মোদি সরকার মিথ্যেবাদী জুমলাবাজ : দোলা - INTTUC
লকডাউনের নিয়ম ভেঙেছে INTTUC সভাপতি দোলা সেন অভিযোগ করে জেলা BJP । পালটা, দোলা সেন BJP কে কটাক্ষ করে বলেন যে নরেন্দ্র মোদি সরকার মিথ্যেবাদী জুমলাবাজ ৷
বর্ধমান, 14 মে : ত্রাণ বিলি করতে এসে লকডাউনের নিয়ম ভেঙেছে INTTUC সভাপতি দোলা সেন। এই অভিযোগ করে জেলা BJP । পালটা দোলা সেন BJP কে কটাক্ষ করে বলেন যে নরেন্দ্র মোদি সরকার মিথ্যেবাদী জুমলাবাজ ৷
আজ সকালে বর্ধমান স্টেশন চত্বরে ত্রাণ বিলি করতে আসেন দোলা সেন । এাণ বিলির পর তিনি বলেন , "এই দুর্দিনে CPIM এবং BJP থাকলে মানুষ না খেয়ে মারা যেত । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ায় মানুষের কাছে খাবার পৌঁছে যাচ্ছে । তিনি দিনরাত এক করে সেবা দিয়ে যাচ্ছেন রাজ্যের মানুষকে ।" গরিব মানুষদের হাতে শুকনো খাবার তুলে দেন দোলা সেন ৷ এর পরেই জেলা BJP-র পক্ষ থেকে নিয়ম ভেঙে ত্রাণ বিলির অভিযোগ করা হয় ।
বিষয়টি নিয়ে জেলা BJP নেতা দেবাশিস সরকার বলেন , "কলকাতার মত এলাকা থেকে একজন তৃণমূল নেত্রী কীভাবে এই জেলায় প্রবেশ করলেন যেখানে জেলা BJP ত্রাণ বিলি করতে গেলে পুলিশ তাঁদের বাধা দিচ্ছে । অথচ তৃণমূলের ক্ষেত্রে পুলিশ নিশ্চুপ । শুধু তাই নয় এই দিন ত্রাণ বিলি করার সময় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল । সেখানে সামাজিক দূরত্ব মানা হয়নি । যদিও সামাজিক দূরত্বের বিষয়ে দোলা সেন কে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান ৷