ETV Bharat / city

আউশগ্রামে রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে মৃত্যু যুবকের - TMC

আউশগ্রামের রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে শুক্রবার সন্ধ্যায় তুমুল সংঘর্ষ বাধে । সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ৷

বর্ধমান
বর্ধমান
author img

By

Published : Jun 14, 2020, 6:21 AM IST

বর্ধমান, 13 জুন : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম ইয়াসিন শেখ ৷ জানা গিয়েছে কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর ৷ সেখানেই মৃত্যু হয়। বর্ধমানের আউশগ্রামের ঘটনা ৷

আউশগ্রামের রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে শুক্রবার সন্ধ্যায় তুমুল সংঘর্ষ বাধে । সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ৷ তাদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ তাদের মধ্যে একজন ইয়াসিন শেখের অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার সরকারি হাসপাতালে ৷ সেখানেই আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ সেখানেই ময়নাতদন্তের পর বর্ধমানের উদ্দেশে রওনা দিয়েছে দেহ ৷

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার ৷ আউশগ্রামের জয় কৃষ্ণপুর গ্রামে একটি রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী আকবর শেখ ও লতিফ শেখের অনুগামীদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন তাদের মধ্যে ইয়াসিনের অবস্থা গুরুতর বুঝে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। সংঘর্ষের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ৷

বর্ধমান, 13 জুন : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম ইয়াসিন শেখ ৷ জানা গিয়েছে কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর ৷ সেখানেই মৃত্যু হয়। বর্ধমানের আউশগ্রামের ঘটনা ৷

আউশগ্রামের রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে শুক্রবার সন্ধ্যায় তুমুল সংঘর্ষ বাধে । সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ৷ তাদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ তাদের মধ্যে একজন ইয়াসিন শেখের অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার সরকারি হাসপাতালে ৷ সেখানেই আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ সেখানেই ময়নাতদন্তের পর বর্ধমানের উদ্দেশে রওনা দিয়েছে দেহ ৷

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার ৷ আউশগ্রামের জয় কৃষ্ণপুর গ্রামে একটি রাস্তা তৈরির টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী আকবর শেখ ও লতিফ শেখের অনুগামীদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন তাদের মধ্যে ইয়াসিনের অবস্থা গুরুতর বুঝে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। সংঘর্ষের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.