ETV Bharat / city

সেফ ড্রাইভ সেভ লাইফে সাফল্য, আসানসোল-দুর্গাপুরে কমেছে দুর্ঘটনা

রাজ্যজুড়ে চলছে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি । মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় পশ্চিম বর্ধমান জেলায় পুলিশও তৎপর হয়ে উঠেছে । তবে পুলিশের সঙ্গে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ।

road accidents were down
আসানসোল -দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা
author img

By

Published : Jan 25, 2020, 5:15 PM IST

দুর্গাপুর, 25 জানুয়ারি: 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী আসানসোল -দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা 2018 সালের তুলনায় 35 শতাংশ কমেছে । কমেছে প্রাণহানির ঘটনাও । মোট দুর্ঘটনার 65 শতাংশ ঘটেছে দুই ও চার চাকার গাড়ির ক্ষেত্রে । জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শাশ্বতী শ্বেতা মণ্ডল

রাজ্যজুড়ে চলছে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি । মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় পশ্চিম বর্ধমান জেলায় পুলিশও তৎপর হয়ে উঠেছে । তবে পুলিশের সঙ্গে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও । বছরভর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এনিয়ে চলেছে লাগাতার প্রচার । আগে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে দিয়ে যাওয়া দু-নম্বর জাতীয় সড়ক ও এলাকার অন্য সড়কেও প্রায়ই দুর্ঘটনা ঘটত । প্রাণহানি হত ।

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে গত বছরের নভেম্বর থেকে একটি LED মনিটর লাগানো গাড়ি রাস্তায় নামানো হয়েছে । ট্রাফিক সচেতনতায় সেই মনিটরে চালক ও পথচারীদের দেখানো হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের কিছু ভিশুয়াল ।

দুর্গাপুর, 25 জানুয়ারি: 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী আসানসোল -দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা 2018 সালের তুলনায় 35 শতাংশ কমেছে । কমেছে প্রাণহানির ঘটনাও । মোট দুর্ঘটনার 65 শতাংশ ঘটেছে দুই ও চার চাকার গাড়ির ক্ষেত্রে । জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শাশ্বতী শ্বেতা মণ্ডল

রাজ্যজুড়ে চলছে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি । মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় পশ্চিম বর্ধমান জেলায় পুলিশও তৎপর হয়ে উঠেছে । তবে পুলিশের সঙ্গে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও । বছরভর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এনিয়ে চলেছে লাগাতার প্রচার । আগে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে দিয়ে যাওয়া দু-নম্বর জাতীয় সড়ক ও এলাকার অন্য সড়কেও প্রায়ই দুর্ঘটনা ঘটত । প্রাণহানি হত ।

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে গত বছরের নভেম্বর থেকে একটি LED মনিটর লাগানো গাড়ি রাস্তায় নামানো হয়েছে । ট্রাফিক সচেতনতায় সেই মনিটরে চালক ও পথচারীদের দেখানো হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের কিছু ভিশুয়াল ।

Intro:""আসানসোল -দুর্গাপুরে ৬৫% দুর্ঘটনা ছোট গাড়ির দুর্ঘটনা ঘটছে এবং প্রানহানির ঘটনা ঘটছে।৩৫% দুর্ঘটনা কমানো গেছে সেফ ড্রাইভ,সেভ লাইফ কে গন আন্দোলনে পরিনত করার কারনে""- জানালেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(ট্রাফিক) শ্বাশ্বতি শ্বেতা মন্ডল।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচির কারনে জেলায় জেলায় মানুষকে গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতন করার করার কাজ করছে পুলিশ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও চলছে লাগাতার প্রচার।দুর্গাপুর ও আসানসোল মহকুমার দু-নম্বর জাতীয় সড়ক ছাড়াও বিভিন্ন রাস্তায় প্রায় প্রতিদিন দুর্ঘটনা লেগেই থাকত।বহু প্রানহানীর ঘটনাও ঘটেছে।এই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির লাগাতার প্রচারের কারনে প্রায় ৩৫% দুর্ঘটনা কমেছে বলে দাবী এসিপি(ট্রাফিক) শ্বাশতী শ্বেতা সামন্ত র।দুর্গাপুরে একটি এলইডি মনিটার লাগানো গাড়ি নামানো হয়েছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে।এই মনিটারে দেখানো হচ্ছে স্বপ্লদৈর্ঘ্যের কিছু ভিজ্যুয়াল। যাতে এই চারচাকা চালানোর ক্ষেত্রে কেনও সিটবেল্ট পরা উচিত, কেনও হেলমেট ব্যাবহার করবেন তা জানানো হচ্ছে?মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আইনানুগ কি কি ব্যাবস্থা নেওয়া হবে তা জানানো হচ্ছে ডিসপ্লে মনিটারে।পাড়ায় পাড়ায় দুর্ঘটনা প্রবন এলাকাগুলিতে এই গাড়ি ঘুরছে।আবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষকে হেলমেট পরতে বলা এবং সিটবেল্ট বাঁধতে বলার আবেদন জানানো হচ্ছে।এসিপি(ট্রাফিক) শ্বাশতী শ্বেতা সামন্ত বললেন,দেখা যাচ্ছে এখন দুর্গাপুর ইস্পাত নগরীতে দুর্ঘটনা বাড়ছে।ছোট গাড়ির দুর্ঘটনা বেশি ঘটছে। যা দুর্ঘটনা ঘটছে তার ৬৫% দুর্ঘটনা ঘটছে দুচাকার ও ছোট কার গুলির।বাস,ট্রাকের দুর্ঘটনা কম।আর এই পরিসংখ্যান মাথায় ভাঁজ ফেলেছে পুলিসের।তাই এই দুর্ঘটনা কমাতে আরো বেশি মানুষকে সচেতন করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তর এই ভ্রাম্যমাণ গাড়িতে প্রচার ছাড়াও পাড়ায় পাড়ায় ক্যাম্প করাও শুরু করেছে।মুল উদ্দেশ্য মানুষকে বারবার বুঝিয়ে নিজেদের সুরক্ষিত রাখার জন্য লাগাতার প্রচার-আর সেটাই করছে ট্রাফিক পুলিশ।।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.