ETV Bharat / city

অফিসেই শুভ পরিণয়, প্রেম দিবসে চারহাত এক হল আমলা-পুলিশকর্তার - আইপিএস

প্রশাসনিক দায়িত্ব সামলেও নিজেদের মিষ্টি প্রেমের গল্পটা হারিয়ে যেতে দেননি IPS নভোজিৎ সিমি ও IAS তুষার সিংলা ৷ পরিবারকে সাক্ষী রেখে উলুবেড়িয়ায় নিজের দপ্তরেই নভোজিতের সঙ্গে রেজিস্ট্রি সারলেন তুষার ৷ পরিবার ও সহকর্মীদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে এক হল দুটি মন ৷

IPS and IAS get married in howrah
তুষার ও নভোজিৎ
author img

By

Published : Feb 14, 2020, 11:18 PM IST

হাওড়া, 14 ফেব্রুয়ারি : ভালোবাসার দিনে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন IPS ও IAS ৷ হাওড়ার উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলার সঙ্গে বিহারের পাটনার DSP নভোজিৎ সিমি পরিণয় সূত্রে বাঁধা পড়লেন ৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে এক হল চারহাত ৷

এ এক অন্য প্রেমের গল্প ৷ যে গল্পের নায়ক লাল গোলাপ নিয়ে সর্বদা প্রেমিকার জন্য প্রস্তুত থাকেন না ৷ নায়িকাও এলো চুলে, কাজল কালো চোখে অপেক্ষা করেন না প্রেমিকের ৷ IAS তুষার সিংলা ও IPS নভজিৎ সিমির কাঁধে গুরুদায়িত্ব ৷ প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের প্রেমকে সেই অর্থে সময় দিতে পারেননি ৷ তাই বলে কী ভালোবাসা থাকবে না? প্রশাসনের উচ্চপদের দায়িত্ব তো আছেই ৷ দুই মন যখন এক, তখন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না ৷ হাওড়ার উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ও পাটনার DSP নভোজিৎ সিমি প্রেমের দিবসেই পরিণয়ে আবদ্ধ হলেন ৷ সাক্ষী থাকলেন দু’জনের পরিবার ও সহকর্মীরা ৷

মহকুমা শাসকের চেম্বারে তুষার ও নভোজিতের বিয়ে

পাঞ্জাবের বানালায় বাড়ি তুষারের ৷ আর গুরুদাসপুরের বাসিন্দা নভোজিৎ ৷ দু’জনেই পাঞ্জাবের বাসিন্দা হওয়ার সূত্রে এক বছর আগে তাঁদের আলাপ ৷ এরপর একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন দু’জনে ৷ লাজুক মুখে মহকুমা শাসক বলেন, ‘‘পাঞ্জাব থেকে IPS ও IAS-এর সংখ্যা কমে যাচ্ছে ৷ সেই সূত্রেই আমাদের আলাপ ৷’’ পাটনা থেকে উলুবেড়িয়ায় চলে এসেছিলেন নভোজিৎ ৷ মহকুমা শাসকের চেম্বারে রেজিস্ট্রির আয়োজন করা হয় ৷ তুষারের বাবা মারা গেছেন ৷ বিয়ের অনাড়ম্বর অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর মা ৷ নভোজিতের বাবা-মা অবশ্য দু’জনেই উপস্থিত ছিলেন ৷ IAS হওয়ার আগে নভোজিৎ দন্ত চিকিৎসক ছিলেন ৷ UPSC পাশ করে IPS হন ৷ চলতি বছরেই বিহারে ভোট ৷ এরপর 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ৷ সেব মিটে গেলেই নভোজিৎকে পশ্চিমবঙ্গ ক্যাডারে নিয়ে আসার চিন্তা করছেন তুষার ৷ আজ মহকুমা শাসকের চেম্বারেই সই করে আইনি প্রথায় বিয়ে সারলেন তুষার ও নভজিৎ ৷ এরপর রিসেপশন হবে বলে জানান তাঁরা ৷ এমন বিয়ে কোনওদিন দেখেননি বলে জানালেন তুষারের সহকর্মীরা ৷ ভ্যালেন্টাইন'স ডে-তে এমন প্রেম যে কোনও গল্পকে হার মানায় ৷

