ETV Bharat / city

BJP Nabanna Abhijan: হাওড়া শহর যেন দূর্গ ! বিজেপির নবান্ন অভিযান রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা - Tight Security in Howrah City

নিরাপত্তার চাদরে ঢাকা পড়ল হাওড়া শহর (Tight Security in Howrah City) ৷ বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) ঘিরে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল ৷ সচিবালয়ের দিকে যাওয়া সব রাস্তায় লোহার ব্যারিকেড বসানো হয়েছে ৷ প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে চলছে নাকাতল্লাশি ৷

BJP Nabanna Abhijan Tight Security in Howrah City
BJP Nabanna Abhijan Tight Security in Howrah City
author img

By

Published : Sep 13, 2022, 9:25 AM IST

Updated : Sep 13, 2022, 10:33 AM IST

হাওড়া, 13 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে হাওড়া শহরকে (Tight Security in Howrah City) ৷ হাওড়া ময়দানে সিটি পুলিশের তরফে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে নবান্নের দিকে যাওয়ার রাস্তায় ৷ তৈরি রাখা হয়েছে জল কামান ৷ সকালেই জেলার প্রাশসনিক আধিকারিকরা রাস্তায় নেমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ৷ বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে রীতিমতো দূর্গে পরিণত হয়েছে হাওড়া শহর ৷

নবান্নের দিকে যাওয়ার মুখে সব রাস্তাগুলিতে লোহার মজবুত ব্যারিকেড তৈরি করেছে পুলিশ প্রশাসন ৷ গতকাল রাত থেকেই ব্যারিকেড বসানো শুরু হয়েছিল ৷ আজ সকাল থেকে সেই ব্যারিকেডগুলি আরও মজবুত করার কাজ করছে পুলিশ ৷ আজ ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত হাওড়া ও কলকাতায় আসা পণ্যবাহী সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হুগলি সেতুতেও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ টোল প্লাজার দু’দিকে নাকাতল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ বিক্ষোভকারীরা যাতে কোনওভাবেই রাজ্যের সচিবালয়ের কাছাকাছি এসে পৌঁছতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

বিজেপির নবান্ন অভিযান রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা

এ দিন হাওড়া কমিশনারেটের তরফে নবান্ন যাওয়া প্রতিটি রাস্তায় লোহার ব্যারিকেডগুলিকে লোহার ক্ল্যাম্প দিয়ে মাটির সঙ্গে আটকে দেওয়া হয়েছে যাতে শত চেষ্টাতেও ব্যারিকেড ভাঙতে না পারে বিজেপি কর্মীরা ৷ কোথাও কোথাও লোহার ব্যারিকেড একটার উপর আরেকটা চাপিয়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে ৷ সাঁতরাগাছিতে রাস্তা খুড়ে লোহার গার্ডরেল পুঁতে তার সঙ্গে ব্যারিকেডগুলিকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে ৷ এছাড়াও জল কামান প্রস্তুত রাখা হয়েছে ৷ ব়্যাফও নামানো হয়েছে হাওড়া শহরের রাস্তায় ৷

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান রুখতে ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড পুলিশের

হওড়া ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, হুগলি সেতুর দিকে বড় পণ্যবাহী গাড়িগুলি যাচ্ছে, সেগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, হাওড়া ব্রিজের একটি দিকের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ একদিক দিয়েই বাস ও গাড়ি চালানো হচ্ছে ৷ ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷

হাওড়া, 13 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে হাওড়া শহরকে (Tight Security in Howrah City) ৷ হাওড়া ময়দানে সিটি পুলিশের তরফে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে নবান্নের দিকে যাওয়ার রাস্তায় ৷ তৈরি রাখা হয়েছে জল কামান ৷ সকালেই জেলার প্রাশসনিক আধিকারিকরা রাস্তায় নেমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ৷ বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে রীতিমতো দূর্গে পরিণত হয়েছে হাওড়া শহর ৷

নবান্নের দিকে যাওয়ার মুখে সব রাস্তাগুলিতে লোহার মজবুত ব্যারিকেড তৈরি করেছে পুলিশ প্রশাসন ৷ গতকাল রাত থেকেই ব্যারিকেড বসানো শুরু হয়েছিল ৷ আজ সকাল থেকে সেই ব্যারিকেডগুলি আরও মজবুত করার কাজ করছে পুলিশ ৷ আজ ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত হাওড়া ও কলকাতায় আসা পণ্যবাহী সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হুগলি সেতুতেও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ টোল প্লাজার দু’দিকে নাকাতল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ বিক্ষোভকারীরা যাতে কোনওভাবেই রাজ্যের সচিবালয়ের কাছাকাছি এসে পৌঁছতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

বিজেপির নবান্ন অভিযান রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তা

এ দিন হাওড়া কমিশনারেটের তরফে নবান্ন যাওয়া প্রতিটি রাস্তায় লোহার ব্যারিকেডগুলিকে লোহার ক্ল্যাম্প দিয়ে মাটির সঙ্গে আটকে দেওয়া হয়েছে যাতে শত চেষ্টাতেও ব্যারিকেড ভাঙতে না পারে বিজেপি কর্মীরা ৷ কোথাও কোথাও লোহার ব্যারিকেড একটার উপর আরেকটা চাপিয়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে ৷ সাঁতরাগাছিতে রাস্তা খুড়ে লোহার গার্ডরেল পুঁতে তার সঙ্গে ব্যারিকেডগুলিকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে ৷ এছাড়াও জল কামান প্রস্তুত রাখা হয়েছে ৷ ব়্যাফও নামানো হয়েছে হাওড়া শহরের রাস্তায় ৷

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান রুখতে ঝাড়গ্রাম শহরে ঢোকার সব রাস্তায় ব্যারিকেড পুলিশের

হওড়া ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, হুগলি সেতুর দিকে বড় পণ্যবাহী গাড়িগুলি যাচ্ছে, সেগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, হাওড়া ব্রিজের একটি দিকের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ একদিক দিয়েই বাস ও গাড়ি চালানো হচ্ছে ৷ ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 13, 2022, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.