ETV Bharat / city

স্মৃতি হারানো ভবঘুরের পাশে পাণ্ডবেশ্বরের এক স্বেচ্ছাসেবী সংস্থা - পাণ্ডবেশ্বর

এক ভবঘুরের পাশে দাঁড়াল পাণ্ডবেশ্বরের এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ সেখানকার সদস্যরা ওই ভবঘুরের থাকা খাওয়ার ব্য়বস্থা করে দিয়েছে ৷ সেই সঙ্গে তাঁর চিকিৎসার ব্য়বস্থাও করা হয়েছে ৷

in covid situation voluntary organizations help to a poor people in pandaveshwar
স্মৃতি হারানো ভবঘুরের পাশে পাণ্ডবেশ্বরের এক স্বেচ্ছাসেবী সংস্থা
author img

By

Published : Jun 8, 2021, 8:18 PM IST

পাণ্ডবেশ্বর, 8 জুন : পাণ্ডবেশ্বরের রাস্তায় মলিন পোশাক পরা উস্কোখুস্কো চুলের এক ভবঘুরের পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা ৷ ওই ব্যক্তিকে বেশ কয়েকদিনব ধরেই পাণ্ডবেশ্বরের রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছিল ৷ আজ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আশার আলো’র সদস্যরা ওই ভবঘুরে ব্য়ক্তিকে পরিষ্কার কাপড় পরিয়ে, খাবার খাওয়াল ৷ সঙ্গে তাঁর বড় বড় চুল দাঁড়ি কাটিয়ে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ৷

সংস্থার এক সদস্য জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর স্মৃতি শক্তি হারিয়েছেন ৷ যতদিন না তাঁর পরিচয় জানা যাচ্ছে, তাঁর থাকা খাওয়ার ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷ আজ ওই ভবঘুরে ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয় সংস্থার তরফে ৷ জানা গিয়েছে, যতদিন না পর্যন্ত ওই ভবঘুরে ব্যক্তির পরিচয় জানা যাচ্ছে, ততদিন তাঁর থাকার ব্য়বস্থা করা হয়েছে পাণ্ডবেশ্বর মোড়ের একটি জায়গায় ৷ সেখানে অস্থায়ীভাবে তাঁর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারের ‘ত্রাতা’ ক্ষিতীশ বর্মন

ওই ব্যক্তির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ কেউ তাঁকে চিনলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷

পাণ্ডবেশ্বর, 8 জুন : পাণ্ডবেশ্বরের রাস্তায় মলিন পোশাক পরা উস্কোখুস্কো চুলের এক ভবঘুরের পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা ৷ ওই ব্যক্তিকে বেশ কয়েকদিনব ধরেই পাণ্ডবেশ্বরের রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছিল ৷ আজ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আশার আলো’র সদস্যরা ওই ভবঘুরে ব্য়ক্তিকে পরিষ্কার কাপড় পরিয়ে, খাবার খাওয়াল ৷ সঙ্গে তাঁর বড় বড় চুল দাঁড়ি কাটিয়ে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ৷

সংস্থার এক সদস্য জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর স্মৃতি শক্তি হারিয়েছেন ৷ যতদিন না তাঁর পরিচয় জানা যাচ্ছে, তাঁর থাকা খাওয়ার ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷ আজ ওই ভবঘুরে ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয় সংস্থার তরফে ৷ জানা গিয়েছে, যতদিন না পর্যন্ত ওই ভবঘুরে ব্যক্তির পরিচয় জানা যাচ্ছে, ততদিন তাঁর থাকার ব্য়বস্থা করা হয়েছে পাণ্ডবেশ্বর মোড়ের একটি জায়গায় ৷ সেখানে অস্থায়ীভাবে তাঁর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারের ‘ত্রাতা’ ক্ষিতীশ বর্মন

ওই ব্যক্তির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ কেউ তাঁকে চিনলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.