ETV Bharat / city

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় বিক্ষোভ, লাঠিচার্জ - loksabha election

দুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের । তাদের সঙ্গে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M)-ও । কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বন্ধের হুঁশিয়ারি দেয় ভোটাররা । তবে BJP ও CPI(M)-এর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথে তাদের মোতায়েন করা হয়নি । এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল । তারা পালটা বিক্ষোভ দেখাতে থাকে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 29, 2019, 8:08 AM IST

Updated : Apr 29, 2019, 10:09 AM IST

দুর্গাপুর, 29 এপ্রিল : দুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের । তাদের সঙ্গে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M)-ও । কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বন্ধের হুঁশিয়ারি দেয় ভোটাররা । তবে BJP ও CPI(M)-এর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথে তাদের মোতায়েন করা হয়নি । এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল । তারা পালটা বিক্ষোভ দেখাতে থাকে । এতে হাতাহাতি শুরু হয় দু'পক্ষের মধ্যে । ঘটনাটি জেমুয়া স্কুলের 125 নম্বর বুথ থেকে 129 বুথের । এই পাঁচটি বুথে রাজ্য পুলিশ রয়েছে বলে জানা গেছে ।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ভোটারদের বুথ থেকে বের করে আনে CPI(M) ও BJP । তাই নিয়ে উত্তেজনা বাড়ে । সকাল থেকেই BJP ও CPI(M) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায় । কিন্তু তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট শুরু করতে চাইছিলেন । সেই সময়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় তৃণমূল নেতা সুজিত মুখার্জি । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M) কর্মী-সমর্থকরা । ঠিক সেসময়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । তারপর ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীদের বুথ চত্বর থেকে বাইরে বের করে দেওয়া হয় । তারপর ফের শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া । অন্যদিকে, দুর্গাপুরের 202/276 বুথে খারাপ EVM । ফলে সেখানেও ব্যাহত ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও এই এলাকারই 178, 179/276 বুথে BJP-র প্রতীকে মার্কিং থাকার অভিযোগ ।

দুর্গাপুর, 29 এপ্রিল : দুর্গাপুরের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের । তাদের সঙ্গে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M)-ও । কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বন্ধের হুঁশিয়ারি দেয় ভোটাররা । তবে BJP ও CPI(M)-এর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথে তাদের মোতায়েন করা হয়নি । এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল । তারা পালটা বিক্ষোভ দেখাতে থাকে । এতে হাতাহাতি শুরু হয় দু'পক্ষের মধ্যে । ঘটনাটি জেমুয়া স্কুলের 125 নম্বর বুথ থেকে 129 বুথের । এই পাঁচটি বুথে রাজ্য পুলিশ রয়েছে বলে জানা গেছে ।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ভোটারদের বুথ থেকে বের করে আনে CPI(M) ও BJP । তাই নিয়ে উত্তেজনা বাড়ে । সকাল থেকেই BJP ও CPI(M) কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখায় । কিন্তু তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট শুরু করতে চাইছিলেন । সেই সময়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় তৃণমূল নেতা সুজিত মুখার্জি । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M) কর্মী-সমর্থকরা । ঠিক সেসময়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । তারপর ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীদের বুথ চত্বর থেকে বাইরে বের করে দেওয়া হয় । তারপর ফের শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া । অন্যদিকে, দুর্গাপুরের 202/276 বুথে খারাপ EVM । ফলে সেখানেও ব্যাহত ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও এই এলাকারই 178, 179/276 বুথে BJP-র প্রতীকে মার্কিং থাকার অভিযোগ ।

Intro:দুর্গাপুরের জেমুয়া স্কুলে কেন্দ্রীয় বাহিনীর দাবীতে ভোট বন্ধ এর ডাক ভোটারদের।।
২০২/২৭৬ ভোটযন্ত্র খারাপ। 178,179/276 বিজেপির প্রতীকে মার্কিং থাকার *অভিযোগ* মক পোলিং বন্ধ।এইসব জেমুয়া স্কুলে।।Body:কপিConclusion:কপ
Last Updated : Apr 29, 2019, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.