ETV Bharat / city

বর্ষার শুরুতেই ভেঙে পড়ল পৌরসভার তৈরি সেতুর একাংশ - ইস্পাতপল্

বর্ষার শুরুতেই দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ডের নাগার্জুন রোডে পৌরসভার তৈরি সেতুতে ধস দেখা গেল । অনুমান, ভারী যানবাহল যাতায়াতের ফলেই এই ধস ৷

durgapur
বর্ষার শুরুতেই ভেঙে পড়ল পুরসভার তৈরি সেতু
author img

By

Published : Jun 14, 2020, 5:38 AM IST

দুর্গাপুর, 13 জুন: দুর্গাপুরে ভেঙে পড়ল সেতুর একাংশ ৷ আজ সকালে দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ডের নাগার্জুন রোডে ঘটনাটি ঘটে ৷ এলাকাবাসীর অভিযোগ, দুর্বল সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটি ভেঙে পড়েছে ।

দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে কয়েক দশক আগেই তৈরি হয় একটি সেতু । ইস্পাতপল্লিসহ আশপাশের এলাকার সাথে নাগার্জুন রোডের যোগাযোগের স্থাপনের ক্ষেত্রে এই সেতুটি অন্যতম গুরুত্ব ভূমিকা গ্রহণ করে আসছে । আজ এই সেতুটির একাংশ ভেঙে পড়ে । এলাকার মানুষ সকালবেলায় বিষয়টি দেখতে পান৷ তাঁরাই খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মুখোপাধ্যায়কে ।

এলাকার মানুষের কাছে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগমের চিফ হুইপ স্বরূপ মুখোপাধ্যায় বলেন," আমি দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যাতে ভারী যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত না করে । এলাকার মানুষ এই নিয়ে বহুবার প্রতিবাদ করেছেন । কিন্তু তারপরেও ভারী যানবাহন যাতায়াত বন্ধ হয়নি । আমি দুর্গাপুর নগর নিগমের কমিশনারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি । তিনি আমাকে লিখিত আকারে বিষয়টি জানাতে বলেছেন । আমি লিখিত আকারে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি ।"

আপাতত ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । বহু এলাকার সাথে দুর্গাপুর স্টিল টাউনশিপের যোগাযোগের ক্ষেত্রে এই সেতু অতি গুরুত্বপূর্ণ একটি সেতু । দ্রুত এই সেতুর সংস্কার কাজ করা হোক দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে, এমন দাবি জানিয়েছেন এলাকাবাসী ৷

দুর্গাপুর, 13 জুন: দুর্গাপুরে ভেঙে পড়ল সেতুর একাংশ ৷ আজ সকালে দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ডের নাগার্জুন রোডে ঘটনাটি ঘটে ৷ এলাকাবাসীর অভিযোগ, দুর্বল সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটি ভেঙে পড়েছে ।

দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে কয়েক দশক আগেই তৈরি হয় একটি সেতু । ইস্পাতপল্লিসহ আশপাশের এলাকার সাথে নাগার্জুন রোডের যোগাযোগের স্থাপনের ক্ষেত্রে এই সেতুটি অন্যতম গুরুত্ব ভূমিকা গ্রহণ করে আসছে । আজ এই সেতুটির একাংশ ভেঙে পড়ে । এলাকার মানুষ সকালবেলায় বিষয়টি দেখতে পান৷ তাঁরাই খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মুখোপাধ্যায়কে ।

এলাকার মানুষের কাছে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগমের চিফ হুইপ স্বরূপ মুখোপাধ্যায় বলেন," আমি দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যাতে ভারী যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত না করে । এলাকার মানুষ এই নিয়ে বহুবার প্রতিবাদ করেছেন । কিন্তু তারপরেও ভারী যানবাহন যাতায়াত বন্ধ হয়নি । আমি দুর্গাপুর নগর নিগমের কমিশনারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি । তিনি আমাকে লিখিত আকারে বিষয়টি জানাতে বলেছেন । আমি লিখিত আকারে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি ।"

আপাতত ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । বহু এলাকার সাথে দুর্গাপুর স্টিল টাউনশিপের যোগাযোগের ক্ষেত্রে এই সেতু অতি গুরুত্বপূর্ণ একটি সেতু । দ্রুত এই সেতুর সংস্কার কাজ করা হোক দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে, এমন দাবি জানিয়েছেন এলাকাবাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.