ETV Bharat / bharat

তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ! পুরো রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা - Tirupati Laddu Controversy - TIRUPATI LADDU CONTROVERSY

Tirupati Laddu Row: তিরুপতি মন্দিরের লাড্ডু যে ঘি দিয়ে তৈরি, তাতে পশুর চর্বি আছে ৷ এই বিতর্কে উত্তপ্ত দেশের বিভিন্ন মহল ৷ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আমলে এই কাণ্ড হয়েছে বলে অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর ৷ এই বিষয়ে পুরো রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷

Tirupati Laddu Row
তিরুপতি লাড্ডু বিতর্ক (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 20, 2024, 5:37 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: পূর্ববর্তী মুখ্যমন্ত্রীর আমলে মন্দিরের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহৃত হতো, তাতে পশুর চর্বি ছিল ৷ বৃহস্পতিবার তিরুপতির লাড্ডু নিয়ে এমন অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ শুক্রবার তাঁর থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই ঘটনাটি পরীক্ষা করে দেখবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবে ৷

ওয়াইএসআরসিপি সরকারের জমানায় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি থাকার অভিযোগ আগেই করেছিলেন টিডিপি প্রদান চন্দ্রবাবু নাইডু ৷ গতকাল ল্যাব পরীক্ষার রিপোর্টে তার প্রমাণও মিলেছে ৷ টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি ল্যাব রিপোর্ট প্রকাশ করেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, লাড্ডু তৈরিতে ব্যবহৃত হয়েছে সয়াবিন, কাউপিয়ার তেল, জলপাইয়ের তেল, গমের তুষের তেল, ভুট্টার তেল, তুলো বীজের তেল, মাছের তেল, গরুর চর্বি, পাম তেল এবং এমনকী শুয়োরের চর্বিও ৷

শুক্রবার মোদি সরকারের প্রথম 100 দিন পূর্ণ হওয়া বিষয়ে একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "আমি সোশাল মিডিয়া থেকে পুরো বিষয়টি জেনেছি ৷ আজ চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছি ৷ এই সংক্রান্ত পুরো রিপোর্টটা পাঠানোর জন্য বলেছি ৷ রিপোর্টটা একবার হাতে পেলে তা পরীক্ষা করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷"

তামিলনাড়ুর এআর ডেয়ারি ফুডস' তিরুমালা তিরুপতি দেবস্থনমে এই ঘি সরবরাহ করত ৷ সংস্থার খাদ্যের মান পরীক্ষক বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক লেনি বলেন, "আমরাই তিরুমালা তিরুপতি দেবস্থনমে ঘিয়ের জোগান দিয়েছি ৷ এখন আর আমরা এই ঘি পাঠাই না ৷ 25 বছরেরও বেশি সময় ধরে ঘি উৎপাদন করছি আমরা ৷ এর আগে এরকম কোনও অভিযোগ পাইনি ৷"

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা ৷ তিনি অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ তিরুপতি প্রসাদী লাড্ডুতে যে পশুর চর্বির নমুনা মিলেছে, তাতে সিবিআই তদন্ত হোক ৷ এই দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন ওয়াইএস শর্মিলা ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: পূর্ববর্তী মুখ্যমন্ত্রীর আমলে মন্দিরের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহৃত হতো, তাতে পশুর চর্বি ছিল ৷ বৃহস্পতিবার তিরুপতির লাড্ডু নিয়ে এমন অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ শুক্রবার তাঁর থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই ঘটনাটি পরীক্ষা করে দেখবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবে ৷

ওয়াইএসআরসিপি সরকারের জমানায় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি থাকার অভিযোগ আগেই করেছিলেন টিডিপি প্রদান চন্দ্রবাবু নাইডু ৷ গতকাল ল্যাব পরীক্ষার রিপোর্টে তার প্রমাণও মিলেছে ৷ টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি ল্যাব রিপোর্ট প্রকাশ করেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, লাড্ডু তৈরিতে ব্যবহৃত হয়েছে সয়াবিন, কাউপিয়ার তেল, জলপাইয়ের তেল, গমের তুষের তেল, ভুট্টার তেল, তুলো বীজের তেল, মাছের তেল, গরুর চর্বি, পাম তেল এবং এমনকী শুয়োরের চর্বিও ৷

শুক্রবার মোদি সরকারের প্রথম 100 দিন পূর্ণ হওয়া বিষয়ে একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "আমি সোশাল মিডিয়া থেকে পুরো বিষয়টি জেনেছি ৷ আজ চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছি ৷ এই সংক্রান্ত পুরো রিপোর্টটা পাঠানোর জন্য বলেছি ৷ রিপোর্টটা একবার হাতে পেলে তা পরীক্ষা করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷"

তামিলনাড়ুর এআর ডেয়ারি ফুডস' তিরুমালা তিরুপতি দেবস্থনমে এই ঘি সরবরাহ করত ৷ সংস্থার খাদ্যের মান পরীক্ষক বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক লেনি বলেন, "আমরাই তিরুমালা তিরুপতি দেবস্থনমে ঘিয়ের জোগান দিয়েছি ৷ এখন আর আমরা এই ঘি পাঠাই না ৷ 25 বছরেরও বেশি সময় ধরে ঘি উৎপাদন করছি আমরা ৷ এর আগে এরকম কোনও অভিযোগ পাইনি ৷"

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা ৷ তিনি অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ তিরুপতি প্রসাদী লাড্ডুতে যে পশুর চর্বির নমুনা মিলেছে, তাতে সিবিআই তদন্ত হোক ৷ এই দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন ওয়াইএস শর্মিলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.