ETV Bharat / city

অগ্নিদগ্ধ বধূ, অবৈধ বাড়ি না ভেঙেই ফিরে গেল পুলিশ

উলুবেড়িয়ার আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখ সইফুউদ্দিন ও সাবিরা বেগম ।  আদালতের নির্দেশে আজ তাদের ঘর ভাঙতে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের লোকজন । সেই সময় ঘরে ছিলেন সাবিরা বেগম । তাঁর গায়ে আগুন লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ।

illegal house
অবৈধ বাড়ি ভাঙার নির্দেশ আদালতের
author img

By

Published : Jan 22, 2020, 7:46 PM IST

হাওড়া, 22 জানুয়ারি : পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি হয়েছিল ঘর । আদালতের নির্দেশে সেই ঘর ভাঙতে এসে বিপত্তি । ভাঙার কাজ শুরু হওয়ার সময় ঘরের ভেতর অগ্নিদগ্ধ হন এক মহিলা । ঘটনাটি হাওড়ার রাজাপুর থানার বড়গ্রাম এলাকার । এই ঘটনার পর ঘর না ভেঙেই ফিরে আসে পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

উলুবেড়িয়ার আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখ সইফুউদ্দিন ও সাবিরা বেগম । আদালতের নির্দেশে আজ তাদের ঘর ভাঙতে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের লোকজন । সেই সময় ঘরে ছিলেন সাবিরা বেগম । তাঁর গায়ে আগুন লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে । পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার একটি হাসপাতালে । পুলিশের বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ তুলেছে সাবিরার পরিবার ।

শুনুন পরিবারের বক্তব্য

হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সৌম্য রায় ETV ভারতকে বলেন, "ভিত্তিহীন অভিযোগ । পূর্ত দপ্তরের লোকজন ওই মহিলার স্বামীর সঙ্গে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন । সেই সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ । তখন তাঁর গায়ে আগুন লাগে । আমাদের মহিলা পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে ।"

মহিলার গায়ে আগুন লাগার পর উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে যান পুলিশ সুপার । তারপর বাড়ি না ভেঙেই ফিরে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

হাওড়া, 22 জানুয়ারি : পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি হয়েছিল ঘর । আদালতের নির্দেশে সেই ঘর ভাঙতে এসে বিপত্তি । ভাঙার কাজ শুরু হওয়ার সময় ঘরের ভেতর অগ্নিদগ্ধ হন এক মহিলা । ঘটনাটি হাওড়ার রাজাপুর থানার বড়গ্রাম এলাকার । এই ঘটনার পর ঘর না ভেঙেই ফিরে আসে পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

উলুবেড়িয়ার আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি দখল করে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখ সইফুউদ্দিন ও সাবিরা বেগম । আদালতের নির্দেশে আজ তাদের ঘর ভাঙতে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের লোকজন । সেই সময় ঘরে ছিলেন সাবিরা বেগম । তাঁর গায়ে আগুন লাগে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে । পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার একটি হাসপাতালে । পুলিশের বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ তুলেছে সাবিরার পরিবার ।

শুনুন পরিবারের বক্তব্য

হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সৌম্য রায় ETV ভারতকে বলেন, "ভিত্তিহীন অভিযোগ । পূর্ত দপ্তরের লোকজন ওই মহিলার স্বামীর সঙ্গে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন । সেই সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ । তখন তাঁর গায়ে আগুন লাগে । আমাদের মহিলা পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে ।"

মহিলার গায়ে আগুন লাগার পর উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে যান পুলিশ সুপার । তারপর বাড়ি না ভেঙেই ফিরে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ।

Intro:কোর্টের অর্ডারে পি ডব্লিউ ডি জায়গায় থাকা ঘর ভাঙ্গা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।অগ্নিদগ্ধ হয়ে হাসপাতলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গ্রামীন হাওড়ার রাজাপুর থানা এলাকার বড়গ্রাম এলাকায়। জানা গেছে, দীর্ঘ 60 বছর ধরে বসবাস করতো সেখ সাইফুউদ্দিন ও সাবিরা বেগম। তাদের সাত ছেলেমেয়ে নিয়ে উলুবেড়িয়া আমতা রোডের বড়গ্রামে রাস্তার পাশেই p.w.d. জায়গায় একটি ঘরে বসবাস করত তারা। কোর্টের অর্ডারে বিশাল পুলিশবাহিনী নিয়ে এই ঘর ভাঙতে এসেই বিপত্তি । হঠাৎই ভিতরে থাকা সাবিরা বেগম অগ্নিদগ্ধ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতার হাসপাতালে। যদিও এই ঘটনায় পরিবারের লোকের অভিযোগ, পুলিশ থাকাকালীনই এই ধরনের ঘটনা ঘটায় অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় পুলিশই দায়ী। তারাই আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। যদিও তাদের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রামীণ হাওড়া পুলিশের সুপারিনটেনডেন্ট। ETV ভারতকে তিনি বলেন, ধরনের ঘটনা ঘটেনি। p.w.d. লোকজন যখন ওই মহিলার স্বামীর সঙ্গে কথা বলছিল তখন ঘরের ভিতরে ওই মহিলা একাই ছিলেন। তখন তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে ফেলেন। তখন আমাদের মহিলা পুলিশ কর্মীরাই তাকে উদ্ধার করে।এদিকে এরপরই উত্তেজিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী ও রেফ । ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। খবর দেয়া হয় দমকলে। সাবিরা আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তর করা হয়। এলাকা উত্তপ্ত হয়ে পড়ায় বিশাল পুলিশবাহিনী ও রেফ টহলদারি শুরু করেছে।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.