ETV Bharat / city

হাথরসের ঘটনার প্রতিবাদে জেলায় বিক্ষোভ তৃণমূলের - গণধর্ষণ ঘটনার প্রতিবাদ তৃণমূলের

হাথরসের ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলাজুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।

tmc
প্রতিবাদ তৃণমূলের
author img

By

Published : Oct 3, 2020, 11:46 PM IST

বর্ধমান, 3 অক্টোবর : উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এদিন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে সংগঠিত হয়।


দোষীদের কঠোর সাজা দাবি জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে উত্তর প্রদেশের BJP সরকার নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ হয়েছে। এমনকী মৃত্যুর পরেও তাঁকে সম্মান দেওয়া হয়নি। পরিবারের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে উত্তরপ্রদেশে বারবার দলিতদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে, কিন্তু উত্তর প্রদেশ সরকার কী করেছে? এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন মুখ বুজে রয়েছেন সেই প্রশ্ন তুলেছে বর্ধমান জেলা নেতৃত্ব। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তাদের প্রশ্ন, কুয়েতের আমির শেখের মৃত্যুতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করতে পারেন কিন্তু এমন একটা নৃশংস ভাবে দলিত কন্যার মৃত্যু হল তার ক্ষেত্রে কেন তিনি নিশ্চুপ রয়েছেন ।


রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও কো-অর্ডিনেটর দেবু টুডু এদিন পূর্ব বর্ধমানের কালনার সিঙেরকোন বাজারে প্রতিবাদ সভায় অংশ নেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে যে দলিতদের জন্য কোনও সম্মান নেই সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। উত্তরপ্রদেশ পুলিশ অসভ্য ভাবে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদের গায়ে হাত দিয়ে তাঁর মানহানি করেছে।

বর্ধমান, 3 অক্টোবর : উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এদিন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে সংগঠিত হয়।


দোষীদের কঠোর সাজা দাবি জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে উত্তর প্রদেশের BJP সরকার নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ হয়েছে। এমনকী মৃত্যুর পরেও তাঁকে সম্মান দেওয়া হয়নি। পরিবারের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে উত্তরপ্রদেশে বারবার দলিতদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে, কিন্তু উত্তর প্রদেশ সরকার কী করেছে? এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন মুখ বুজে রয়েছেন সেই প্রশ্ন তুলেছে বর্ধমান জেলা নেতৃত্ব। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তাদের প্রশ্ন, কুয়েতের আমির শেখের মৃত্যুতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করতে পারেন কিন্তু এমন একটা নৃশংস ভাবে দলিত কন্যার মৃত্যু হল তার ক্ষেত্রে কেন তিনি নিশ্চুপ রয়েছেন ।


রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও কো-অর্ডিনেটর দেবু টুডু এদিন পূর্ব বর্ধমানের কালনার সিঙেরকোন বাজারে প্রতিবাদ সভায় অংশ নেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে যে দলিতদের জন্য কোনও সম্মান নেই সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। উত্তরপ্রদেশ পুলিশ অসভ্য ভাবে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদের গায়ে হাত দিয়ে তাঁর মানহানি করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.