ETV Bharat / city

নদিয়া ও মুর্শিদাবাদে একাধিক বুথে EVM বিকল, বন্ধ ভোটগ্রহণ - stop polling

EVM বিকল হওয়ার জেরে নদিয়া ও মুর্শিদাবাদের একাধিক ভোটে বন্ধ ভোটগ্রহণ।

বিকল EVM
author img

By

Published : Apr 29, 2019, 9:39 AM IST

Updated : Apr 29, 2019, 10:24 AM IST

নদিয়া ও মুর্শিদাবাদ, 29 এপ্রিল: নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর থানার অন্তর্গত 103 নম্বর ভূত রাসমণি প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । EVM বিকল থাকার কারণে প্রায় দু'ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শুরু হয়নি ভোটগ্রহণ । নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার একাধিক বুথে EVM বিকল হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ।

অন্যদিকে একই কারণে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 112 নম্বর বুথেও বন্ধ ভোটগ্রহণ ।

নদিয়া ও মুর্শিদাবাদ, 29 এপ্রিল: নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর থানার অন্তর্গত 103 নম্বর ভূত রাসমণি প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । EVM বিকল থাকার কারণে প্রায় দু'ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শুরু হয়নি ভোটগ্রহণ । নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভার একাধিক বুথে EVM বিকল হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ।

অন্যদিকে একই কারণে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 112 নম্বর বুথেও বন্ধ ভোটগ্রহণ ।

Intro:রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর থানার 103 নম্বর ভূত রাসমণি প্রাথমিক বিদ্যালয় সেখানে এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি এবং প্রিসাইডিং অফিসার এবং ভোট ভোট কর্মী এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের এজেন্ট আছে সবার অভিযোগ যে এই রোদের মধ্যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো হেলদোল নেইBody:EVM PROBLEMConclusion:null
Last Updated : Apr 29, 2019, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.