ETV Bharat / city

বেলুড়ের ফ্ল্যাট থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার

দু’দিন ধরে ফ্ল্যাট থেকে বের হননি সংগীতা ৷ প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন ৷ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন সংগীতার দাদা ৷

howrah death
সঙ্গীতা শর্মা
author img

By

Published : Feb 28, 2020, 3:49 AM IST

Updated : Feb 28, 2020, 9:19 AM IST

হাওড়া, 28 ফেব্রুয়ারি : বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷ হাওড়ার বেলুড়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন সংগীতা শর্মা (35) নামে ওই যুবতি ৷ দু’দিন ধরে তাঁকে বেরোতে না দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে তালা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে ৷

বাবা-মায়ের মৃত্যুর পর বেলুড়ের ওই অ্যাপার্টমেন্টে দাদা সরোজ শর্মার সঙ্গে থাকতেন সংগীতা ৷ ফ্ল্যাটটি লোন নিয়ে কিনেছিলেন সংগীতার দাদা ৷ বাইক সারানোর গ্যারেজ ছিল সরোজের ৷ বাড়িতে সেলাইয়ের কাজ করতেন সংগীতা ৷

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতির দেহ

প্রতিবেশীরা জানিয়েছেন, ঋণ শোধের জন্য ব্যাঙ্ক থেকে সংগীতার দাদাকে চাপ দেওয়া হচ্ছিল ৷ প্রায়ই ব্যাঙ্ক থেকে প্রতিনিধিরা আসতেন ৷ কিছুদিন আগে নিখোঁজ হয়ে যান সরোজ ৷ এরপর একাই ওই ফ্ল্যাটে থাকতেন সংগীতা ৷ গত দু’দিন ধরে ফ্ল্যাটের দরজা না খোলায় সংগীতার প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ বেলুড় থানার পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

হাওড়া, 28 ফেব্রুয়ারি : বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷ হাওড়ার বেলুড়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন সংগীতা শর্মা (35) নামে ওই যুবতি ৷ দু’দিন ধরে তাঁকে বেরোতে না দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে তালা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে ৷

বাবা-মায়ের মৃত্যুর পর বেলুড়ের ওই অ্যাপার্টমেন্টে দাদা সরোজ শর্মার সঙ্গে থাকতেন সংগীতা ৷ ফ্ল্যাটটি লোন নিয়ে কিনেছিলেন সংগীতার দাদা ৷ বাইক সারানোর গ্যারেজ ছিল সরোজের ৷ বাড়িতে সেলাইয়ের কাজ করতেন সংগীতা ৷

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতির দেহ

প্রতিবেশীরা জানিয়েছেন, ঋণ শোধের জন্য ব্যাঙ্ক থেকে সংগীতার দাদাকে চাপ দেওয়া হচ্ছিল ৷ প্রায়ই ব্যাঙ্ক থেকে প্রতিনিধিরা আসতেন ৷ কিছুদিন আগে নিখোঁজ হয়ে যান সরোজ ৷ এরপর একাই ওই ফ্ল্যাটে থাকতেন সংগীতা ৷ গত দু’দিন ধরে ফ্ল্যাটের দরজা না খোলায় সংগীতার প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ বেলুড় থানার পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷

Last Updated : Feb 28, 2020, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.