ETV Bharat / city

বর্ষবরণের পার্টিতে বচসা, সিমেন্টের চাঁইয়ের আঘাতে হত যুবক

নতুন বছর শুরু হওয়ার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল বেলুড়ের অম্বিকা জুটমিল এলাকায় । পার্টি চলাকালীন অন্যান্যদের সঙ্গে দেবাশিস হালদার নামে এক যুবকের ঝামেলা শুরু হয় । ঝামেলা বাড়তে বাড়তে হাতাহাতির পর্যায়ে যায় । শেষে ঝামেলা থামাতে ভারী সিমেন্টের চারি দিয়ে দেবাশিসের মাথায় আঘাত করে অন্যান্যরা ।

1-young-was-died
বর্ষবরণের পার্টিতে মৃত 1
author img

By

Published : Jan 1, 2020, 6:18 PM IST

Updated : Jan 1, 2020, 8:18 PM IST

বেলুড়, 1 জানুয়ারি: বর্ষবরণ উপলক্ষে গতকাল রাতে অম্বিকা জুটমিল এলাকায় পার্টির আয়োজন করা হয়েছিল । পার্টির মাঝেই ঝামেলায় জড়িয়ে মৃত্যু হল বছর সাঁইত্রিশের এক যুবক ৷ ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায় ৷ মৃতের নাম দেবাশিস হালদার ৷ তাঁর বাড়ি বেলুড় থানার অন্তর্গত অম্বিকা জুটমিল সংলগ্ন এলাকায় । ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

নতুন বছর উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল অম্বিকা জুটমিল এলাকায় । পার্টি চলাকালীন অন্যান্যদের সঙ্গে দেবাশিসের ঝামেলা শুরু হয় । কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে যায় বচসা । বচসা থামাতে ভারী সিমেন্টের চাঁই দিয়ে দেবাশিসের মাথায় আঘাত করে অন্যান্যরা, অভিযওগ এমনই ।

মৃতের ভাইয়ের বক্তব্য

আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি । তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকাররি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে বেলুড় থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

বেলুড়, 1 জানুয়ারি: বর্ষবরণ উপলক্ষে গতকাল রাতে অম্বিকা জুটমিল এলাকায় পার্টির আয়োজন করা হয়েছিল । পার্টির মাঝেই ঝামেলায় জড়িয়ে মৃত্যু হল বছর সাঁইত্রিশের এক যুবক ৷ ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায় ৷ মৃতের নাম দেবাশিস হালদার ৷ তাঁর বাড়ি বেলুড় থানার অন্তর্গত অম্বিকা জুটমিল সংলগ্ন এলাকায় । ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

নতুন বছর উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল অম্বিকা জুটমিল এলাকায় । পার্টি চলাকালীন অন্যান্যদের সঙ্গে দেবাশিসের ঝামেলা শুরু হয় । কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে যায় বচসা । বচসা থামাতে ভারী সিমেন্টের চাঁই দিয়ে দেবাশিসের মাথায় আঘাত করে অন্যান্যরা, অভিযওগ এমনই ।

মৃতের ভাইয়ের বক্তব্য

আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি । তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকাররি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে বেলুড় থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Intro:আজ সকাল সাড়ে নটায় বালির আকাশে দেখা গেল সূর্য গ্রহণের ছবি।Body:বConclusion:
Last Updated : Jan 1, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.