ETV Bharat / city

জোরকদমে প্রচার, শেষ দু'দফার আগে রাজ্যে ২১টি জনসভা BJP-র

শেষ দু'দফা নির্বাচনের আগে রাজ্যে জোরকদমে প্রচারে নামছে BJP । সভা করবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, স্মতি ইরানি, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেব সহ অন্যরা।

ফাইল ফোটো
author img

By

Published : May 9, 2019, 9:23 AM IST

Updated : May 9, 2019, 11:35 AM IST

কলকাতা, 9 মে : শেষ দু'দফা নির্বাচনের আগে আজ থেকে রাজ্যে জোরকদমে প্রচারে নামছে BJP । 19 মে-এর আগে 17 টি আসনের জন্য মোট 21টি বড় জনসভা করতে চলেছে BJP-র স্টার ক্যাম্পেনাররা । তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, স্মতি ইরানি, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেবরা । তৃণমূলের এই 17 টি শক্ত ঘাঁটিকে পাখির চোখ করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত রাজ্যে 12 টি জনসভা করেছেন । বাকি আরও পাঁচটি । বাঁকুড়ায় ইতিমধ্যেই সভা করেছেন তিনি । এরপর সভা রয়েছে পুরুলিয়ায়ও । 21টি জনসভার মধ্যে আজ প্রধানমন্ত্রী বাদে দু'টি সভা রয়েছে BJP নেতা বিপ্লব দেবের । একটি বসিরহাটে ও একটি জয়নগরে । আগামীকাল ফের তাঁর সভা রয়েছে তমলুক ও পুরুলিয়ায় । এরই পাশাপাশি আগামীকাল রাজ্যে আসছেন রাজনাথ সিং । সভা রয়েছে কাঁথি, মথুরাপুর ও কলকাতায় । এরপর ষষ্ঠদফা ভোটের দিন অর্থাৎ 12 তারিখ বাদে এরাজ্যে ফের একের পর এক সভা রয়েছে তাঁদের । 13 মে অমিত শাহ থাকবেন জয়নগর, যাদবপুর ও বারাসতে । 14 মে কলকাতা দক্ষিণ ও দমদমে থাকছেন স্মৃতি ইরানি । 15 মে বসিরহাট ও ডায়মন্ডহারবারে যখন মোদি জনসভা করবেন তখন বারাসত, বসিরহাট ও কলকাতা উত্তরে থাকবেন যোগী আদিত্যনাথ । 16 মে মথুরাপুর ও দমদমে ফের দু'টি জনসভা রয়েছে মোদির ।

গতকাল খিদিরপুরে BJP-র নির্বাচনী কার্যালয়ে এবিষয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, সেখানে 17 মে অমিত শাহর রোড শোয়ের বিষয়টিও চূড়ান্ত হয়েছিল । প্রথমে শহিদ মিনারে জমায়েত করে মিছিল শুরু হবে মেট্রো চ্যানেল থেকে । মিছিল শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে । এই প্রসঙ্গে, BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "লোকসভা নির্বাচনের শেষ দুই দফার আগে প্রচারে ঝড় তুলতে চাইছি । তৃণমূলকে টেক্কা দিতেই প্রায় 21টি জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।
"

কলকাতা, 9 মে : শেষ দু'দফা নির্বাচনের আগে আজ থেকে রাজ্যে জোরকদমে প্রচারে নামছে BJP । 19 মে-এর আগে 17 টি আসনের জন্য মোট 21টি বড় জনসভা করতে চলেছে BJP-র স্টার ক্যাম্পেনাররা । তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, স্মতি ইরানি, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেবরা । তৃণমূলের এই 17 টি শক্ত ঘাঁটিকে পাখির চোখ করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত রাজ্যে 12 টি জনসভা করেছেন । বাকি আরও পাঁচটি । বাঁকুড়ায় ইতিমধ্যেই সভা করেছেন তিনি । এরপর সভা রয়েছে পুরুলিয়ায়ও । 21টি জনসভার মধ্যে আজ প্রধানমন্ত্রী বাদে দু'টি সভা রয়েছে BJP নেতা বিপ্লব দেবের । একটি বসিরহাটে ও একটি জয়নগরে । আগামীকাল ফের তাঁর সভা রয়েছে তমলুক ও পুরুলিয়ায় । এরই পাশাপাশি আগামীকাল রাজ্যে আসছেন রাজনাথ সিং । সভা রয়েছে কাঁথি, মথুরাপুর ও কলকাতায় । এরপর ষষ্ঠদফা ভোটের দিন অর্থাৎ 12 তারিখ বাদে এরাজ্যে ফের একের পর এক সভা রয়েছে তাঁদের । 13 মে অমিত শাহ থাকবেন জয়নগর, যাদবপুর ও বারাসতে । 14 মে কলকাতা দক্ষিণ ও দমদমে থাকছেন স্মৃতি ইরানি । 15 মে বসিরহাট ও ডায়মন্ডহারবারে যখন মোদি জনসভা করবেন তখন বারাসত, বসিরহাট ও কলকাতা উত্তরে থাকবেন যোগী আদিত্যনাথ । 16 মে মথুরাপুর ও দমদমে ফের দু'টি জনসভা রয়েছে মোদির ।

