ETV Bharat / city

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ সমাবেশ - tmc

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দুর্গাপুরে বামেদের বিক্ষোভ সমাবেশ। বাম কর্মী-সমর্থকরা আজ মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

বামেদের বিক্ষোভ সমাবেশ
author img

By

Published : Apr 11, 2019, 11:35 PM IST

দুর্গাপুর, 11 এপ্রিল: পৌরসভা নির্বাচনে দুর্গাপুর পৌরসভার অন্তর্গত 43টি ওয়ার্ডের বাসিন্দারা ভোট দিতে পারেননি। এই অভিযোগ তুলেছিল বিরোধীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী 29 এপ্রিল। সবাই যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন সেই দাবিতে আজ বাম কর্মী-সমর্থকদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।

বাম কর্মী-সমর্থকরা আজ মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাঁদের বক্তব্য, গতবছর পৌরসভা নির্বাচনে প্রায় 15710 জন মানুষ ভোট দিতে পারেননি। এটা কাগজ-কলমে হিসেবে। এছাড়া আরও অনেকেই ভোট দিতে পারেননি। বামেদের অভিযোগ, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তাঁদেরকে চিহ্নিত করে অবিলম্বে বদলি করা হোক। দুর্গাপুর পৌরসভা নির্বাচনের আগে বহিরাগত দুষ্কৃতীরা এসেছিল। তারা এলাকার বিভিন্ন হোটেল ও অতিথিশালায় আশ্রয় নেয়। নির্বাচনের দিন তারাই এলাকায় সন্ত্রাস করে। ভোট লুট করে। এছাড়াও এলাকার শাসকদলের কর্মীদের অনেকের কাছেই বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেগুলি অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়েছেন বাম কর্মী-সমর্থকরা।

আজ মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায়। তিনি বলেন, "অবাধ শান্তিপূর্ণ ভোটের দাবিতে আমরা আজ বিক্ষোভ সমাবেশ করছি। ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।" পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি প্রশ্ন তোলেন, "যারা মিছিলে এসেছিলেন তাঁরা পৌরসভার বাসিন্দা ছিলেন তো? আসলে পৌরসভার উন্নয়ন দেখে বামেরা জ্বলছে। এখন ভোটের বাজারে প্রচার পেতে এসব যাত্রাপালার আয়োজন। বামেদের বলুন তারা দিনে বাম আর রাতে রাম-নাম ছেড়ে একটা দল করুক।"

দুর্গাপুর, 11 এপ্রিল: পৌরসভা নির্বাচনে দুর্গাপুর পৌরসভার অন্তর্গত 43টি ওয়ার্ডের বাসিন্দারা ভোট দিতে পারেননি। এই অভিযোগ তুলেছিল বিরোধীরা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী 29 এপ্রিল। সবাই যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন সেই দাবিতে আজ বাম কর্মী-সমর্থকদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।

বাম কর্মী-সমর্থকরা আজ মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাঁদের বক্তব্য, গতবছর পৌরসভা নির্বাচনে প্রায় 15710 জন মানুষ ভোট দিতে পারেননি। এটা কাগজ-কলমে হিসেবে। এছাড়া আরও অনেকেই ভোট দিতে পারেননি। বামেদের অভিযোগ, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছেন। তাঁদেরকে চিহ্নিত করে অবিলম্বে বদলি করা হোক। দুর্গাপুর পৌরসভা নির্বাচনের আগে বহিরাগত দুষ্কৃতীরা এসেছিল। তারা এলাকার বিভিন্ন হোটেল ও অতিথিশালায় আশ্রয় নেয়। নির্বাচনের দিন তারাই এলাকায় সন্ত্রাস করে। ভোট লুট করে। এছাড়াও এলাকার শাসকদলের কর্মীদের অনেকের কাছেই বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেগুলি অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়েছেন বাম কর্মী-সমর্থকরা।

আজ মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায়। তিনি বলেন, "অবাধ শান্তিপূর্ণ ভোটের দাবিতে আমরা আজ বিক্ষোভ সমাবেশ করছি। ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।" পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি প্রশ্ন তোলেন, "যারা মিছিলে এসেছিলেন তাঁরা পৌরসভার বাসিন্দা ছিলেন তো? আসলে পৌরসভার উন্নয়ন দেখে বামেরা জ্বলছে। এখন ভোটের বাজারে প্রচার পেতে এসব যাত্রাপালার আয়োজন। বামেদের বলুন তারা দিনে বাম আর রাতে রাম-নাম ছেড়ে একটা দল করুক।"

Intro:2018 র দুর্গাপুর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে দুর্গাপুর পুরসভার 43 টি ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দা নিজের ভোট নিজে দিতে পারেননি এমন অভিযোগ তুলেছিল বিরোধীরা।বর্ধমান-দুর্গাপুর এই লোকসভা আসনের নির্বাচনে আগামী 29শে এপ্রিল। যাতে সবাই নিজের ভোট নিজে দিতে পারেন সেই দাবিতে আজ বামেদের পক্ষ থেকে মহা মিছিল করে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এসে স্মারকলিপি জমা দিলেন। বাম নেতাদের দাবি দুর্গাপুর পৌরসভা নির্বাচনে 15710 জন মানুষ যারা ভোট দিতে পারেননি তাদের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদ পত্র আজ দুর্গাপুরের মহকুমাশাসক তথা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে জমা দিলাম। তবে এই সংখ্যার থেকেও আরো অনেক বেশি মানুষ পুরসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। আমরা আরো মানুষের কাছে পৌঁছাতে পারিনি। বামেদের পক্ষ থেকে এই মিছিল থেকে দাবি জানানো হয় বেশ কিছু পুলিশ আধিকারিক যারা শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করছে, তাদেরকে অবিলম্বে বদলি করা হোক। দুর্গাপুর পৌরসভা নির্বাচনের আগে বেশকিছু অতিথিশালা সহ হোটেল গুলিতে বহিরাগত দুষ্কৃতীরা এসেছিল। তারা সেখানেই ডেরা বেঁধে ছিল এবং এরাই নির্বাচনের দিন সন্ত্রাস করে ভোট লুট করেছিল ওয়ার্ডে ওয়ার্ডে। এছাড়াও দুর্গাপুরে বেশ কিছু এলাকায় শাসকদলের কর্মীদের কাছে রয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। তা অবিলম্বে উদ্ধার করা হোক। এই সমস্ত দাবি নিয়ে আজ দুর্গাপুর সিটি সেন্টারে বামেদের মিছিল আয়োজিত হল। মিছিলে উপস্থিত দূর্গাপুর পুর্ব কেন্দ্রের সিপিআই(এম) বিধায়ক সন্তোষ দেবরায় জানালেন, ""আমরা চাইছি লোকসভা নির্বাচনে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন কিন্তু আমরা সন্ধিগ্ধ যে এবারও মানুষ ভোট দিতে পারবেন তো? সেই কারণেই আমরা আজ হাজার হাজার মানুষকে নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন করব। এই ভোটারদের ভোটাধিকার কে সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনটাই আমাদের দাবি।"" বামেদের এই মিছিলে কয়েকহাজার মানুষের উপস্থিতি দেখা যায়।শাসকদলের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি বলেন""যারা মিছিলে এসেছিল তারা পুরসভা এলাকার বাসিন্দা ছিল তো?পুরসভার উন্নয়ন দেখে বামেরা জ্বলছে।এখন ভোটের বাজারে প্রচার পেতে এসব যাত্রাপালার আয়োজন।বামেদের বলুন তারা দিনে বাম আর রাতে রামনাম ছেড়ে একটা দল করুক।""Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.