ETV Bharat / city

Lakshmi Bhandar : কাঁকসার আদিবাসী সম্প্রদায়ের ‘লক্ষ্মী’র ভাগ্যে জোটেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ - Mamata Banerjee

একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগ (Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur) ৷ দুর্গাপুরের কাঁকসা আলিনগরের আদিবাসী বৃদ্ধা লক্ষ্মী কিস্কুর অভিযোগ বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন ৷ সেখান থেকে তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের নথিও পেয়েছেন ৷ কিন্তু, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ ৷

Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur
Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur
author img

By

Published : Jun 4, 2022, 10:33 AM IST

কাঁকসা (দুর্গাপুর), 4 জুন : কাঁকসার জঙ্গলমহলের বাসিন্দা লক্ষ্মী কিস্কু ৷ নামে লক্ষ্মী থাকলেও, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ হোক বা ‘বার্ধক্যভাতা’, কোনও প্রকল্পের সুবিধাই পাননি এই বৃদ্ধা (Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur) ৷ অভিযোগ একাধিকবার আবেদন করেও সরকারি এই জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা তিনি পাননি ৷ তাই নিত্য অভাবের মধ্যে কোনওরকমে চলছে সংসার চলে তাঁর ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন আলিনগরের আদিবাসী সম্প্রদায়ের বৃদ্ধা লক্ষ্মী কিস্কু ৷

2021 এর বিধানসভা নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 25 বছরের উর্ধ্বে মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করেছেন তিনি ৷ এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 1 হাজার টাকা এবং সাধারণের জন্য 500 টাকা করে প্রতিমাসে ব্যাংক অ্যাকাউন্টে দেয় রাজ্য সরকার ৷ কিন্তু, কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের আলিনগরের বাসিন্দা লক্ষ্মী কিস্কু এক বছরে একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আবেদনও করেছেন ৷ এমনকি দুয়ারে সরকারে আবেদনপত্র জমা দেওয়ার পর মিলেছে তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের নথিও ৷ কিন্তু, তার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ তাঁর ৷

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত কাঁকসার আদিবাসী বৃদ্ধা

আরও পড়ুন : Laxmi Bhander In WB: 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য সিঙ্গল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করল রাজ্য

দুর্মূল্যের বাজারে আর্থিক সংকটের মধ্যে চলছে দিন ৷ লক্ষ্মী কিস্কু অভিযোগ করেন, একাধিকবার পঞ্চায়েতেও জানিয়েছেন ৷ কিন্তু, কেউ সেভাবে তাঁর কথায় গুরুত্ব দিচ্ছে না ৷ আরও বলেন, মাটির ভাঙা ঘরে স্বামীকে নিয়ে থাকেন ৷ অভিযোগ ওই আদিবাসী গ্রামে আরও বেশ কয়েকজন মহিলাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে পান, সেই ব্যবস্থা করুক প্রশাসন ৷ মলানদীঘি গ্রামপঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় জানান, কিছু সমস্যা রয়েছে তাঁদের ৷ তা দ্রুত সমাধান করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান ৷

কাঁকসা (দুর্গাপুর), 4 জুন : কাঁকসার জঙ্গলমহলের বাসিন্দা লক্ষ্মী কিস্কু ৷ নামে লক্ষ্মী থাকলেও, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ হোক বা ‘বার্ধক্যভাতা’, কোনও প্রকল্পের সুবিধাই পাননি এই বৃদ্ধা (Old Lady is Deprived of Lakshmi Bhandar Project in Durgapur) ৷ অভিযোগ একাধিকবার আবেদন করেও সরকারি এই জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা তিনি পাননি ৷ তাই নিত্য অভাবের মধ্যে কোনওরকমে চলছে সংসার চলে তাঁর ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন আলিনগরের আদিবাসী সম্প্রদায়ের বৃদ্ধা লক্ষ্মী কিস্কু ৷

2021 এর বিধানসভা নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 25 বছরের উর্ধ্বে মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করেছেন তিনি ৷ এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 1 হাজার টাকা এবং সাধারণের জন্য 500 টাকা করে প্রতিমাসে ব্যাংক অ্যাকাউন্টে দেয় রাজ্য সরকার ৷ কিন্তু, কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের আলিনগরের বাসিন্দা লক্ষ্মী কিস্কু এক বছরে একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আবেদনও করেছেন ৷ এমনকি দুয়ারে সরকারে আবেদনপত্র জমা দেওয়ার পর মিলেছে তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের নথিও ৷ কিন্তু, তার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ তাঁর ৷

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত কাঁকসার আদিবাসী বৃদ্ধা

আরও পড়ুন : Laxmi Bhander In WB: 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য সিঙ্গল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করল রাজ্য

দুর্মূল্যের বাজারে আর্থিক সংকটের মধ্যে চলছে দিন ৷ লক্ষ্মী কিস্কু অভিযোগ করেন, একাধিকবার পঞ্চায়েতেও জানিয়েছেন ৷ কিন্তু, কেউ সেভাবে তাঁর কথায় গুরুত্ব দিচ্ছে না ৷ আরও বলেন, মাটির ভাঙা ঘরে স্বামীকে নিয়ে থাকেন ৷ অভিযোগ ওই আদিবাসী গ্রামে আরও বেশ কয়েকজন মহিলাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে পান, সেই ব্যবস্থা করুক প্রশাসন ৷ মলানদীঘি গ্রামপঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় জানান, কিছু সমস্যা রয়েছে তাঁদের ৷ তা দ্রুত সমাধান করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.