ETV Bharat / city

পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত কাঁকসা, তাড়া খেল পুলিশ

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসার শিবপুর অঞ্চল । আজ দুপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর ৷ তারপর থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ ঘাতক ডাম্পারের চালককে উদ্ধার করতে যায় মলানদিঘি ফাঁড়ির পুলিশ ৷ তখন পুলিশকে তাড়া করে এলাকার লোকজন ৷

road accident
রণক্ষেত্র কাঁকসার শিবপুর অঞ্চল
author img

By

Published : Feb 11, 2020, 9:40 PM IST

কাঁকসা,11 ফেব্রুয়ারি : এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসা থানা এলাকার শিবপুর অঞ্চল । উত্তেজিত জনতা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর সাথে সাথে পুলিশকেও তাড়া করে । অভিযোগ ওই রাস্তায় ওভারলোডেড গাড়ির বেপরোয়া যাতায়াত । পুলিশের ভুমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ।

আজ দুপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর ৷ নাম দেলা বাগদি (35 বছর) । আর এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের কাঁকসার শিবপুর রোড এলাকা । উত্তেজিত জনতার রোষের হাত থেকে ঘাতক ডাম্পারের চালককে উদ্ধার করতে আসে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ । তখন পুলিশকে তাড়া করে স্থানীয় বাসিন্দারা । এরপর শুরু হয় রাস্তা অবরোধ । ঘাতক ডাম্পারে ভাঙচুর চালায় উত্তেজিত লোকজন ৷ চালককেও গণপিটুনি দেওয়া হয় ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতিতেই দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে। মলানদিঘি ফাঁড়ির পুলিশ তোলাবাজি করে ৷ এদিকে খবর পেয়ে পরে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ৷ প্রায় ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷

মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

কাঁকসা,11 ফেব্রুয়ারি : এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসা থানা এলাকার শিবপুর অঞ্চল । উত্তেজিত জনতা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর সাথে সাথে পুলিশকেও তাড়া করে । অভিযোগ ওই রাস্তায় ওভারলোডেড গাড়ির বেপরোয়া যাতায়াত । পুলিশের ভুমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ।

আজ দুপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর ৷ নাম দেলা বাগদি (35 বছর) । আর এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের কাঁকসার শিবপুর রোড এলাকা । উত্তেজিত জনতার রোষের হাত থেকে ঘাতক ডাম্পারের চালককে উদ্ধার করতে আসে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ । তখন পুলিশকে তাড়া করে স্থানীয় বাসিন্দারা । এরপর শুরু হয় রাস্তা অবরোধ । ঘাতক ডাম্পারে ভাঙচুর চালায় উত্তেজিত লোকজন ৷ চালককেও গণপিটুনি দেওয়া হয় ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতিতেই দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে। মলানদিঘি ফাঁড়ির পুলিশ তোলাবাজি করে ৷ এদিকে খবর পেয়ে পরে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ৷ প্রায় ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷

মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Intro:মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফরের ঠিক 24 ঘন্টা আগে দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু কে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসা থানা এলাকার শিবপুর অঞ্চল। উত্তেজিত জনতা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর সাথে সাথে পুলিশকে তাড়া করে।অভিযোগ এই রাস্তায় ওভারলোডেড গাড়ির বেপরোয়া যাতায়াত। পুলিশের ভুমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।।

বুধবার দুপুরে লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর।স্থানীয় তিনি।মৃত সাইকেল আরোহীর নাম দেলা বাগদী(৩৫ বছর)। আর এই ঘটনাকে ঘিরে রনক্ষত্রের চেহারা নিল দুর্গাপুরের কাঁকসার শিবপুর রোড এলাকা।
উত্তেজিত জনতার রোষের হাত থেকে ঘাতক ডাম্পারটিকে চালককে উদ্ধার করতে এলে কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় জনতা।এরপর শিবপুর রোড অবরোধ শুরু করে দেয় স্থানীয় জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।প্রথমে মলানদিঘী ফাঁড়ির পুলিশকে তাড়া করে পরে কাঁকসা থানার পুলিশের চেষ্টায় প্রায় ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে সাইকেলে চেপে নিজের বাড়ীতে ফিরছিল দেলা বাগদী, হটাৎই দুরন্ত গতিতে ছুটে আসা একটি লোহার যন্ত্রাংশ বোঝাই একটি ডাম্পার ওই সাইকেল আরোহী দেলা বাগদিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পারতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় রাস্তা অবরোধ। ঘাতক ডাম্পারে ভাঙচুর চালায় এবং চালককে তাড়া করে গনপিটুনি শুরু করে উত্তেজিত জনতা আর সেইসময় মলানদীঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তোলেন পুলিশের গাফিলতিতেই দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে। মলানদিঘী ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা ক্ষুব্ধ জনতা।মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।।ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.