দুর্গাপুর, 3 এপ্রিল : বিজেপি প্রার্থী বিতর্কিত মন্তব্য করলে শাস্তি হয় না ৷ কিন্তু, তৃণমূল নেতার পুরনো ভিডিয়ো ভাইরাল হলে তাঁদের শাস্তি হয় ৷ দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে নাম না করে নির্বাচন কমিশনকে একহাত নিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Criticised ECI Over Narendranath Chakraborty) ৷ শনিবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা কমিউনিটি হলে আসানসোল লোকসভা উপনির্বাচনের (Asansol By Poll 2022) প্রচারে আসেন তিনি ৷
প্রসঙ্গত, ঝাঁজরা কমিউনিটি হলে দু’দিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিশানা করেছিলেন ৷ তবে, শুভেন্দু অধিকারীর সেই কথায় গুরুত্ব দিতে নারাজ অনুব্রত ৷ এমনকি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেছিলেন, মারের বদলা মার ৷ তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত বলেন, ‘‘বিজেপি প্রার্থী কোনও বিতর্কিত মন্তব্য করলে তাঁর শাস্তি হয় না ৷ কিন্তু তৃণমূলের কোনও নেতার পুরনো কিছু ফাইনাল প্রকাশ হলে তাঁর শাস্তি হয় ৷’’
প্রসঙ্গত, কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে শোনা গিয়েছিল, তৃণমূলের একটি কর্মিসভায় তিনি কট্টর বিজেপি সমর্থকদের ভয় দেখানোর পরামর্শ দিচ্ছেন দলীয় কর্মীদের ৷ এমনকি ভোটের পর তাঁদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতেও শোনা যায় ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই, নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে ৷ যার প্রেক্ষিতে নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৃণমূলের প্রচার-সহ সবরকম গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ৷