খড়গপুর, 20 অক্টোবর : খড়গপুর আইআইটি’র পড়ুয়াদের খাবারে পোকামাকড় থাকার অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে অনশনে বসলেন খড়গপুরের পড়ুয়ারা ৷ প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়া মঙ্গলবার দুপুর থেকে অনশনে বসেন ৷ প্রায় মাঝ রাত পর্যন্ত এই অনশন চলে ৷ তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে আইআইটি’র পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ৷ বহুবার কর্তৃপক্ষকে এ নিয়ে অভিযোগ করা হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এর পরেই মঙ্গলবার দুপুর থেকে অনশনে বসেন তাঁরা ৷ পড়ুয়াদের অনশনের খবর পেয়ে তড়িঘড়ি নড়েচড়ে বসে কর্তৃপক্ষ ৷ রাত 11টা নাগাদ আইআইটি’র আধিকারিকরা অনশনরত পড়ুয়াদের কাছে যান ৷ তাঁরা পুরো বিষয়টি তদন্তের আশ্বাস দিলে পড়ুয়ারা অনশন তুলে নেয় ৷
প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে বন্ধ রয়েছে আইআইটি’র হস্টেল পরিষেবা এবং আইআইটি চত্বরের অন্যান্য ক্যানটিন ও দোকানপাট ৷ তাই এত জন পড়ুয়ার খাওয়াদাওয়ার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে বেসরকারি মেস চালু করা হয়েছে ৷ আইআইটি’র লাল বাহাদুর শাস্ত্রী হলে এই বেসরকারি মেস চলছে গত কয়েক মাস ধরে ৷ তারাই পড়ুয়াদের খাবার ব্যবস্থা করে ৷ কিন্তু, পড়ুয়াদের অভিযোগ, সেই মেসের খাবারে প্রায় মশা-মাছি, কীটপতঙ্গ পাওয়া যাচ্ছে ৷ তাছাড়া খাবারের মান অত্যন্ত খারাপ ৷ অথচ দাম অনেক বেশি বলেও অভিযোগ পড়ুয়াদের ৷ অভিযোগ রাতের খাবার সন্ধ্যার মধ্যেই সবাইকে খেয়ে নিতে হয় ৷ ফলে সমস্যায় পড়েন রাত জেগে পড়াশোনা করা পড়ুয়ারা ৷
আরও পড়ুন : Priyanka Gandhi Detained : আগ্রা যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ
এই বিষয়গুলি নিয়ে উপযুক্ত পদক্ষেপের দাবিতে একাধিকবার পড়ুয়ারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ৷ এমনকি অবিলম্বে হস্টেল পরিষেবা চালু করার দাবিও জানিয়েছিলেন পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টিতে সেভাবে গুরুত্ব দেয়নি ৷ তাই গতকাল দুপুরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ দুপুরের খাবার না খেয়ে তাঁরা এইচএমসি হল ম্যানেজমেন্ট সেন্টারের সামনে প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়া অনশনে বসেন ৷ দুপুরের খাবার বয়কট করায় রাতে তাঁদের রাতের খাবার বন্ধ করে দেওয়া হয় ৷ শেষে খবর পেয়ে আইআইটি কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে যায় ৷ তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসে কর্তৃপক্ষ ৷ সেখানেই পড়ুয়াদের দাবি দাওয়াগুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে ৷ অন্যদিকে, বিশ্বের অন্যতম, সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এমন অব্যবস্থার ছবি ঝড়ের গতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যে ঘটনার নিন্দা করেছেন আইআইটি’র প্রাক্তনী থেকে বহু মানুষ ৷
আরও পড়ুন : ISKCON Attack Protest : কীর্তনের মাধ্যমে বাংলাদেশের ইসকনে হামলার প্রতিবাদ