ETV Bharat / city

দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 4 কোরোনা রোগী - দুর্গাপুর বেসরকারি হাসপাতাল

কাঁকসা থানা এলাকার মলানদিঘিতে বেসরকারি সনকা হাসপাতালকে এই জেলার অন্যতম কোরোনা চিকিৎসার হাসপাতাল করা হয়েছে ।সেই হাসপাতালে মঙ্গলবার কোরোনাতে আক্রান্ত আসানসোলের আরও এক রোগী ভর্তি হয়। সব মিলিয়ে এই বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন চারজন কোরোনা আক্রান্ত রোগী। তাদের মধ্যে তিনজন আসানসোলের এবং একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় ।

corona patient
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Apr 22, 2020, 7:58 PM IST

Updated : Apr 22, 2020, 8:07 PM IST

দুর্গাপুর, 22 এপ্রিল : কাঁকসার মলানদিঘির কোরোনা হাসপাতালে আরও এক আক্রান্তকে ভরতি করা হয়েছে। তিনি আসানসোলের বাসিন্দা । এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন রয়েছেন চারজন। তাঁদের মধ্যে তিনজনেরই বাড়ি আসানসোলে । আর একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় ।

এদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত দুর্গাপুরের কেউ কোরোনায় আক্রান্ত হয়নি । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। লকডাউনকে মেনে চলার কথাও বলা হচ্ছে ।

দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে একাধিক এলাকায় লাগাতার প্রচার চলছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা রাস্তায় নেমে মানুষকে সচেতন করছেন ।

দুর্গাপুর, 22 এপ্রিল : কাঁকসার মলানদিঘির কোরোনা হাসপাতালে আরও এক আক্রান্তকে ভরতি করা হয়েছে। তিনি আসানসোলের বাসিন্দা । এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন রয়েছেন চারজন। তাঁদের মধ্যে তিনজনেরই বাড়ি আসানসোলে । আর একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় ।

এদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত দুর্গাপুরের কেউ কোরোনায় আক্রান্ত হয়নি । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। লকডাউনকে মেনে চলার কথাও বলা হচ্ছে ।

দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে একাধিক এলাকায় লাগাতার প্রচার চলছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা রাস্তায় নেমে মানুষকে সচেতন করছেন ।

Last Updated : Apr 22, 2020, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.