তবে অফিসেই কেন বিয়ে করতে হল SDO-কে, তা জানা যায়নি ৷ ছুটি পাননি বলে অফিসে বিয়ে করলেন কি না, তা জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল SDO-র সঙ্গে ৷ তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

হাওড়া, 14 ফেব্রুয়ারি : ভালোবাসার দিনে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন IPS ও IAS ৷ হাওড়ার উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলার সঙ্গে বিহারের পাটনার DSP নভোজিৎ সিমি পরিণয় সূত্রে বাঁধা পড়লেন ৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে এক হল চারহাত ৷

এ এক অন্য প্রেমের গল্প ৷ যে গল্পের নায়ক লাল গোলাপ নিয়ে সর্বদা প্রেমিকার জন্য প্রস্তুত থাকেন না ৷ নায়িকাও এলো চুলে, কাজল কালো চোখে অপেক্ষা করেন না প্রেমিকের ৷ IAS তুষার সিংলা ও IPS নভজিৎ সিমির কাঁধে গুরুদায়িত্ব ৷ প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের প্রেমকে সেই অর্থে সময় দিতে পারেননি ৷ তাই বলে কী ভালোবাসা থাকবে না? প্রশাসনের উচ্চপদের দায়িত্ব তো আছেই ৷ দুই মন যখন এক, তখন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না ৷ হাওড়ার উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ও পাটনার DSP নভোজিৎ সিমি প্রেমের দিবসেই পরিণয়ে আবদ্ধ হলেন ৷ সাক্ষী থাকলেন দু’জনের পরিবার ও সহকর্মীরা ৷

মহকুমা শাসকের চেম্বারে তুষার ও নভোজিতের বিয়ে

পাঞ্জাবের বানালায় বাড়ি তুষারের ৷ আর গুরুদাসপুরের বাসিন্দা নভোজিৎ ৷ দু’জনেই পাঞ্জাবের বাসিন্দা হওয়ার সূত্রে এক বছর আগে তাঁদের আলাপ ৷ এরপর একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন দু’জনে ৷ লাজুক মুখে মহকুমা শাসক বলেন, ‘‘পাঞ্জাব থেকে IPS ও IAS-এর সংখ্যা কমে যাচ্ছে ৷ সেই সূত্রেই আমাদের আলাপ ৷’’ পাটনা থেকে উলুবেড়িয়ায় চলে এসেছিলেন নভোজিৎ ৷ মহকুমা শাসকের চেম্বারে রেজিস্ট্রির আয়োজন করা হয় ৷ তুষারের বাবা মারা গেছেন ৷ বিয়ের অনাড়ম্বর অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর মা ৷ নভোজিতের বাবা-মা অবশ্য দু’জনেই উপস্থিত ছিলেন ৷ IAS হওয়ার আগে নভোজিৎ দন্ত চিকিৎসক ছিলেন ৷ UPSC পাশ করে IPS হন ৷ চলতি বছরেই বিহারে ভোট ৷ এরপর 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ৷ সেব মিটে গেলেই নভোজিৎকে পশ্চিমবঙ্গ ক্যাডারে নিয়ে আসার চিন্তা করছেন তুষার ৷ আজ মহকুমা শাসকের চেম্বারেই সই করে আইনি প্রথায় বিয়ে সারলেন তুষার ও নভজিৎ ৷ এরপর রিসেপশন হবে বলে জানান তাঁরা ৷ এমন বিয়ে কোনওদিন দেখেননি বলে জানালেন তুষারের সহকর্মীরা ৷ ভ্যালেন্টাইন'স ডে-তে এমন প্রেম যে কোনও গল্পকে হার মানায় ৷

তবে অফিসেই কেন বিয়ে করতে হল SDO-কে, তা জানা যায়নি ৷ ছুটি পাননি বলে অফিসে বিয়ে করলেন কি না, তা জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল SDO-র সঙ্গে ৷ তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.