কাঁকসা,11 ফেব্রুয়ারি : এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসা থানা এলাকার শিবপুর অঞ্চল । উত্তেজিত জনতা ঘাতক ডাম্পারে ভাঙচুর চালানোর সাথে সাথে পুলিশকেও তাড়া করে । অভিযোগ ওই রাস্তায় ওভারলোডেড গাড়ির বেপরোয়া যাতায়াত । পুলিশের ভুমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ।
আজ দুপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর ৷ নাম দেলা বাগদি (35 বছর) । আর এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের কাঁকসার শিবপুর রোড এলাকা । উত্তেজিত জনতার রোষের হাত থেকে ঘাতক ডাম্পারের চালককে উদ্ধার করতে আসে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ । তখন পুলিশকে তাড়া করে স্থানীয় বাসিন্দারা । এরপর শুরু হয় রাস্তা অবরোধ । ঘাতক ডাম্পারে ভাঙচুর চালায় উত্তেজিত লোকজন ৷ চালককেও গণপিটুনি দেওয়া হয় ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতিতেই দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে। মলানদিঘি ফাঁড়ির পুলিশ তোলাবাজি করে ৷ এদিকে খবর পেয়ে পরে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ৷ প্রায় ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷
মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।