ETV Bharat / city

ছেলে, পুত্রবধূ সহ চারজনকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক ব্যক্তি - Father detained in Galsi

সম্পত্তিগত বিবাদের জেরে পরিবারের ছেলে, ছেলের বিবি ও দুই নাতনিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ব্যক্তি ৷ ছেলে ইকবাল বাড়ি ফেরার পরে পাঁচ কেজি গ্যাসের একটি সিলিন্ডার এবং নতুন পাইপ কিনে আনে ইউসুফ । রাতে জানলার ফাঁক দিয়ে পাইপের মাধ্যমে ঘরে সিলিন্ডারের গ্যাস ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ তাঁরা যাতে ঘর থেকে বের হতে না পারে, সেই জন্য দরজার বাইরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল ।

ছেলে, পুত্রবধূ সহ চারজনকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক ব্যক্তি
author img

By

Published : Nov 6, 2019, 1:42 PM IST

গলসি, 6 নভেম্বর : সম্পত্তির বিবাদের জেরে খুনের চেষ্টা ৷ পরিবারের ছোট ছেলে, ছেলের বিবি ও দুই নাতনিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ব্যক্তি ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত খানো গ্রাম ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত ইউসুফ শেখ এবং তার অপর ছেলে একলামকে আটক করেছে পুলিশ ।

ছোট ছেলে শেখ ইকবালের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল তাঁর আব্বা ইউসুফ শেখের ৷ অশান্তির সূত্রপাত সম্পত্তিগত বচসাকে ঘিরে । এমনটাই জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে ৷

ইকবাল কর্মসূত্রে কলকাতাবাসী ৷ গতকাল দুপুরে বাড়ি ফেরেন তিনি ৷ তারপরই ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে আব্বা ইউসুফ শেখ ৷ ইকবাল বাড়ি ফেরার পরে পাঁচ কেজি গ্যাসের একটি সিলিন্ডার এবং নতুন পাইপ কিনে আনে ইউসুফ । রাতে যখন ইকবাল তাঁর পরিবারের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিলেন, তখন জানলার ফাঁক দিয়ে পাইপের মাধ্যমে ঘরে সিলিন্ডারের গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপরই কাঠিতে করে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয় ইউসুফ । শুধু তাই নয় ৷ তাঁরা যাতে ঘর থেকে বেরোতে না পারে, তাই দরজার বাইরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল । অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

ঘরের ভিতরে ছোট ছেলে শেখ ইকবাল, তাঁর বিবি টিনা বেগম আর দুই মেয়ে সুহানা খাতুন ও বিলকিস খাতুন ৷ তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । ছুটে আসে ইকবালের দাদা একলামও । ততক্ষণে কেটে গেছে প্রায় পনেরো-কুড়ি মিনিট ৷ আগুনে দগ্ধ হয়ে যায় ইকবাল, তাঁর বিবি ও দুই মেয়ে । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ ৷ অভিযুক্ত ইউসুফ শেখ ও একলামকে আটক করে পুলিশ ।

গলসি, 6 নভেম্বর : সম্পত্তির বিবাদের জেরে খুনের চেষ্টা ৷ পরিবারের ছোট ছেলে, ছেলের বিবি ও দুই নাতনিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ব্যক্তি ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত খানো গ্রাম ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত ইউসুফ শেখ এবং তার অপর ছেলে একলামকে আটক করেছে পুলিশ ।

ছোট ছেলে শেখ ইকবালের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল তাঁর আব্বা ইউসুফ শেখের ৷ অশান্তির সূত্রপাত সম্পত্তিগত বচসাকে ঘিরে । এমনটাই জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে ৷

ইকবাল কর্মসূত্রে কলকাতাবাসী ৷ গতকাল দুপুরে বাড়ি ফেরেন তিনি ৷ তারপরই ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে আব্বা ইউসুফ শেখ ৷ ইকবাল বাড়ি ফেরার পরে পাঁচ কেজি গ্যাসের একটি সিলিন্ডার এবং নতুন পাইপ কিনে আনে ইউসুফ । রাতে যখন ইকবাল তাঁর পরিবারের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিলেন, তখন জানলার ফাঁক দিয়ে পাইপের মাধ্যমে ঘরে সিলিন্ডারের গ্যাস ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপরই কাঠিতে করে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয় ইউসুফ । শুধু তাই নয় ৷ তাঁরা যাতে ঘর থেকে বেরোতে না পারে, তাই দরজার বাইরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল । অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

ঘরের ভিতরে ছোট ছেলে শেখ ইকবাল, তাঁর বিবি টিনা বেগম আর দুই মেয়ে সুহানা খাতুন ও বিলকিস খাতুন ৷ তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । ছুটে আসে ইকবালের দাদা একলামও । ততক্ষণে কেটে গেছে প্রায় পনেরো-কুড়ি মিনিট ৷ আগুনে দগ্ধ হয়ে যায় ইকবাল, তাঁর বিবি ও দুই মেয়ে । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ ৷ অভিযুক্ত ইউসুফ শেখ ও একলামকে আটক করে পুলিশ ।

Intro:ছেলে বৌমা ও দুই নাতনিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা বাবার, আটক বাবা

পুলক যশ, গলসি

সম্পত্তি বিবাদের জেরে ছোট ছেলে, বৌমা ও দুই নাতনি কে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করলো বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার খানো গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ছেলে শেখ ইকবাল, বৌমা টিনা বেগম, দুই নাতনি সুহানা খাতুন ও বিলকিস খাতুনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শশুর ইউসুফ শেখ এবং তার বড় ছেলে একলামকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ছোট ছেলে ইকবালের সঙ্গে তার বাবা ইউসুফ শেখের দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল সম্পত্তি নিয়ে। ইকবাল কলকাতায় থাকে। গতকাল দুপুরে সে বাড়ি আসে।
স্থানীয়দের অভিযোগ ইকবাল বাড়ি ফেরার পরে তার বাবা ইউসুফ শেখ পাঁচ কেজি গ্যাসের একটা সিলিন্ডার এবং নতুন পাইপ কিনে আনে। রাতে যখন তারা ঘরে ঘুমাচ্ছিল তখন জানলার ফাঁক দিয়ে পাইপের মাধ্যমে ঘরে সিলিন্ডারের গ্যাস ঢুকিয়ে দেয় এরপর কাঠিতে করে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয় ইউসুফ শেখ। শুধু তাই নয় তারা যাতে ঘর থেকে বের হতে না পারে দরজার বাইরে তালা ঝুলিয়ে দেয়। এদিকে আগুনে জ্বলতে থাকায় তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসে। সেই সময় ইকবালের দাদা একলাম দরজা খুলে দেয়। ততক্ষণে প্রায় পনেরো কুড়ি মিনিটের আগুনে দগ্ধ হয়ে যায় চারজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ অভিযুক্ত ইউসুফ ও তার বড়ো ছেলে একলামকে আটক করেছে।Body:ছেলে বৌমা Conclusion:ও দুই নাতনিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.