ETV Bharat / city

বরাকরে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে

author img

By

Published : Nov 12, 2019, 9:13 PM IST

কার্তিক পূর্ণিমায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে । তল্লাশি চালিয়েও বিকেল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের ।

চলছে উদ্ধারকাজ...

কুলটি, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে । নিখোঁজ রাজু দাস (৩৪) এবং রাজু কুমার দাস (১২) । আজ দুপুরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে দুর্ঘটনাটি ঘটে । দু'জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিপর্যয় মোকাবিলা দল ।

ঝাড়খণ্ডের ধানবাদের হিরাপুর এলাকার বাসিন্দা রাজু দাস ভাগ্নে রাজু কুমার দাসকে নিয়ে বরাকর নদীতে স্নান করতে যান । হঠাৎ তাদের চিৎকার শুনে সেখানে আসেন আশপাশের কয়েকজন । ওই দু'জনকে তলিয়ে যেতে দেখেন তাঁরা ।

খবর পেয়েই ঘটনাস্থানে যায় কুলটি থানার পুলিশ । তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা । কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও দুজনের খোঁজ পাওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয় । এদিকে ঝাড়খণ্ডের কুমারডুবি থানার পুলিশও পৃথকভাবে তল্লাশি শুরু করেছে । যদিও এখন তাদের খোঁজ পাওয়া যায়নি ।

কুলটি, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে । নিখোঁজ রাজু দাস (৩৪) এবং রাজু কুমার দাস (১২) । আজ দুপুরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে দুর্ঘটনাটি ঘটে । দু'জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিপর্যয় মোকাবিলা দল ।

ঝাড়খণ্ডের ধানবাদের হিরাপুর এলাকার বাসিন্দা রাজু দাস ভাগ্নে রাজু কুমার দাসকে নিয়ে বরাকর নদীতে স্নান করতে যান । হঠাৎ তাদের চিৎকার শুনে সেখানে আসেন আশপাশের কয়েকজন । ওই দু'জনকে তলিয়ে যেতে দেখেন তাঁরা ।

খবর পেয়েই ঘটনাস্থানে যায় কুলটি থানার পুলিশ । তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা । কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও দুজনের খোঁজ পাওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয় । এদিকে ঝাড়খণ্ডের কুমারডুবি থানার পুলিশও পৃথকভাবে তল্লাশি শুরু করেছে । যদিও এখন তাদের খোঁজ পাওয়া যায়নি ।

Intro:কার্তিক পুর্ণিমা উপলক্ষ্যে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল মামা-ভাগ্নে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাংলা-ঝাড়খন্ড সীমান্তে বরাকর নদীতে। দুজনেই ঝাড়খন্ডের বাসিন্দা। ঘটনাস্থানে বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের উদ্ধারকারী দল উদ্ধারের চেষ্টা চালালেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি দুজনকে।
জানা গেছে ঝাড়খন্ডের ধানবাদের হিরাপুর এলাকা থেকে কার্তিক পুর্ণিমা উপলক্ষে বরাকর নদীতে স্নান করতে এসেছিলেন রাজু দাস (৩৪) এবং রাজু কুমার দাস (১২)। সম্পর্কে এই দুই রাজু মামা ও ভাগ্নে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান স্নান করতে গিয়ে দুজনেই অসাবধাবশত তলিয়ে যায় নদীতে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। কিন্তু দুজনের কোন খোঁজ না মেলায় বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দলের ডুবুরীরা সন্ধান চালালেও কোন খোঁজ মেলেনি। অন্যদিকে ঝাড়খন্ডের কুমারডুবি থানার পুলিশও তল্লাশি শুরু করেছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলা-ঝাড়খন্ড সীমান্তবর্তী অঞ্চলে।
Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.