ETV Bharat / city

" সোমবার কি কলেজে ওরা আমায় ঢুকতে দেবে?" - boy

পুলওয়ামায় জঙ্গি হামলার পর সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হয়েছিল দুর্গাপুর NIT-র IT বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৃজন গোস্বামী। ১৪ ফেব্রুয়ারি রাতেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সৃজন ফেসবুকে শেয়ার করে দুটি পোস্ট। সৃজনের অভিযোগ, পোস্ট শেয়ার করার পর তৃতীয় বর্ষের অন্য বিভাগের কয়েকজন ছাত্র প্রথমে হোয়াটসঅ্যাপে তাকে হুমকি দেয়। তারপর, খাওয়ার সময় হস্টেলের প্রায় ৩০-৪০ জন ছাত্র দল বেঁধে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।

সৃজন গোস্বামী
author img

By

Published : Feb 18, 2019, 2:38 PM IST

দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হয়েছিল দুর্গাপুর NIT-র IT বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৃজন গোস্বামী। সেনাবাহিনীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছিল সে। তারপরই তার ওপর চড়াও হয় কলেজের কয়েকজন ছাত্র যারা সুমনের সঙ্গে একই হস্টেলে থাকে। শুক্রবার এই ঘটনার পরে সৃজন আতঙ্কিত হয়ে বাবা, মা-র কাছে ফিরে যায়। এরপর, আজ সে ফের কলেজে যাবে বলে ঠিক করেছে।

১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় CRPF-র কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। তাতে প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।

১৪ ফেব্রুয়ারি রাতেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সৃজন ফেসবুকে শেয়ার করে দুটি পোস্ট। সৃজনের অভিযোগ, পোস্ট শেয়ার করার পর তৃতীয় বর্ষের অন্য বিভাগের কয়েকজন ছাত্র প্রথমে হোয়াটসঅ্যাপে তাকে হুমকি দেয়। তারপর, খাওয়ার সময় হস্টেলের প্রায় ৩০-৪০ জন ছাত্র দল বেঁধে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।

এরপর, সৃজনের বন্ধুরা এসে উদ্ধার করে তাকে। এই ঘটনার পর সৃজন আতঙ্কিত হয়ে ফিরে যায় তার বাড়িতে। সৃজনের বাবা শ্যামসুন্দর গোস্বামী NIT-র ডিরেক্টরকে ইমেলে জানান ঘটনাটি।

undefined

সৃজন বলে, "আমি সোমবার কলেজে যাব। হস্টেলে ফিরব। কিন্তু ওরা কি আমায় ঢুকতে দেবে?" সুজনের দাবি, "আমি তো সেনার আত্মবলিদানকে ছোটো করিনি। আমি সরকারের দুর্বলতাকে মেনে নিতে পারিনি।"

দুর্গাপুর, ১৮ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হয়েছিল দুর্গাপুর NIT-র IT বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৃজন গোস্বামী। সেনাবাহিনীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছিল সে। তারপরই তার ওপর চড়াও হয় কলেজের কয়েকজন ছাত্র যারা সুমনের সঙ্গে একই হস্টেলে থাকে। শুক্রবার এই ঘটনার পরে সৃজন আতঙ্কিত হয়ে বাবা, মা-র কাছে ফিরে যায়। এরপর, আজ সে ফের কলেজে যাবে বলে ঠিক করেছে।

১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় CRPF-র কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। তাতে প্রায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।

১৪ ফেব্রুয়ারি রাতেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সৃজন ফেসবুকে শেয়ার করে দুটি পোস্ট। সৃজনের অভিযোগ, পোস্ট শেয়ার করার পর তৃতীয় বর্ষের অন্য বিভাগের কয়েকজন ছাত্র প্রথমে হোয়াটসঅ্যাপে তাকে হুমকি দেয়। তারপর, খাওয়ার সময় হস্টেলের প্রায় ৩০-৪০ জন ছাত্র দল বেঁধে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।

