ETV Bharat / city

এলাকায় কোরোনা পজিটিভ, তবু ব্যারিকেড দেওয়ায় স্থানীয়দের ক্ষোভের মুখে পুলিশ

author img

By

Published : Jul 27, 2020, 5:09 AM IST

ব্যারিকেড দিলে ঘুরপথে দোকান-বাজার যেতে হবে ৷ তাই বিরোধিতা ৷

locals angry on police for giving barricades
বর্ধমান

বর্ধমান, 27 জুলাই: এলাকার একজন কোরোনা পজিটিভ ৷ তাই ওই অঞ্চল বাঁশ দিয়ে ঘিরে দিতে গিয়েছিল বর্ধমান থানার পুলিশ । কিন্তু, ব্যারিকেড দিলে স্থানীয়দের দোকান-বাজার ঘুরপথে যেতে হবে ৷ অতএব, ব্যারিকেডের বিরোধে ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী । পুলিশ জানিয়েছে, প্রশাসন সিদ্ধান্ত বদলাবে না ।

বর্ধমান শহরের 5 নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি কুন্দলি পুকুর এলাকায় এক ব্যক্তির কোরোনা পজিটিভ রিপোর্ট এসেছে । সেই খবর পাওয়ার পর পুলিশ ওই অঞ্চলে গিয়ে বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করে । কিন্তু, বাসিন্দারা ব্যারিকেড দেওয়া যাবে না বলে দাবি তোলেন ৷ যেহেতু তাঁদের নিত্য নৈমিত্তিক কাজে বেরোতে অসুবিধা হবে ৷ স্থানীয়দের বলেন, এতে করে দু'মিনিটের রাস্তা আধ ঘণ্টার ঘুরপথে পেরোতে হবে । অতএব, যে বাড়িতে আক্রান্ত হয়েছে কেবল সেই বাড়ির সামনেই ব্যারিকেড দেওয়া হোক ।

জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী, কোনও এলাকায় কোনও ব্যক্তি কোরোনায় আক্রান্ত হলে সেই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় । প্রশাসনের বক্তব্য, বাসিন্দারা অহেতুক ক্ষোভ প্রকাশ করছেন । স্থানীয়দের সুরক্ষার কথা ভেবেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে ।

বর্ধমান, 27 জুলাই: এলাকার একজন কোরোনা পজিটিভ ৷ তাই ওই অঞ্চল বাঁশ দিয়ে ঘিরে দিতে গিয়েছিল বর্ধমান থানার পুলিশ । কিন্তু, ব্যারিকেড দিলে স্থানীয়দের দোকান-বাজার ঘুরপথে যেতে হবে ৷ অতএব, ব্যারিকেডের বিরোধে ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী । পুলিশ জানিয়েছে, প্রশাসন সিদ্ধান্ত বদলাবে না ।

বর্ধমান শহরের 5 নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি কুন্দলি পুকুর এলাকায় এক ব্যক্তির কোরোনা পজিটিভ রিপোর্ট এসেছে । সেই খবর পাওয়ার পর পুলিশ ওই অঞ্চলে গিয়ে বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করে । কিন্তু, বাসিন্দারা ব্যারিকেড দেওয়া যাবে না বলে দাবি তোলেন ৷ যেহেতু তাঁদের নিত্য নৈমিত্তিক কাজে বেরোতে অসুবিধা হবে ৷ স্থানীয়দের বলেন, এতে করে দু'মিনিটের রাস্তা আধ ঘণ্টার ঘুরপথে পেরোতে হবে । অতএব, যে বাড়িতে আক্রান্ত হয়েছে কেবল সেই বাড়ির সামনেই ব্যারিকেড দেওয়া হোক ।

জেলা প্রশাসনের নিয়ম অনুযায়ী, কোনও এলাকায় কোনও ব্যক্তি কোরোনায় আক্রান্ত হলে সেই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় । প্রশাসনের বক্তব্য, বাসিন্দারা অহেতুক ক্ষোভ প্রকাশ করছেন । স্থানীয়দের সুরক্ষার কথা ভেবেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.