দুর্গাপুর, 10 সেপ্টেম্বর: ‘আসন পায়নি বলে হয়ত সরু হয়ে গেছি। কিন্তু সরু ডান্ডার ঘা যখন পড়বে না তখন এলাকা ছেড়ে পালাতে হবে।’ শুক্রবার 'চোর ধরো জেল ভরো'-এর কর্মসূচিতে ডিওয়াইএকআইয়ের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই ভাষাতেই আক্রমণ করেন তৃণমূলকে। কাঁকসার সভার শুরু থেকে এতটাই আক্রমণাত্মক ছিলেন সিপিএমের এই যুবনেত্রী ।
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এই সভায় উপস্থিত ছিলেন সভার মূল বক্তা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এই সভার আয়োজন করা হয়েছিল (Campaign for Panchayat Election 2022)৷
আরও পড়ুন: নীতীশ-অখিলেশ-হেমন্ত-আমি একসঙ্গে, চব্বিশের খেলা বাংলা থেকেই; হুংকার মমতার
এই সভা থেকে তিনি কর্মীদের বলেন, ‘‘ভয় দেখালেও ভয় পাবেন না ৷ যতই পুলিশ অত্যাচার করুক বা তৃণমূল কর্মীরা অত্যাচার করুক বুক চিতিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ৷ প্রয়োজনে সন্ত্রাস করেই লড়াই করতে হবে। শাসকদের ডান্ডার প্রতিরোধ করতে ডান্ডা ব্যবহার করতে হবে।" আগামী দিনে বামেরাই সরকার গঠন করবে । চোরদের রাজ্য ছাড়া করা হবে বলেও তিনি জানান ।