ETV Bharat / city

College student drowned into The Ganga: শিশুকে বাঁচিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন ছাত্র

author img

By

Published : Apr 29, 2022, 7:57 PM IST

Updated : Apr 29, 2022, 8:48 PM IST

গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুকে বাঁচিয়ে তলিয়ে গেলেন কলেজ ছাত্র ৷ বালি বারেন্দ্রপাড়া গঙ্গাঘাটে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (College student drowned into The Ganga)৷

College student drowned in to The Ganga
শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল ছাত্র

হাওড়া, 29 এপ্রিল: গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন এক ছাত্র ৷ দীর্ঘক্ষণ তল্লশির পরে মেলে নিখোঁজ কলেজ ছাত্ররের দেহ ৷ মৃত ছাত্রের নাম সজল বসু (20) ৷ তবে তলিয়ে যাওয়া শিশুটি বেঁচে গিয়েছে (College student drowned into The Ganga) ৷

পুলিশ সূত্রে খবর, লিলুয়ার ভট্টনগর এলাকার বাসিন্দা সায়ন বসু ৷ বেলুড়ের লালবাবা কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ৷ এদিন বালির বারেন্দ্রপাড়া এলাকায় গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান সায়ন ৷ প্রায় দু‘ঘণ্টা পর উদ্ধার হয় তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্র ৷

শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল ছাত্র

আরও পড়ুন : Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন বালি বিধানসভার বিধায়ক রানা চট্টোপাধ্যায় । তিনি ওই ছাত্রের তল্লাশিতে তদারকি করেন। এছড়াও উপস্থিত হন, লালবাবা কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার । একে একে পরিবারের লোকজন এসেও উপস্থিত হন ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

হাওড়া, 29 এপ্রিল: গঙ্গায় তলিয়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন এক ছাত্র ৷ দীর্ঘক্ষণ তল্লশির পরে মেলে নিখোঁজ কলেজ ছাত্ররের দেহ ৷ মৃত ছাত্রের নাম সজল বসু (20) ৷ তবে তলিয়ে যাওয়া শিশুটি বেঁচে গিয়েছে (College student drowned into The Ganga) ৷

পুলিশ সূত্রে খবর, লিলুয়ার ভট্টনগর এলাকার বাসিন্দা সায়ন বসু ৷ বেলুড়ের লালবাবা কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ৷ এদিন বালির বারেন্দ্রপাড়া এলাকায় গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান সায়ন ৷ প্রায় দু‘ঘণ্টা পর উদ্ধার হয় তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্র ৷

শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল ছাত্র

আরও পড়ুন : Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন বালি বিধানসভার বিধায়ক রানা চট্টোপাধ্যায় । তিনি ওই ছাত্রের তল্লাশিতে তদারকি করেন। এছড়াও উপস্থিত হন, লালবাবা কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার । একে একে পরিবারের লোকজন এসেও উপস্থিত হন ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

Last Updated : Apr 29, 2022, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.