ETV Bharat / city

ফর্ম নিয়ে বিভ্রান্তি, NRC আতঙ্কে উত্তাল হাওড়া

NRC-র কাগজ সংগ্রহের অভিযোগ উঠল হাওড়ার নাজিরগঞ্জের পাঁচপাড়া হাইমাদ্রাসার টিচার ইন চার্জের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদ্রাসার 50জন শিক্ষককে না জানিয়েই ওই তথ্য সংগ্রহ করছিলেন টিচার ইন চার্জ বুদ্ধদেব দাস ৷

NRC fear at Howrah
NRC আতঙ্কে উত্তাল হাওড়া
author img

By

Published : Feb 11, 2020, 11:09 PM IST

হাওড়া, 11 ফেব্রুয়ারি : NRC আতঙ্কে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ থানার পাঁচপাড়া এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁচপাড়া হাই মাদ্রাসার টিচার ইন চার্জ একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে NRC-র জন্য কাগজ সংগ্রহ করছিলেন ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায় ৷ পুলিশ ও RAF নামে ৷ এখন এলাকা থমথমে ৷

NRC আতঙ্কে হাওড়ার নাজিরগঞ্জের পাঁচপাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠল ৷ পাঁচপাড়া হাইমাদ্রাসার টিচার ইন চার্জ বুদ্ধদেব দাস NRC সংক্রান্ত কাগজ সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ৷ গতকাল এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য মাদ্রাসায় আসেন ৷ তাঁরা ছাত্রছাত্রীদের থেকে কাগজ নেন ও একটি ফর্ম পূরণ করান ৷ আজ সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷ তাঁদের অভিযোগ, গোপনে NRC-র কাগজ সংগ্রহে সাহায্য করছেন মাদ্রাসার টিচার ইন চার্জ ৷ উত্তেজিত জনতা হাইমাদ্রাসা ঘেরাও করে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও RAF নামে ৷ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় মানুষজন ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷

NRC আতঙ্কে উত্তপ্ত হাওড়া

হাওড়া, 11 ফেব্রুয়ারি : NRC আতঙ্কে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ থানার পাঁচপাড়া এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁচপাড়া হাই মাদ্রাসার টিচার ইন চার্জ একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে NRC-র জন্য কাগজ সংগ্রহ করছিলেন ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায় ৷ পুলিশ ও RAF নামে ৷ এখন এলাকা থমথমে ৷

NRC আতঙ্কে হাওড়ার নাজিরগঞ্জের পাঁচপাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠল ৷ পাঁচপাড়া হাইমাদ্রাসার টিচার ইন চার্জ বুদ্ধদেব দাস NRC সংক্রান্ত কাগজ সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ৷ গতকাল এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য মাদ্রাসায় আসেন ৷ তাঁরা ছাত্রছাত্রীদের থেকে কাগজ নেন ও একটি ফর্ম পূরণ করান ৷ আজ সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ৷ তাঁদের অভিযোগ, গোপনে NRC-র কাগজ সংগ্রহে সাহায্য করছেন মাদ্রাসার টিচার ইন চার্জ ৷ উত্তেজিত জনতা হাইমাদ্রাসা ঘেরাও করে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও RAF নামে ৷ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় মানুষজন ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা ৷ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷

NRC আতঙ্কে উত্তপ্ত হাওড়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.