ETV Bharat / city

অতিমারির জেরে উখরা জমিদার বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে কাটছাঁট - rath yatra

করোনার কারণে এ বছরেও ধুমধাম করে পালিত হবে না উখরা জমিদার বাড়ির রথযাত্রা ৷ দুর্গাপুরের উখরা গ্রামের জমিদার বাড়ির এই রথযাত্রা এ বছর 181 বছরে পড়ল ৷ তবে, করোনা অতিমারির কারণে বিধি মেনে পুজো হলেও, রথ বের করা হবে না বলে জমিদার বাড়ির সদ্যরা জানিয়েছেন ৷

ukhra rath yatra celebration will held in smaller way due to covid 19 pandemic in durgapur
অতিমারির জেরে উখরা জমিদার বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে কাটছাঁট
author img

By

Published : Jul 7, 2021, 6:23 PM IST

দুর্গাপুর, 7 জুলাই : অতিমারির কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে হবে দুর্গাপুর উখরা গ্রামের জমিদার বাড়ির রথযাত্রা । জমায়েত এড়াতে অনুষ্ঠানে কাটছাঁট করা হবে বলে জানানো হয়েছে জমিদার বাড়ির তরফে ৷ করে উল্লেখ্য 1840 সালে তৎকালীন গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডা’র উদ্যোগে উখরায় জমিদার বাড়ির রথযাত্রা এর সূচনা হয় । এ বছর এই রথযাত্রা 181 বছরে পড়েছে ।

সূচনাকাল থেকে প্রতিবছর উখরাই গ্রামে সাড়াম্বরে রথ উৎসব আয়োজিত হয়ে আসছে জমিদার বাড়ির তত্ত্বাবধানে । অতীতে রথ উৎসব উপলক্ষে গ্রামীন মেলা বসতো । জমিদার বাড়িতে থাকত খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা । তবে, জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর, সেই খাওয়া দাওয়ার প্রথা বন্ধ হয়ে গিয়েছে বহুকাল আগে । কিন্তু, রথের বিরাট মেলা বসত দু’বছর আগেও । এখনও রথ হয় পুরনো ঐতিহ্য এবং রীতি মেনে । গোপীনাথ জিউর মন্দির থেকে বিগ্রহ এনে চাপানো হয় পিতলের রথে । উখরা রথতলা থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় বাজপেয়ী মোড় পর্যন্ত । স্থানীয় বাসিন্দারা ছাড়াও রথ দেখতে ভিড় জমান আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ ।

অতিমারির জেরে উখরা জমিদার বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে কাটছাঁট

আরও পড়ুন : Rathayatra of Mahesh : এ বছরও স্থগিত মাহেশের রথযাত্রা, বন্ধের মুখে গুপ্তিপাড়ার রথও

তবে, করোনা অতিমারির কারণে গত বছর থেকে রথযাত্রার অনুষ্ঠানে বদল ঘটেছে । রথে বিগ্রহ চাপিয়ে আচার অনুষ্ঠান হয়েছিল ঠিকই ৷ কিন্তু, রথ বের করা হয়নি রাস্তায় । স্থানীয় বাসিন্দাদের আশা ছিল, এবার রথযাত্রা হবে আগের মত সাড়ম্বরে । কিন্তু, জমিদার বাড়ির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অতিমারির কারণে এবারও রথযাত্রার অনুষ্ঠান হবে গত বছরের মতোই সংক্ষিপ্তভাবে ৷ উখরা জমিদার বাড়ির সদস্য অনুরণলাল সিংহ হান্ডা জানান, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপ রয়েছে ৷ রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েত হলে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । তাই এই সময় সকলের সতর্ক থাকা উচিত । সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত । সেই কারণে এ বছরেও রথের অনুষ্ঠানে কাঁটছাঁট করে, তা সংক্ষিপ্ত করার ভাবনা হয়েছে বলে জানান তিনি ৷

দুর্গাপুর, 7 জুলাই : অতিমারির কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে হবে দুর্গাপুর উখরা গ্রামের জমিদার বাড়ির রথযাত্রা । জমায়েত এড়াতে অনুষ্ঠানে কাটছাঁট করা হবে বলে জানানো হয়েছে জমিদার বাড়ির তরফে ৷ করে উল্লেখ্য 1840 সালে তৎকালীন গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডা’র উদ্যোগে উখরায় জমিদার বাড়ির রথযাত্রা এর সূচনা হয় । এ বছর এই রথযাত্রা 181 বছরে পড়েছে ।

সূচনাকাল থেকে প্রতিবছর উখরাই গ্রামে সাড়াম্বরে রথ উৎসব আয়োজিত হয়ে আসছে জমিদার বাড়ির তত্ত্বাবধানে । অতীতে রথ উৎসব উপলক্ষে গ্রামীন মেলা বসতো । জমিদার বাড়িতে থাকত খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা । তবে, জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর, সেই খাওয়া দাওয়ার প্রথা বন্ধ হয়ে গিয়েছে বহুকাল আগে । কিন্তু, রথের বিরাট মেলা বসত দু’বছর আগেও । এখনও রথ হয় পুরনো ঐতিহ্য এবং রীতি মেনে । গোপীনাথ জিউর মন্দির থেকে বিগ্রহ এনে চাপানো হয় পিতলের রথে । উখরা রথতলা থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় বাজপেয়ী মোড় পর্যন্ত । স্থানীয় বাসিন্দারা ছাড়াও রথ দেখতে ভিড় জমান আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ ।

অতিমারির জেরে উখরা জমিদার বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে কাটছাঁট

আরও পড়ুন : Rathayatra of Mahesh : এ বছরও স্থগিত মাহেশের রথযাত্রা, বন্ধের মুখে গুপ্তিপাড়ার রথও

তবে, করোনা অতিমারির কারণে গত বছর থেকে রথযাত্রার অনুষ্ঠানে বদল ঘটেছে । রথে বিগ্রহ চাপিয়ে আচার অনুষ্ঠান হয়েছিল ঠিকই ৷ কিন্তু, রথ বের করা হয়নি রাস্তায় । স্থানীয় বাসিন্দাদের আশা ছিল, এবার রথযাত্রা হবে আগের মত সাড়ম্বরে । কিন্তু, জমিদার বাড়ির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অতিমারির কারণে এবারও রথযাত্রার অনুষ্ঠান হবে গত বছরের মতোই সংক্ষিপ্তভাবে ৷ উখরা জমিদার বাড়ির সদস্য অনুরণলাল সিংহ হান্ডা জানান, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপ রয়েছে ৷ রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েত হলে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । তাই এই সময় সকলের সতর্ক থাকা উচিত । সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত । সেই কারণে এ বছরেও রথের অনুষ্ঠানে কাঁটছাঁট করে, তা সংক্ষিপ্ত করার ভাবনা হয়েছে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.