ETV Bharat / city

হাথরসের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার হবে : সায়ন্তন বসু

author img

By

Published : Oct 3, 2020, 9:31 PM IST

Updated : Oct 3, 2020, 10:49 PM IST

হাথরাস ঘটনায় দোষীদের শাস্তি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন BJP-র রাজ্য নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, উত্তরপ্রদেশের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হবে।

sayantan basu
সায়ন্তন বসু

দুর্গাপুর, 3 অক্টোবর : হাথরসের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন BJP-র রাজ্য নেতা সায়ন্তন বসু ৷ এর আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য় করে সমালোচিতও হয়েছেন BJP-র এই নেতা ৷ আজ হাথরসের ঘটনায় দোষীদের শাস্তি প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "উত্তরপ্রদেশের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার হবে। আমি সরকারের কেউ না হলেও একথা দায়িত্ব নিয়ে বলে গেলাম ।"

সায়ন্তন বসু

গত বছরের 6 ডিসেম্বর হায়দরাবাদে এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া চার যুবকের এনকাউন্টারে মৃত্যু হয় ৷ এই ঘটনায় সারা দেশে সমালোচনায় মুখে পড়ে হায়দরাবাদের পুলিশ প্রশাসন ৷ এই ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট তিন সদস্য়ের তদন্ত কমিটিও গঠন করে ৷ বিচার ব্য়বস্থাকে পুলিশ প্রশাসনের নিজের হাতে তুলে নেওয়ায় প্রতিবাদে সরব হয় অনেকেই ৷ উত্তরপ্রদেশে জুলাই মাসে এনকাউন্টারে নিহত হয় দুষ্কৃতী বিকাশ দুবে ৷ দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা হয় ৷

দুদিন আগে হাথরসের ঘটনায় দোষীদের জনগণের সামনে এনকাউন্টারে হত্য়া করার দাবি তোলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কিন্তু আজ সায়ন্তন বসু দোষীদের এনকাউন্টারে হত্যা করা হবে বলে মন্তব্য় করে বসলেন ৷ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের সিলামপুর এলাকায় BJP-র লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে কৃষি আইনের সমর্থনে একটি মিছিল বের করে । এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য BJP-র অন্যতম এই নেতা । কাঁকসা সিলামপুর থেকে কাঁকসা গোপালপুর পর্যন্ত মিছিল অনুমতি থাকলেও BJP-র কর্মীরা বাইক মিছিল করে কাঁকসা গোপালপুর যাওয়ার চেষ্টা করলে কাঁকসা থানার পুলিশ সেই বাইক মিছিল আটকে দেয় ৷ সায়ন্তন বসু বলেন," উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সেই অভিযুক্তদের এনকাউন্টার করা হবে শীঘ্রই । যা এই রাজ্যে হয় না।" BJP এই নেতা এ রাজ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, এ রাজ্যের কোথাও ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী পদযাত্রা করেন না।

দুর্গাপুর, 3 অক্টোবর : হাথরসের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন BJP-র রাজ্য নেতা সায়ন্তন বসু ৷ এর আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য় করে সমালোচিতও হয়েছেন BJP-র এই নেতা ৷ আজ হাথরসের ঘটনায় দোষীদের শাস্তি প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "উত্তরপ্রদেশের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার হবে। আমি সরকারের কেউ না হলেও একথা দায়িত্ব নিয়ে বলে গেলাম ।"

সায়ন্তন বসু

গত বছরের 6 ডিসেম্বর হায়দরাবাদে এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া চার যুবকের এনকাউন্টারে মৃত্যু হয় ৷ এই ঘটনায় সারা দেশে সমালোচনায় মুখে পড়ে হায়দরাবাদের পুলিশ প্রশাসন ৷ এই ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট তিন সদস্য়ের তদন্ত কমিটিও গঠন করে ৷ বিচার ব্য়বস্থাকে পুলিশ প্রশাসনের নিজের হাতে তুলে নেওয়ায় প্রতিবাদে সরব হয় অনেকেই ৷ উত্তরপ্রদেশে জুলাই মাসে এনকাউন্টারে নিহত হয় দুষ্কৃতী বিকাশ দুবে ৷ দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা হয় ৷

দুদিন আগে হাথরসের ঘটনায় দোষীদের জনগণের সামনে এনকাউন্টারে হত্য়া করার দাবি তোলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কিন্তু আজ সায়ন্তন বসু দোষীদের এনকাউন্টারে হত্যা করা হবে বলে মন্তব্য় করে বসলেন ৷ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের সিলামপুর এলাকায় BJP-র লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে কৃষি আইনের সমর্থনে একটি মিছিল বের করে । এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য BJP-র অন্যতম এই নেতা । কাঁকসা সিলামপুর থেকে কাঁকসা গোপালপুর পর্যন্ত মিছিল অনুমতি থাকলেও BJP-র কর্মীরা বাইক মিছিল করে কাঁকসা গোপালপুর যাওয়ার চেষ্টা করলে কাঁকসা থানার পুলিশ সেই বাইক মিছিল আটকে দেয় ৷ সায়ন্তন বসু বলেন," উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সেই অভিযুক্তদের এনকাউন্টার করা হবে শীঘ্রই । যা এই রাজ্যে হয় না।" BJP এই নেতা এ রাজ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, এ রাজ্যের কোথাও ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী পদযাত্রা করেন না।

Last Updated : Oct 3, 2020, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.