গতকাল খিদিরপুরে BJP-র নির্বাচনী কার্যালয়ে এবিষয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, সেখানে 17 মে অমিত শাহর রোড শোয়ের বিষয়টিও চূড়ান্ত হয়েছিল । প্রথমে শহিদ মিনারে জমায়েত করে মিছিল শুরু হবে মেট্রো চ্যানেল থেকে । মিছিল শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে । এই প্রসঙ্গে, BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "লোকসভা নির্বাচনের শেষ দুই দফার আগে প্রচারে ঝড় তুলতে চাইছি । তৃণমূলকে টেক্কা দিতেই প্রায় 21টি জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।
"

Intro:08-05-19

সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ রাজ্যে লোকসভা নির্বাচণের শেষ দুই দফা ভোটের আগে ১৭ টি আসনের জন্য মোট ২১ টি বড় জনসভা করছে বিজেপি। প্রচারে মোদী -অমিত শাহ জুটি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীসভার হেভিওয়েট মন্ত্রী রাজনাথ সিং, স্মতিইরানীও একাধিক জনসভা করবেন। তালিকাতে আছেন স্টার ক্যাম্পেনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ আদিত্য নাথ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।


বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই পশ্চিমবঙ্গে ১২ টি জনসভা করেছে। মোট ১৮টি জনসভা করবেন তিনি। যেটি একেবারে রের্কড সংখ্যক। এর আগে রাজ্যে কতগুলি জনসভা প্রধানমন্ত্রী আগে কোনও দিনই করেন নি।
মূলত, দক্ষিণবঙ্গে যে ১৭ টি আসনে দুই দফায় ভোট হবে সেই আসনগুলি তৃণমূলের দূর্গ বলে পরিচিত। তাই এই দুই দফায় ভোটে একাধিক জনসভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি।


আজ খিদিরপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে ১৭ মে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড- শো করার বিষয়ে চুড়ান্ত হয়। কলকাতায় শহিদ মিনারে ওই দিন জমায়েত করবে বিজেপি। ধর্মতলা মেট্রো চ্যানেলে থেকে মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দ বাড়ি পর্যন্ত। এই রোড- শো তে প্রায় ৩ লক্ষ মানুষের জমায়েত করার জন্য আজ সমস্ত জেলা সভাপতিদের টার্গেট দেওয়া হয়েছে। ওই দিন কলকাতা অচল করারও ডাক দেওয়া হয়।






লোকসভা নির্বাচণে প্রচারে রাজ্যে কোন কোন হেভিওয়েট নেতা মন্ত্রীরা প্রচারে আসছেন-


৯ মে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(বাকুড়া, পুরুলিয়া)



৯ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব- (বসিরহাট ও
জয়নগর)


১০ মে- ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব -(তমলুক, পুরুলিয়া)

১০ - কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং,
(কাথি, মথুরাপুর, উত্তর কলকাতা)

১৩- মে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ

(জয়নগর, যাদবুপুর, বারাসাত)

১৪ মে কেন্দ্রীয় বস্ত্র দপ্তরের মন্ত্রী স্মতিইরাণী

(দক্ষিণ কলকাতা, দমদম,)

১৫- মে- প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী (বসিরহাট ও ডায়মন্ডহারবার)

১৬ - মে-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -( মথুরাপুর, দমদম)

১৫- মে যোগী- (বারাসাত, বসিরহাট, উত্তরকলকাতা)



বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা নির্বাচণে আমরা শেষ দুই দফায় প্রচারে ঝড় তুলতে চাইছি। তৃণমূল কে টেক্কা দিতেই প্রায় ২১ টি জনসভা করার পরিকল্পনা করা হচ্ছে।

Body:কপিConclusion:
Last Updated : May 9, 2019, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.