নদিয়া ও মুর্শিদাবাদ, 29 এপ্রিল: নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর থানার অন্তর্গত 103 নম্বর ভূত রাসমণি প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । EVM বিকল থাকার কারণে প্রায় দু'ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শুরু হয়নি ভোটগ্রহণ । নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার একাধিক বুথে EVM বিকল হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ।
অন্যদিকে একই কারণে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 112 নম্বর বুথেও বন্ধ ভোটগ্রহণ ।