ETV Bharat / city

বাস চালু হল না বর্ধমানে - purba bardhaman

অন্যান্য জেলার মতো বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল বর্ধমানে । কিন্তু বাস চলল না শহরের রাস্তায় ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 10, 2020, 10:06 AM IST

বর্ধমান, 10 জুন : বর্ধমানের সমস্ত সমস্ত রুটে বাস চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি । যদিও জেলা প্রশাসন জানিয়েছে, গতকাল থেকে সমস্ত রুটেই বাস চলাচল শুরু করার জন্য বাস সংগঠনগুলির সঙ্গে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, তাঁদের সঙ্গে জেলার বাস অ্যাসোসিয়েশনের আলোচনা হয়েছে। সেখানে তাঁরা 70-80 শতাংশ বাস নামানো হবে বলে জানায়। জেলা প্রশাসনের তরফে তাঁদের মাস্ক ও স্যানিটাইজা়র দেওয়া হয় । কিন্তু রাস্তায় বাস চলাচল করতে দেখা যায়নি । ফলে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা । তবে বাস কেন চলাচল করেনি সে বিষয়ে প্রশাসন কিছু জানাতে পারেনি । জেলা প্রশাসন জানিয়েছে, বাস চালানোর কথা ছিল । কিন্তু কেন চলেনি ফের সেই বিষয়ে আলোচনা করা হবে।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম নিয়োগী বলেন, “জেলায় 967টি কোয়ারানটিন সেন্টার করা হয়েছিল । এর মধ্যে এখন সেখানে আছে 779 টি সেন্টারে রোগী আছেন । এর মধ্যে 26 টি উচ্চ মাধ্যমিক স্কুল আছে । ওই স্কুলগুলিতে আগামী তিন দিন স্যানিটাইজ় করা হবে। পরে সেগুলি স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে । তিনি বলেন ওই সমস্ত স্কুলগুলি ব্লক লেভেলের টাস্ক ফোর্স পরিদর্শন করবে । তারা সন্তুষ্ট না হলে নতুন করে স্যানিটাইজ় করা হবে । এখনও বেশ কিছু স্কুলে কোয়ারানটিন সেন্টার রয়েছে । তবে 779 টি কোয়ারানটিন সেন্টারের মধ্যে 300 সেন্টার সাত দিনের মধ্যে খালি করে দেওয়া হবে। এখানে যাঁরা আছেন, নিয়ম অনুযায়ী সাত দিন পরে হোম কোয়ারানটিনে পাঠানো হবে।

বর্ধমান, 10 জুন : বর্ধমানের সমস্ত সমস্ত রুটে বাস চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি । যদিও জেলা প্রশাসন জানিয়েছে, গতকাল থেকে সমস্ত রুটেই বাস চলাচল শুরু করার জন্য বাস সংগঠনগুলির সঙ্গে আলোচনা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, তাঁদের সঙ্গে জেলার বাস অ্যাসোসিয়েশনের আলোচনা হয়েছে। সেখানে তাঁরা 70-80 শতাংশ বাস নামানো হবে বলে জানায়। জেলা প্রশাসনের তরফে তাঁদের মাস্ক ও স্যানিটাইজা়র দেওয়া হয় । কিন্তু রাস্তায় বাস চলাচল করতে দেখা যায়নি । ফলে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা । তবে বাস কেন চলাচল করেনি সে বিষয়ে প্রশাসন কিছু জানাতে পারেনি । জেলা প্রশাসন জানিয়েছে, বাস চালানোর কথা ছিল । কিন্তু কেন চলেনি ফের সেই বিষয়ে আলোচনা করা হবে।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম নিয়োগী বলেন, “জেলায় 967টি কোয়ারানটিন সেন্টার করা হয়েছিল । এর মধ্যে এখন সেখানে আছে 779 টি সেন্টারে রোগী আছেন । এর মধ্যে 26 টি উচ্চ মাধ্যমিক স্কুল আছে । ওই স্কুলগুলিতে আগামী তিন দিন স্যানিটাইজ় করা হবে। পরে সেগুলি স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে । তিনি বলেন ওই সমস্ত স্কুলগুলি ব্লক লেভেলের টাস্ক ফোর্স পরিদর্শন করবে । তারা সন্তুষ্ট না হলে নতুন করে স্যানিটাইজ় করা হবে । এখনও বেশ কিছু স্কুলে কোয়ারানটিন সেন্টার রয়েছে । তবে 779 টি কোয়ারানটিন সেন্টারের মধ্যে 300 সেন্টার সাত দিনের মধ্যে খালি করে দেওয়া হবে। এখানে যাঁরা আছেন, নিয়ম অনুযায়ী সাত দিন পরে হোম কোয়ারানটিনে পাঠানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.