ETV Bharat / city

অনশনের 26 দিন পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাতের কথা মনে এল না মুখ্যমন্ত্রীর : অধীর

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি আজ অনশনরত SSC চাকরিপ্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন।

অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Mar 26, 2019, 11:00 PM IST

Updated : Mar 27, 2019, 12:05 AM IST

বহরমপুর, 26 মার্চ : "26 দিন পার হওয়ার পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাতের কথা মনে হল না মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী, ওরা তো আপনার ঘরেরই মা-ভাই-বোন।" আজ অনশনরত SSC চাকরিপ্রার্থীদের সমর্থনেএকথা বললেন অধীররঞ্জন চৌধুরি।

তিনি আরও বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী একজন অনুভূতিহীন, নির্দয়, নির্মম ও নিষ্ঠুর মানুষ। মা-মাটি-মানুষের ভোটে তিনি ক্ষমতায় এলেও মা-মাটি-মানুষের জন্য তাঁর হৃদয়ে কোনও ব্যথা-বেদনা-বিবেক নেই।" অধীরবাবু জানান, অনশন মঞ্চেও তিনি যাবেন।

ভিডিয়োয় শুনুন অধীররঞ্জন চৌধুরির বক্তব্য

অধীরবাবুর অভিযোগ, পুলিশের ভয় দেখিয়ে আন্দোলনকারীদের অনশন তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মাথার উপর থেকে ছাউনি খুলে নেওয়া হচ্ছে। মা-বোনেদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মায়ের সঙ্গে শিশুদেরও শারীরিক অবনতি হচ্ছে। গর্ভপাত পর্যন্ত হয়ে যাচ্ছে। তাও মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী একবার তাঁদের সঙ্গে দেখা করার প্রয়োজনটুকুও বোধ করেছেন না। এর আগে সিঙ্গুর ইশুতে তিনি নিজেও 26 দিনের অনশনে বসেছিলেন। তখন কিন্তু তাঁর শারীরিক ক্ষতি হয়নি। কারণ তিনি মঞ্চের পিছনে বসে খাওয়াদাওয়া করতেন।

আজ বহরমপুরে তৃণমূলের প্রায় 100জন কর্মী সমর্থকের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন অধীরবাবু। তৃণমূল ছেড়ে কংগ্রেসে কর্মী-সমর্থকদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, "ভয়-প্রলোভন দেখিয়ে শহরের অনেককেই দলে টেনেছিল তৃণমূল। কিন্তু তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা কংগ্রেসে ফিরে এসেছেন।"

বহরমপুর, 26 মার্চ : "26 দিন পার হওয়ার পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাতের কথা মনে হল না মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী, ওরা তো আপনার ঘরেরই মা-ভাই-বোন।" আজ অনশনরত SSC চাকরিপ্রার্থীদের সমর্থনেএকথা বললেন অধীররঞ্জন চৌধুরি।

তিনি আরও বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী একজন অনুভূতিহীন, নির্দয়, নির্মম ও নিষ্ঠুর মানুষ। মা-মাটি-মানুষের ভোটে তিনি ক্ষমতায় এলেও মা-মাটি-মানুষের জন্য তাঁর হৃদয়ে কোনও ব্যথা-বেদনা-বিবেক নেই।" অধীরবাবু জানান, অনশন মঞ্চেও তিনি যাবেন।

ভিডিয়োয় শুনুন অধীররঞ্জন চৌধুরির বক্তব্য

অধীরবাবুর অভিযোগ, পুলিশের ভয় দেখিয়ে আন্দোলনকারীদের অনশন তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মাথার উপর থেকে ছাউনি খুলে নেওয়া হচ্ছে। মা-বোনেদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মায়ের সঙ্গে শিশুদেরও শারীরিক অবনতি হচ্ছে। গর্ভপাত পর্যন্ত হয়ে যাচ্ছে। তাও মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী একবার তাঁদের সঙ্গে দেখা করার প্রয়োজনটুকুও বোধ করেছেন না। এর আগে সিঙ্গুর ইশুতে তিনি নিজেও 26 দিনের অনশনে বসেছিলেন। তখন কিন্তু তাঁর শারীরিক ক্ষতি হয়নি। কারণ তিনি মঞ্চের পিছনে বসে খাওয়াদাওয়া করতেন।

আজ বহরমপুরে তৃণমূলের প্রায় 100জন কর্মী সমর্থকের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন অধীরবাবু। তৃণমূল ছেড়ে কংগ্রেসে কর্মী-সমর্থকদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, "ভয়-প্রলোভন দেখিয়ে শহরের অনেককেই দলে টেনেছিল তৃণমূল। কিন্তু তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা কংগ্রেসে ফিরে এসেছেন।"

sample description
Last Updated : Mar 27, 2019, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.