ETV Bharat / city

হাওড়ায় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের

author img

By

Published : Jun 8, 2021, 6:58 PM IST

2019 সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ নারকোটিক অ্যান্ড ড্রাগ সাবস্টেন্স আইনে গ্রেফতার করে অন্দুলের মহিয়ারির বাসিন্দা সনাতন দাসকে ।

হাওড়ায় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের
হাওড়ায় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের

হাওড়া, 8 জুন : হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম সনাতন দাস (32) । মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে । এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন ।

2019 সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ নারকোটিক অ্যান্ড ড্রাগ সাবস্টেন্স আইনে গ্রেফতার করে আন্দুলের মহিয়ারির বাসিন্দা সনাতন দাসকে । তিনি পেশায় গাড়িচালক ছিলেন । গ্রেফতারের পর প্রায় কুড়ি মাস তিনি হাওড়া জেলে বন্দি ছিলেন । গতকাল সকালে সনাতন দাসের স্ত্রী খবর পান যে তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

এই খবর পেয়ে সনাতনের স্ত্রী কুসুম দাস হাসপাতালে ছুটে আসেন । তিনি দেখেন যে তাঁর স্বামী মারা গিয়েছে । এরপরই তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন । হাওড়ার জেলা শাসককে তাঁর আইনজীবী মেল করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন : স্মার্ট ফোন নেই, টিকাকরণে ব্রাত্য জলপাইগুড়ির গ্রাম থেকে চা বাগান

কুসুম দাসের অভিযোগ, তাঁর স্বামীকে পিটিয়ে মারা হয়েছে । গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর স্বামী দেহের ভিডিওগ্রাফি হয় । হাওড়া জেলের সুপার দেবাশিস মণ্ডল জানান, নিয়ম মেনে দেহের ময়নাতদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

হাওড়া, 8 জুন : হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম সনাতন দাস (32) । মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে । এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন ।

2019 সালের সেপ্টেম্বর মাসে ডোমজুড় থানার পুলিশ নারকোটিক অ্যান্ড ড্রাগ সাবস্টেন্স আইনে গ্রেফতার করে আন্দুলের মহিয়ারির বাসিন্দা সনাতন দাসকে । তিনি পেশায় গাড়িচালক ছিলেন । গ্রেফতারের পর প্রায় কুড়ি মাস তিনি হাওড়া জেলে বন্দি ছিলেন । গতকাল সকালে সনাতন দাসের স্ত্রী খবর পান যে তাঁর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

এই খবর পেয়ে সনাতনের স্ত্রী কুসুম দাস হাসপাতালে ছুটে আসেন । তিনি দেখেন যে তাঁর স্বামী মারা গিয়েছে । এরপরই তিনি পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হন । হাওড়ার জেলা শাসককে তাঁর আইনজীবী মেল করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

আরও পড়ুন : স্মার্ট ফোন নেই, টিকাকরণে ব্রাত্য জলপাইগুড়ির গ্রাম থেকে চা বাগান

কুসুম দাসের অভিযোগ, তাঁর স্বামীকে পিটিয়ে মারা হয়েছে । গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর স্বামী দেহের ভিডিওগ্রাফি হয় । হাওড়া জেলের সুপার দেবাশিস মণ্ডল জানান, নিয়ম মেনে দেহের ময়নাতদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.