ETV Bharat / city

স্বামীকে ভয় দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

স্বামীকে ভয় দেখাতে গিয়ে গায়ে আগুন যুবতির। অসতর্কতাবশত আগুনে পুড়েই মৃত্যু হল তাঁর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরার।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 7, 2019, 7:10 AM IST

হাবড়া, ৭ ফেব্রুয়ারি: স্বামীকে ভয় দেখাতে গিয়ে গায়ে আগুন যুবতির। অসতর্কতাবশত আগুনে পুড়েই মৃত্যু হল তাঁর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরার। মৃতের নাম মাম্পি দাস (৩০)। অন্যদিকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন স্বামী তন্ময় দাসও।

কর্মসূত্রে তন্ময় ভিনরাজ্যে থাকেন। দিন কয়েক আগে তিনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রীর সঙ্গে পাড়ার এক যুবকের সম্পর্ক গড়ে উঠেছে। তারপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। মঙ্গলবার ঝগড়ার সময় স্বামীকে ভয় দেখানোর জন্য মাম্পি গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। অসতর্কতাবশত তাঁর গায়ে সত্যি সত্যি আগুন লেগে যায়। বাঁচানোর চেষ্টা করেন তন্ময়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দু'জনকে উদ্ধার করে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন। সেখান থেকে তাঁদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীররাতে মাম্পির মৃত্যু হয়।

তন্ময় এখনও চিকিৎসাধীন। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ হয়নি।

হাবড়া, ৭ ফেব্রুয়ারি: স্বামীকে ভয় দেখাতে গিয়ে গায়ে আগুন যুবতির। অসতর্কতাবশত আগুনে পুড়েই মৃত্যু হল তাঁর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরার। মৃতের নাম মাম্পি দাস (৩০)। অন্যদিকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন স্বামী তন্ময় দাসও।

কর্মসূত্রে তন্ময় ভিনরাজ্যে থাকেন। দিন কয়েক আগে তিনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রীর সঙ্গে পাড়ার এক যুবকের সম্পর্ক গড়ে উঠেছে। তারপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। মঙ্গলবার ঝগড়ার সময় স্বামীকে ভয় দেখানোর জন্য মাম্পি গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। অসতর্কতাবশত তাঁর গায়ে সত্যি সত্যি আগুন লেগে যায়। বাঁচানোর চেষ্টা করেন তন্ময়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দু'জনকে উদ্ধার করে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন। সেখান থেকে তাঁদের বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীররাতে মাম্পির মৃত্যু হয়।

তন্ময় এখনও চিকিৎসাধীন। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ হয়নি।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Rome, Italy. 6th February 2019.
1. 00:00 Various of FIFA president Gianni Infantino leaving hotel lobby
2. 00:35 Various of Infantino with European Club Association chairman and Juventus president Andrea Agnelli
3. 01:07 SOUNDBITE (Italian): Gianni Infantino, FIFA president:
(Reporter asking about UEFA president Aleksander Ceferin having said in an interview to Le Monde that Qatar would not be able to host a 48 team World Cup)
"We will discuss that. We'll speak with everybody, we'll hear what the federations have to say."
Q. "How important is it that UEFA opposes this?"
"I don't think UEFA takes part in this, the federations do, so it will be up to the federations to speak. We will discuss, and then we will say, we always said it would have been this way."
4. 01:37 Infantino leaving
SOURCE: SNTV
DURATION: 01:40
STORYLINE:
FIFA president Gianni Infantino arrived in Rome on Wednesday at the hotel where UEFA will hold two days of meetings in which Aleksander Ceferin will be confirmed as the head of the European football governing body as the only candidate for re-election.
Infantino himself was announced by FIFA on Wednesday as the only candidate for re-election to the top job in world football, and must now pass the formality of eligibility and integrity checks for the election on June 5th in Paris.
The main event of Infantino’s first full mandate is the 2022 World Cup in Qatar.
FIFA is still studying if that tournament - being played for the first time in November and December - could also be expanded to 48 teams.
Infantino said FIFA would consult the various federations before making a decision.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.