খণ্ডঘোষ, 9 জুন : এক মহিলার খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শ্রীমন্ত বাগদি। মঙ্গলবার অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 13 বছর আগে শ্রীমন্তর সঙ্গে খণ্ডঘোষের গুইর গ্রামের বাসিন্দা কানন বাগদির বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে অশান্তি শুরু হয়।
এদিকে গত কয়েকদিন আগে একটি গোরু চুরির ঘটনায় শ্রীমন্ত বাগদিকে খণ্ডঘোষ থানার পুলিশ গ্রেপ্তার করে । গত দুদিন আগে শ্রীমন্ত জেল থেকে ছাড়া পায়। রবিবার রাতে খুন হন কানন । সোমবার ধানক্ষেত থেকে কাননের গলা কাটা দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত নামে খন্ডঘোষ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে নেমে পুলিশ কাননের স্বামী শ্রীমন্তকে গ্রেপ্তার করে । শ্রীমন্তের অভিযোগ, তার স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। যার জেরে অশান্তি শুরু হয় ঘরে।শ্রীমন্ত জানায়, অশান্তির সময় রাগের মাথায় সে তার স্ত্রীকে খুন করে । তবে পুলিশের সন্দেহ ওই খুনের ঘটনায় অন্য আরও কেউ জড়িত থাকতে পারে । সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।
খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামী - Bardhaman
খণ্ডঘোষে এক মহিলার খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ । গত সোমবার ধানক্ষেত থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় দ্বিতীয় ব্যক্তির জড়িত থাকা সন্দেহ করছে পুলিশ ।
খণ্ডঘোষ, 9 জুন : এক মহিলার খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শ্রীমন্ত বাগদি। মঙ্গলবার অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 13 বছর আগে শ্রীমন্তর সঙ্গে খণ্ডঘোষের গুইর গ্রামের বাসিন্দা কানন বাগদির বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে অশান্তি শুরু হয়।
এদিকে গত কয়েকদিন আগে একটি গোরু চুরির ঘটনায় শ্রীমন্ত বাগদিকে খণ্ডঘোষ থানার পুলিশ গ্রেপ্তার করে । গত দুদিন আগে শ্রীমন্ত জেল থেকে ছাড়া পায়। রবিবার রাতে খুন হন কানন । সোমবার ধানক্ষেত থেকে কাননের গলা কাটা দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত নামে খন্ডঘোষ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে নেমে পুলিশ কাননের স্বামী শ্রীমন্তকে গ্রেপ্তার করে । শ্রীমন্তের অভিযোগ, তার স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। যার জেরে অশান্তি শুরু হয় ঘরে।শ্রীমন্ত জানায়, অশান্তির সময় রাগের মাথায় সে তার স্ত্রীকে খুন করে । তবে পুলিশের সন্দেহ ওই খুনের ঘটনায় অন্য আরও কেউ জড়িত থাকতে পারে । সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।