দুর্গাপুর, 23 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে লকডাউন ঘোষণা করেছেন । আগামী 3 দিন বিকেল পাঁচটা থেকে তা জারি থাকবে । মুখ্যমন্ত্রীর সেই আবেদন বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপালি মণ্ডল । করজোড়ে তিনি মানুষের কাছে আবেদন জানাচ্ছেন ।
তাঁর কথায়, "অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না । যে কোন সমস্যা বা প্রয়োজন হলে আমাদের ডাকুন ৷ আছি আপনাদের পাশে ।" মাস্ক বিলি করার সঙ্গে সঙ্গে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিলেন তিনি ।
গোটা বিশ্ব কোরোনা সংক্রমণ আতঙ্কে জর্জরিত । এই সংক্রমণ যেভাবে গোটা বিশ্বে ছড়িয়েছে তাতে চিন্তিত সকলেই । এই সংক্রমণকে কতটা দৃঢ়ভাবে প্রতিরোধ করা যায় এখন সেটাই চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের কাছে । কারণ যেভাবে আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে সবাই চিন্তিত ।
এই সময়ে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কিছুই আগামী 3 দিন লকডাউন থাকবে । মুখ্যমন্ত্রীর সেই বার্তা সোমবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতিতে পৌঁছে দিলেন দীপালি মণ্ডল । বাড়ি বাড়ি মাস্ক পৌঁছে দিচ্ছেন তিনি । এদিন শুধু বাড়িতে নয় রাস্তার পথচারীদেরকেও মাস্ক দেওয়া হয় । তাঁদেরকেও সচেতন করা হয় ।