কলকাতা, 9 মে : শেষ দু'দফা নির্বাচনের আগে আজ থেকে রাজ্যে জোরকদমে প্রচারে নামছে BJP । 19 মে-এর আগে 17 টি আসনের জন্য মোট 21টি বড় জনসভা করতে চলেছে BJP-র স্টার ক্যাম্পেনাররা । তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, স্মতি ইরানি, যোগী আদিত্যনাথ, বিপ্লব দেবরা । তৃণমূলের এই 17 টি শক্ত ঘাঁটিকে পাখির চোখ করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত রাজ্যে 12 টি জনসভা করেছেন । বাকি আরও পাঁচটি । বাঁকুড়ায় ইতিমধ্যেই সভা করেছেন তিনি । এরপর সভা রয়েছে পুরুলিয়ায়ও । 21টি জনসভার মধ্যে আজ প্রধানমন্ত্রী বাদে দু'টি সভা রয়েছে BJP নেতা বিপ্লব দেবের । একটি বসিরহাটে ও একটি জয়নগরে । আগামীকাল ফের তাঁর সভা রয়েছে তমলুক ও পুরুলিয়ায় । এরই পাশাপাশি আগামীকাল রাজ্যে আসছেন রাজনাথ সিং । সভা রয়েছে কাঁথি, মথুরাপুর ও কলকাতায় । এরপর ষষ্ঠদফা ভোটের দিন অর্থাৎ 12 তারিখ বাদে এরাজ্যে ফের একের পর এক সভা রয়েছে তাঁদের । 13 মে অমিত শাহ থাকবেন জয়নগর, যাদবপুর ও বারাসতে । 14 মে কলকাতা দক্ষিণ ও দমদমে থাকছেন স্মৃতি ইরানি । 15 মে বসিরহাট ও ডায়মন্ডহারবারে যখন মোদি জনসভা করবেন তখন বারাসত, বসিরহাট ও কলকাতা উত্তরে থাকবেন যোগী আদিত্যনাথ । 16 মে মথুরাপুর ও দমদমে ফের দু'টি জনসভা রয়েছে মোদির ।
গতকাল খিদিরপুরে BJP-র নির্বাচনী কার্যালয়ে এবিষয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, সেখানে 17 মে অমিত শাহর রোড শোয়ের বিষয়টিও চূড়ান্ত হয়েছিল । প্রথমে শহিদ মিনারে জমায়েত করে মিছিল শুরু হবে মেট্রো চ্যানেল থেকে । মিছিল শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে । এই প্রসঙ্গে, BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "লোকসভা নির্বাচনের শেষ দুই দফার আগে প্রচারে ঝড় তুলতে চাইছি । তৃণমূলকে টেক্কা দিতেই প্রায় 21টি জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।
"