ETV Bharat / city

বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করতে চায় সুক্রিয় - icse

রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে বর্ধমানের সুক্রিয় চক্রবর্তী । বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করতে চায় সে ।

সুক্রিয় চক্রবর্তী
author img

By

Published : May 27, 2019, 8:58 PM IST

Updated : May 27, 2019, 9:14 PM IST

বর্ধমান, 27 মে : বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করতে চায় উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বর্ধমানের সুক্রিয় চক্রবর্তী । তার প্রাপ্ত নম্বর 494 ।

মাধ্যমিকে ICSE-বোর্ডে রাজ্যে দ্বিতীয় ও দেশে চতুর্থ স্থান অধিকার করেছিল সুক্রিয় । উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে সে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল থেকে পরীক্ষা দেয় সে । বাবা সুস্মিত চক্রবর্তী ব্যাঙ্ককর্মী, মা জয়শ্রী চক্রবর্তী প্রাইমারি কাউন্সিলের স্কুল ইন্সপেক্টর ।

দিনে কতক্ষণ পড়াশোনা করতে ?
সুক্রিয় বলে, "4- 5 ঘণ্টা । শেষের দিকে 6-7 ঘণ্টা । "

কতজন গৃহশিক্ষক ছিলেন?
সুক্রিয় বলে, "সব সাবজেক্টে একজন করে ।"

ভিডিয়োয় দেখুন

ভবিষ্যতে কী হতে চাও ?
সুক্রিয় বলে, "আমার ইচ্ছা আছে বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করার । "

বাব- মার কী ইচ্ছা ?
সুক্রিয় বলে, "মা-বাবার ইচ্ছে ডাক্তার ।"

পড়াশোনার পাশাপাশি কী করতে ?
সুক্রিয় বলে, " আমি কালচারাল অ্যাক্টিভিটিসে বেশি পার্টিসিপেট করেছি । আবৃত্তি, নাটক এইসব । "

যারা আগামী দিনে উচ্চমাধ্যমিক দেবে তাদের জন্য সুক্রিয়র বার্তা, মন দিয়ে ভালোবেসে, চাপমুক্ত হয়ে যে কোনও সাবজেক্ট পড়তে হবে ।

তাঁর বাবা সুস্মিত চক্রবর্তী জানান, তাঁর ছেলে মাধ্যমিক দিয়েছিল ICSE বোর্ড থেকে । তাই WBCHSE-এ ভরতির পরে স্বভাবতই ছেলে কতখানি সফল হয় সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তাঁর ছেলে নিজের লক্ষ্যে সফল হয়েছে ।

বর্ধমান, 27 মে : বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করতে চায় উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বর্ধমানের সুক্রিয় চক্রবর্তী । তার প্রাপ্ত নম্বর 494 ।

মাধ্যমিকে ICSE-বোর্ডে রাজ্যে দ্বিতীয় ও দেশে চতুর্থ স্থান অধিকার করেছিল সুক্রিয় । উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান পেয়েছে সে । বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল থেকে পরীক্ষা দেয় সে । বাবা সুস্মিত চক্রবর্তী ব্যাঙ্ককর্মী, মা জয়শ্রী চক্রবর্তী প্রাইমারি কাউন্সিলের স্কুল ইন্সপেক্টর ।

দিনে কতক্ষণ পড়াশোনা করতে ?
সুক্রিয় বলে, "4- 5 ঘণ্টা । শেষের দিকে 6-7 ঘণ্টা । "

কতজন গৃহশিক্ষক ছিলেন?
সুক্রিয় বলে, "সব সাবজেক্টে একজন করে ।"

ভিডিয়োয় দেখুন

ভবিষ্যতে কী হতে চাও ?
সুক্রিয় বলে, "আমার ইচ্ছা আছে বেসিক সায়েন্স নিয়ে রিসার্চ করার । "

বাব- মার কী ইচ্ছা ?
সুক্রিয় বলে, "মা-বাবার ইচ্ছে ডাক্তার ।"

পড়াশোনার পাশাপাশি কী করতে ?
সুক্রিয় বলে, " আমি কালচারাল অ্যাক্টিভিটিসে বেশি পার্টিসিপেট করেছি । আবৃত্তি, নাটক এইসব । "

যারা আগামী দিনে উচ্চমাধ্যমিক দেবে তাদের জন্য সুক্রিয়র বার্তা, মন দিয়ে ভালোবেসে, চাপমুক্ত হয়ে যে কোনও সাবজেক্ট পড়তে হবে ।

তাঁর বাবা সুস্মিত চক্রবর্তী জানান, তাঁর ছেলে মাধ্যমিক দিয়েছিল ICSE বোর্ড থেকে । তাই WBCHSE-এ ভরতির পরে স্বভাবতই ছেলে কতখানি সফল হয় সেটা একটা চ্যালেঞ্জ ছিল। তাঁর ছেলে নিজের লক্ষ্যে সফল হয়েছে ।

Intro:ইংরাজি মাধ্যম থেকে বাংলা মিডিয়াম স্কুলে ভরতি হয়েই রাজ্যে তৃতীয় হয়ে তাক লাগাল সুক্রিয়

সন্তোষ দাস, বর্ধমান


মাধ্যমিকে আইসিএসসি বোর্ডে দ্বিতীয় স্থানের পরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা মিডিয়ামে ভরতি হয়েছিল সুক্রিয় চক্রবর্তী। উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়ে ফের তাক লাগাল সুক্রিয়। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক দিয়ে ৪৯৪ নাম্বার পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে সুক্রিয়। বাবা সুস্মিত চক্রবর্তী ব্যাংকের কর্মী, মা জয়শ্রী চক্রবর্তী প্রাইমারি কাউন্সিলের স্কুল ইন্সপেক্টর। রেজাল্ট জানার পরে রীতিমতো উচ্ছ্বসিত সুক্রিয়। সুক্রিয় জানায় উচ্চমাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছিল। আশা ছিল ৪৯০ এর বেশি নাম্বার পাবে সেই আশা পূর্ণ হয়েছে ৪৯৪ নাম্বার পেয়ে। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সুক্রিয়। নির্দিষ্ট সময়ে নিজেকে না বেঁধে যখন ভালো লেগেছে সেই সময়েই পড়াশোনা করেছে। যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি সুক্রিয় বার্তা দেয় মন দিয়ে ভালোবেসে চাপমুক্ত হয়ে যে কোন সাবজেক্ট পড়তে হবে। তার আশা ছিল এক থেকে পাঁচের মধ্যে সে থাকবেই। তার বাবা সুস্মিত চক্রবর্তী বলেন, তার ছেলে মাধ্যমিকে আই সি এস সি বোর্ড থেকে দিয়েছিল। মাধ্যমিকের পরে বাংলা মিডিয়ামে ভরতির পরে স্বভাবতই একটা চ্যালেঞ্জ ছিল ছেলে কতখানি সফল হয়।তার ছেলে সেই লক্ষ্যে সফল।Body:ইংরেজি মাধ্যম থেকে Conclusion:বাংলা মিডিয়ামে এসে তাক লাগাল সুক্রিয়
Last Updated : May 27, 2019, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.