ETV Bharat / city

বর্ধমানে CPI(M) ছেড়ে BJP-তে শতাধিক কর্মী

বর্ধমানে CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিল শতাধিক কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, "যে ঝড় আসছে তাতে সবাই উড়ে যাবে।"

সুরিন্দর সিং আলুওয়ালিয়া
author img

By

Published : Apr 18, 2019, 1:52 AM IST

বর্ধমান, 18 এপ্রিল : একসময় CPI(M)-র গড় বর্ধমানে CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী-সমর্থক। গতকাল বর্ধমান টাউনহলে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

দিন কয়েক আগেই CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও CPI(M) নেতা আইনুল হক। গতকাল আইনুল হকের হাত ধরেই বাম-কর্মীরা যোগ দেন BJP-তে। আইনুল হক বলেন, "যাঁরা BJP-তে যোগ দিলেন তাঁরা প্রত্যেকেই বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের নেতা।"

এই প্রসঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "গতকাল ভাতারে প্রচার করতে গিয়েছিলাম। এক বৃদ্ধা মায়ের কাছে আশীর্বাদ চাইতেই তিনি বলেন, তোমায় আশীর্বাদ করব কিন্তু তোমায় কথা দিতে হবে যে মোদিকে তোমরা প্রধানমন্ত্রী বানাবে। মোদি মানুষের মাথার উপরে ঘরের ছাদ করে দিয়েছেন। আসলে মানুষ বুঝে গেছেন তাঁদের পাশে আছে মোদি সরকার। আর এতে ভয় পাচ্ছে তৃণমূল, CPI(M) সহ অন্য দলগুলো। কিন্তু যে সব দলের দেশ জুড়ে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই তারা কী ভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। যে ঝড় আসছে তাতে সবাই উড়ে যাবে।"

বর্ধমান, 18 এপ্রিল : একসময় CPI(M)-র গড় বর্ধমানে CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী-সমর্থক। গতকাল বর্ধমান টাউনহলে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

দিন কয়েক আগেই CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও CPI(M) নেতা আইনুল হক। গতকাল আইনুল হকের হাত ধরেই বাম-কর্মীরা যোগ দেন BJP-তে। আইনুল হক বলেন, "যাঁরা BJP-তে যোগ দিলেন তাঁরা প্রত্যেকেই বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের নেতা।"

এই প্রসঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "গতকাল ভাতারে প্রচার করতে গিয়েছিলাম। এক বৃদ্ধা মায়ের কাছে আশীর্বাদ চাইতেই তিনি বলেন, তোমায় আশীর্বাদ করব কিন্তু তোমায় কথা দিতে হবে যে মোদিকে তোমরা প্রধানমন্ত্রী বানাবে। মোদি মানুষের মাথার উপরে ঘরের ছাদ করে দিয়েছেন। আসলে মানুষ বুঝে গেছেন তাঁদের পাশে আছে মোদি সরকার। আর এতে ভয় পাচ্ছে তৃণমূল, CPI(M) সহ অন্য দলগুলো। কিন্তু যে সব দলের দেশ জুড়ে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই তারা কী ভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। যে ঝড় আসছে তাতে সবাই উড়ে যাবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.