বর্ধমান, 27 মে : বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করতে চায় উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বর্ধমানের সুক্রিয় চক্রবর্তী । তার প্রাপ্ত নম্বর 494 ।
মাধ্যমিকে ICSE-বোর্ডে রাজ্যে দ্বিতীয় ও দেশে চতুর্থ স্থান অধিকার করেছিল সুক্রিয় । উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে সে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল থেকে পরীক্ষা দেয় সে । বাবা সুস্মিত চক্রবর্তী ব্যাঙ্ককর্মী, মা জয়শ্রী চক্রবর্তী প্রাইমারি কাউন্সিলের স্কুল ইন্সপেক্টর ।
দিনে কতক্ষণ পড়াশোনা করতে ?
সুক্রিয় বলে, "4- 5 ঘণ্টা । শেষের দিকে 6-7 ঘণ্টা । "
কতজন গৃহশিক্ষক ছিলেন?
সুক্রিয় বলে, "সব সাবজেক্টে একজন করে ।"
ভবিষ্যতে কী হতে চাও ?
সুক্রিয় বলে, "আমার ইচ্ছা আছে বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করার । "
বাব- মার কী ইচ্ছা ?
সুক্রিয় বলে, "মা-বাবার ইচ্ছে ডাক্তার ।"
পড়াশোনার পাশাপাশি কী করতে ?
সুক্রিয় বলে, " আমি কালচারাল অ্যাক্টিভিটিসে বেশি পার্টিসিপেট করেছি । আবৃত্তি, নাটক এইসব । "
যারা আগামী দিনে উচ্চমাধ্যমিক দেবে তাদের জন্য সুক্রিয়র বার্তা, মন দিয়ে ভালোবেসে, চাপমুক্ত হয়ে যে কোনও সাবজেক্ট পড়তে হবে ।
তাঁর বাবা সুস্মিত চক্রবর্তী জানান, তাঁর ছেলে মাধ্যমিক দিয়েছিল ICSE বোর্ড থেকে । তাই WBCHSE-এ ভরতির পরে স্বভাবতই ছেলে কতখানি সফল হয় সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তাঁর ছেলে নিজের লক্ষ্যে সফল হয়েছে ।