বেলুড়, 30 এপ্রিল : বেলুড় মঠের সামনে মোটরভ্যানের ধাক্কায় আহত হলেন এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer injures in road accident near Belur Math)। আহত সিভিক ভলান্টিয়ারের নাম চিন্ময় হাউলি ৷ দুঘটনাস্থলেই কাটা গিয়েছে তাঁর হাতের একটি আঙ্গুল, আর দু'টো আঙ্গুল ঝুলন্ত অবস্থায় ছিল। যা দেখে শিউরে ওঠেন আশপাশের মানুষজন । দুর্ঘটনার পরই আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে ।
এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নবকুমার মাইতি বলেন, "আমি পানের দোকানে দাঁড়িয়ে ছিলাম । ওই সিভিক ভলান্টিয়ার বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন । রাস্তায় ইঞ্জিন ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় । সংঘর্ষের আওয়াজ শুনে আমি ঘুরে দেখি ওই সিভিক ভলান্টিয়ার ভ্যানের নীচে পড়ে গেছেন । তাঁর বাইকটি রাস্তার রেলিংয়ের মধ্যে আটকে রয়েছে । দুর্ঘটনায় তাঁর হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায় রাস্তাতেই । এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।"
একই কথা বলেন অপর এক প্রত্যক্ষদর্শী সিভিক ভলান্টিয়ার শিবু বর্মন বলেন, ''বাইকের সঙ্গে ওই ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয় । বাইকটি চুরমার হয়ে যায় । চিন্ময়ের হাতের একটি আঙ্গুল কেটে রাস্তায় পড়ে যায় । আর দু'টো আঙ্গুল ঝুলতে থাকে।"
আরও পড়ুন : College student drowned into The Ganga: শিশুকে বাঁচিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন ছাত্র