এরপর, সৃজনের বন্ধুরা এসে উদ্ধার করে তাকে। এই ঘটনার পর সৃজন আতঙ্কিত হয়ে ফিরে যায় তার বাড়িতে। সৃজনের বাবা শ্যামসুন্দর গোস্বামী NIT-র ডিরেক্টরকে ইমেলে জানান ঘটনাটি।

undefined

সৃজন বলে, "আমি সোমবার কলেজে যাব। হস্টেলে ফিরব। কিন্তু ওরা কি আমায় ঢুকতে দেবে?" সুজনের দাবি, "আমি তো সেনার আত্মবলিদানকে ছোটো করিনি। আমি সরকারের দুর্বলতাকে মেনে নিতে পারিনি।"

Intro:সেনাবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলে আক্রান্ত দুর্গাপুর NIT (ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি) এর ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সৃজন গোস্বামী। পূর্ব বর্ধমানের বাসিন্দা এই মেধাবী ছাত্র দুর্গাপুরের NIT তে আই টি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আজ সে একরাশ ভয় নিয়ে ফের কলেজে আসছে।।
Body:গত ১৪ ই ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়ে আইইডি বোঝাই একটি গাড়ি। আত্মঘাতী জঙ্গি হামলাতে ৪৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন জৈশ-ই- মহম্মদ।আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ কার পুলওয়ামার কাকপুরের বাসিন্দা।কিন্তু এই জঙ্গি হানার পরে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। সেনাবাহিনীর কনভয়ের নিরাপত্তার ফাঁকফোকর,কনভয়ে গাড়ির সংখ্যা এবং নিরাপত্তা বিধি, জঙ্গিদের কাছে খবর পৌঁছান,এত বিস্ফোরকের পরিমান কিভাবে এলো সেসব নিয়েই। গোটা দেশ যখন উত্তাল এই জঙ্গি হামলা নিয়ে।বহু প্রশ্ন উঠে আসে যখন তখন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেই বিপদে পড়েছে সৃজন।গত ১৪ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রেই সৃজন ফেসবুকে নিজের আ্যকাউন্ট থেকে শেয়ার করে দুটি পোস্ট যার একটি যুক্তিবাদীদের একটি আর একটি কাস্তে হাতুড়ির ছবি দেওয়া বামেদের একটি পেজের পোস্ট শেয়ার করে। দুর্গাপুর NIT তৃতীয় বর্ষের ছাত্র সৃজনের অভিযোগ “তৃতীয় বর্ষের অন্য বিভাগের কয়েকজন ছাত্র প্রথমে আমায় হোয়াটস আপে হুমকি শুরু করলো শুক্রবার, ১৫ ই ফেব্রুয়ারি। তারপর দুপুরে খাওয়ার সময় হোস্টেলে প্রায় ৩০-৪০ জন ছাত্র দল বেঁধে এসে অকথ্য ভাষায় গালিগালাজ,মারধোর ও এরকম পোষ্ট আর না করার হুমকি দেয় আমায়। ” সৃজনের দাবী "" যেনো দেশের কেন্দ্রীয় সরকার বিরোধী পোস্ট না করে।""সৃজনের সহপাঠী বন্ধুরা এসে উদ্ধার করে আহত সৃজনকে।শুক্রবার এই ঘটনার পরে বিধ্বস্ত সৃজন আতঙ্কিত হয়ে কোনো ক্লাশ না করেই ফিরে যায় পুর্ব বর্ধমানে বাবা, মা এর কাছে।
দুশ্চিন্তায় সৃজনের বাবা শ্যামসুন্দর গোস্বামী NIT এর ডিরেক্টরকে লিখিত ভাবে ইমেল মারফত জানান বিস্তারিত ঘটনা।সৃজন বর্ধমানে নিজের বাড়িতে বসেই জানায় আমি সোমবার কলেজে যাবো।কি জানি আমায় ওরা ঢুকতে দেবে কিনা?আতঙ্কিত সৃজন প্রশ্ন তুলেছে গনতান্ত্রিক অধিকার নিয়ে।Conclusion:সোমবার অর্থাৎ আজ কলেজে ফের আসছে এই ছাত্র।সে চাইছে সবার সাহায্য। তার দাবী ""আমি তো সেনাবাহিনীর এই আত্মবলিদান কে তো ছোট করিনি।আমি সরকারের দুর্বলতা কে মেনে নিতে পারিনি।"" তাই সৃজনের জিজ্ঞাসা ""সোমবার কি আমায় ঢুকতে দেওয়া হবে?""
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.