বর্ধমান, 27 অক্টোবর : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে ফার্স্ট ইয়ারের ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ ৷ ওই ছাত্রর অভিযোগ, কয়েকজন পাশ আউট ছাত্র তাঁর উপর অত্যাচার করেছে ৷ বর্ধমান থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন ৷
ফার্স্ট ইয়ারের ওই ছাত্র গোলাপবাগ ক্যাম্পাসে রবীন্দ্রভবন হস্টেলে থাকেন । তাঁর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁর উপর মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে । বলেন, "16 অক্টোবর থেকে আমার উপর অত্যাচার শুরু হয়েছে ৷ হস্টেলের সামনে একটি এককাঠা জমি সারারাত ধরে কোদাল দিয়ে কোপাতে হয়েছে ৷ এরপর অন্যায়ের প্রতিবাদ করায় শুক্রবার রাতে আমাকে হস্টেল থেকে বের করে দেয় ৷ সারারাত বিবেকানন্দ স্ট্যাচুর কাছে দাঁড়িয়েছিলাম ৷ হস্টেল ছাড়ছি বলে লিখিত দিতে বলে ৷ না হলে প্রাণে মারার হুমকি দেয় ৷"
তাঁর আরও অভিযোগ, "ফার্স্ট ইয়ারের যত ছাত্র হস্টেলে রয়েছে, সবার উপর অত্যাচার করছে ৷ হুমকি দিয়েছে, কেউ বাইরে জানালে তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হবে ৷ এমনকী, জীবন শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে ৷ তাই কেউ কিছু বলছে না ৷" বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
SFI-র পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি বলেন, পরিকল্পিত ভাবেই বিশেষ একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই র্যাগিংয়ের কাজে যুক্ত । যাতে ছাত্ররা হস্টেল ছেড়ে চলে যায় । আর হস্টেলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেই তাদের জরিমানা দিতে হয় । এই জরিমানা আদায় করার জন্যই র্যাগিং চলে বলে তাঁর অভিযোগ ।