মাদারিহাট, 13 নভেম্বর: মাদারিহাটে ভাঙচুর করা হল বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ৷ মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের মুজনাই চা বাগানে গিয়ে এদিন বিজেপি প্রার্থী প্রবল বিক্ষোভের মুখে পড়েন । স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ বছরে বিজেপির সাংসদ মনোজ টিগ্গার দেখা মেলেনি ৷ এলাকার কোনও উন্নয়ন হয়নি ৷ বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ ৷
মাদারিহাটের মুজনাই গ্রাম পঞ্চায়েত 14/60 ও 14/62 নং বুথ এলাকায় ঘটনাটি ঘটে । এদিন ভোট চলাকালীন বিজেপি প্রার্থী রাহুল লোহার ওই এলাকায় গেলে তিনি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ৷ তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার মানুষ ৷ সেখানে তৃণমূলের লোকজনও ছিলেন বলে অভিযোগ ৷ বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, ওই এলাকায় কোনও কাজ করেননি মনোজ টিগ্গা ৷
14/60 নং বুথে গেলে বিজেপি প্রার্থী রাহুল লোহারের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এরপর 14/62 নং বুথেও তাঁকে দেখামাত্রই তাঁর গাড়িতে লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয় ৷ এর ফলে ভেঙে যায় রাহুল লোহারের গাড়ির কাঁচ ৷ কাঁচের টুকরো তাঁর শরীরেও ঢুকেছে বলেছে দাবি করেন তিনি ৷
বিজেপি প্রার্থী এদিন বলেন, "আমি যেখানেই যাচ্ছি, সেখানেই আমাকে হেনস্থা করা হচ্ছে । পুলিশের সামনেই আমার গায়ে হাত দেওয়া হয়েছে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে । আমরা অভিযোগ জানিয়েছি । কমিশনেও অভিযোগ জানাচ্ছি ৷ আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নই । আমাকে লক্ষ্য করে গালিগালাজ করা হয় । ভাগ্য ভালো যে, আমার মাথা ফাটেনি ৷ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার উপর আক্রমণ চালাচ্ছেন ৷ পুলিশকে বলার পরেও আমার সুরক্ষার জন্য কেউ আসেনি ।"
এর আগে, মাদারিহাটে ভোট দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ এনেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাও ৷ তিনি অভিযোগ করেন যে, অনেক বুথেই বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না ৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি ৷ তবে 2016 ও 2021 সালের পর এবারও মাদারিহাট বিধানসভায় জিতে বিজেপি হ্যাটট্রিক করবে বলে দাবি করেন বিজেপি সাংসদ ৷