ETV Bharat / city

Police Corruption : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অনৈতিক কাজ, সাসপেন্ড তিন পুলিশকর্মী - আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কর্তব্যরত তিন পুলিশকর্মীর এবং চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠার পরই আধিকারিকদের সাসপেন্ড করা হল ৷ এবং সিভিক ভলান্টিয়ারদের ছুটিতে পাঠানো হয়েছে ৷ শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (Asansol–Durgapur Police Commissionerate) অভিযোগ জমা পড়ার পরই এই পদক্ষেপ করা হয় ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তিন পুলিশ আধিকারিক সাসপেন্ড
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তিন পুলিশ আধিকারিক সাসপেন্ড
author img

By

Published : Sep 4, 2021, 12:34 PM IST

আসানসোল, 4 সেপ্টেম্বর : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে রুনাকুড়া ঘাটে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি গাড়ির মালিকের কাছে অনৈতিক দাবি করা হয়েছিল বলে অভিযোগ । পুলিশ কমিশনারের কাছে সেই অভিযোগ জমা পড়তেই বারাবনি থানার এক সাব ইন্সপেক্টর, এক কনস্টেবল, রেভিনিউ দফতরের এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি চার সিভিক ভলান্টিয়ারকে এক মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে ।

শুক্রবার বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের বারাবনির রুনাকুড়া ঘাটে একটি গাড়িকে থামানো হয় । গাড়িটি ঝাড়খণ্ডের দুমকা থেকে আসছিল বলে খবর । গাড়িটিতে সমস্ত কাগজপত্র থাকলেও অভিযোগ, গাড়ি মালিকের কাছে অনৈতিক কিছু দাবি করা হয় । এরপরই ওই গাড়ি মালিক সোজা এসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (Asansol–Durgapur Police Commissionerate) অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের প্রেক্ষিতে ওই সময় রুনাকুড়াঘাটে কর্তব্যরত সাব ইন্সপেক্টর বাপ্পা ঘোষাল, কনস্টেবল দুধকুমার ঘোষ এবং রেভিনিউ দফতরের সাব ইন্সপেক্টর অজয় গড়াইকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি চারজন সিভিক ভলান্টিয়ারকে ছুটিতে পাঠানো হয়েছে ।

কয়েকদিন আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে পাসপোর্টের নথি পরীক্ষার জন্য দু'হাজার টাকা ঘুষ চেয়ে গ্রেফতার হয়েছিলেন এক পুলিশ আধিকারিক । ফের এই ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে । নতুন পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম যোগ দেওয়ার পরই প্রতিটি বিভাগকে আরও সচেষ্ট ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : বাংলা-ঝাড়খন্ড সীমান্তে কড়া নাকা চেকিং পুলিশের

আসানসোল, 4 সেপ্টেম্বর : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে রুনাকুড়া ঘাটে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি গাড়ির মালিকের কাছে অনৈতিক দাবি করা হয়েছিল বলে অভিযোগ । পুলিশ কমিশনারের কাছে সেই অভিযোগ জমা পড়তেই বারাবনি থানার এক সাব ইন্সপেক্টর, এক কনস্টেবল, রেভিনিউ দফতরের এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি চার সিভিক ভলান্টিয়ারকে এক মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে ।

শুক্রবার বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের বারাবনির রুনাকুড়া ঘাটে একটি গাড়িকে থামানো হয় । গাড়িটি ঝাড়খণ্ডের দুমকা থেকে আসছিল বলে খবর । গাড়িটিতে সমস্ত কাগজপত্র থাকলেও অভিযোগ, গাড়ি মালিকের কাছে অনৈতিক কিছু দাবি করা হয় । এরপরই ওই গাড়ি মালিক সোজা এসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (Asansol–Durgapur Police Commissionerate) অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের প্রেক্ষিতে ওই সময় রুনাকুড়াঘাটে কর্তব্যরত সাব ইন্সপেক্টর বাপ্পা ঘোষাল, কনস্টেবল দুধকুমার ঘোষ এবং রেভিনিউ দফতরের সাব ইন্সপেক্টর অজয় গড়াইকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি চারজন সিভিক ভলান্টিয়ারকে ছুটিতে পাঠানো হয়েছে ।

কয়েকদিন আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে পাসপোর্টের নথি পরীক্ষার জন্য দু'হাজার টাকা ঘুষ চেয়ে গ্রেফতার হয়েছিলেন এক পুলিশ আধিকারিক । ফের এই ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে । নতুন পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম যোগ দেওয়ার পরই প্রতিটি বিভাগকে আরও সচেষ্ট ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : বাংলা-ঝাড়খন্ড সীমান্তে কড়া নাকা চেকিং পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.