ্গীতের চর্চা করে বহু শিশুশিল্পীরা । 25 বছর পূর্তিতে রয়েছে তাদের বিভিন্ন চমক । তার মধ্যে একটি ছিল বাংলা গানের আসর । যা শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সঙ্গীত চর্চার মাধ্যমে পালিত হয় । এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সুরকার অনাঞ্জন চক্রবর্তী, গায়ক স্নিগ্ধদেব সেনগুপ্ত ও ভায়োলিন ব্রাদার্স ।

25th anniversary celebration of Pandit Ajoy Chakrabarty Music Academy Shrutinandan
শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সঙ্গীত চর্চা হয়

আরও পড়ুন: গান নিয়ে এগোনোর রাস্তাটা এখনও স্বচ্ছ নয় : পণ্ডিত অজয় চক্রবর্তী

25th anniversary celebration of Pandit Ajoy Chakrabarty Music Academy Shrutinandan
25 বছর পূর্তিতে রয়েছে বিভিন্ন চমক

পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "আমি আমার ছাত্রছাত্রীদের থেকে এখন অনেক কিছু শিখি । এই শ্রুতিনন্দন থেকে অনেক শিল্পী তৈরি হয়েছে । আগামী দিনেও হবে আশা রাখি । সঙ্গীত হল শিক্ষা নির্ভর বিদ্যা । যদি একজন গান শুনিয়ে দর্শকের মন জয় করতে না পারে তাহলে তার শিক্ষা ব্যর্থ । আর গানের জন্য শুধু শেখা নয়, দরকার লাগে মন ও আধ্যাত্মিকতারও । পাশাপাশি এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ । তাই আমাদের উচিত এই সঙ্গীতকে রক্ষা করা । আমি আমার সাধ্যমতো চেষ্টা করি । আমার বিশ্বাস এই শ্রুতিনন্দন একদিন অনেক দূর এগোবে ।"

শ্রুতিনন্দন নিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর কথা

কলকাতা, 17 জুলাই: গান হল মনের ভাব প্রকাশের অনন্য এক মাধ্যম । মনের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ পায় এই গানের সুর তালের মাধ্যমে । আর সেরকমই এক প্রতিষ্ঠান হল শ্রুতিনন্দন(Shrutinandan) । পণ্ডিত অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রীর হাত ধরে গড়ে ওঠে এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান(Pandit Ajoy Chakrabarty's Music Academy) । শনিবার শ্রুতিনন্দন পূর্ণ করল 25 বছর ।

দীর্ঘ 25 বছর ধরে একের পর এক এক শিশুশিল্পীদের সঙ্গীতের মাধ্যমে গড়ে তোলার নামই শ্রুতিনন্দন । পণ্ডিত অজয় চক্রবর্তীর তালিমে সঙ্গীতের চর্চা করে বহু শিশুশিল্পীরা । 25 বছর পূর্তিতে রয়েছে তাদের বিভিন্ন চমক । তার মধ্যে একটি ছিল বাংলা গানের আসর । যা শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সঙ্গীত চর্চার মাধ্যমে পালিত হয় । এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সুরকার অনাঞ্জন চক্রবর্তী, গায়ক স্নিগ্ধদেব সেনগুপ্ত ও ভায়োলিন ব্রাদার্স ।

25th anniversary celebration of Pandit Ajoy Chakrabarty Music Academy Shrutinandan
শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সঙ্গীত চর্চা হয়

আরও পড়ুন: গান নিয়ে এগোনোর রাস্তাটা এখনও স্বচ্ছ নয় : পণ্ডিত অজয় চক্রবর্তী

25th anniversary celebration of Pandit Ajoy Chakrabarty Music Academy Shrutinandan
25 বছর পূর্তিতে রয়েছে বিভিন্ন চমক

পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "আমি আমার ছাত্রছাত্রীদের থেকে এখন অনেক কিছু শিখি । এই শ্রুতিনন্দন থেকে অনেক শিল্পী তৈরি হয়েছে । আগামী দিনেও হবে আশা রাখি । সঙ্গীত হল শিক্ষা নির্ভর বিদ্যা । যদি একজন গান শুনিয়ে দর্শকের মন জয় করতে না পারে তাহলে তার শিক্ষা ব্যর্থ । আর গানের জন্য শুধু শেখা নয়, দরকার লাগে মন ও আধ্যাত্মিকতারও । পাশাপাশি এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ । তাই আমাদের উচিত এই সঙ্গীতকে রক্ষা করা । আমি আমার সাধ্যমতো চেষ্টা করি । আমার বিশ্বাস এই শ্রুতিনন্দন একদিন অনেক দূর এগোবে ।"

শ্রুতিনন্দন নিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর কথা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.