ETV Bharat / city

শপিংমলে শিশু-বৃদ্ধদের নো এন্ট্রি, চালু হচ্ছে প্রবেশ মূল্য

8ই জুন থেকে খুলে যাচ্ছে শপিং মল । যার কারণে সুরক্ষা প্রস্তুতি তুঙ্গে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 7, 2020, 7:20 AM IST

Updated : Jun 7, 2020, 12:01 PM IST

আসানসোল, 7 জুন : 8 জুন থেকে খুলে যাবে শপিং মল । যেখানে হাজার হাজার মানুষের জনসমাগম হয় সেখানে কোরোনা সংক্রমণ রুখে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ ।

কতটা প্রস্তুত শপিংমলগুলি ? দেখে নেওয়া যাক । শপিং মল কর্তৃপক্ষ জানাচ্ছে, বিনা পয়সায় AC-র হাওয়ায় আড্ডা দেওয়ার দিন শেষ । এবার শপিং মলে ঢুকতে গেলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে । শুধু তাই নয় প্রাথমিক ভাবে শিশু ও বৃদ্ধরা শপিং মলে ঢুকতে পারবেন না ।

আসানসোলের সবচেয়ে বড় মল গ্যালাক্সি । দেখা গেল গোটা মলকে কার্যত স্যানিটাইজ় করা হচ্ছে । বেসমেন্ট থেকেই দূরত্ব বজায় রাখার জন্য সুরক্ষা বক্স তৈরি করা হচ্ছে । মলে যখন ক্রেতাদের ঢোকানো হবে তখন তাদের স্যানিটাইজ় ট্যানেলের মাধ্যমে জীবাণুমুক্ত করে এবং থার্মাল গান দিয়ে তাপমাত্রা মেপে মলে প্রবেশ করানো হবে । গ্যালাক্সি মলের জেনারেল ম্যানেজার সঞ্জয় চট্টোপাধ্যায় জানালেন "এস্কেলেটর গুলিযে যে চলমান হাতল থাকে সেগুলিকে আল্ট্রাভায়োলেট পদ্ধতিতে স্যানিটাইজেশন করা হবে । অটোমেটিক্যালি স্যানিটাইজ় হতেই থাকবে সেগুলি । শৌচাগারে অত্যাধুনিক স্যানিটাইজ়েশন প্রক্রিয়া লাগানো হচ্ছে । যেগুলি স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজ় করবে কেউ শৌচাগার ব্যবহারের পরেই । এছাড়া প্রতি মুহূর্তে স্যানিটাইজ় করার জন্য মল কর্মীরা প্রস্তুত থাকবে। সেলুন পার্লার কিংবা বিভিন্ন দোকানে দেখা গেল জীবানুমুক্ত করার প্রক্রিয়া চলছে। পার্লারে PPE কিট পরেই পার্লার কর্মীরা ক্রেতাদের সার্ভিস দেবেন।

সঞ্জয় চট্টোপাধ্যায় জানান, অযথা আড্ডা এবং জমায়েত এড়ানোর জন্য নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। মলে ঢুকতে গেলে এবার থেকে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে । যদিও এই এন্ট্রি ফি দেওয়ার সময় একটি কুপন পাওয়া যাবে। সেই কুপন নিয়ে মলের ভেতর যে কোনও দোকানে কেনাকাটা কিংবা খাওয়া-দাওয়া করা যাবে ওই ১০০ টাকা মূল্যের । অর্থাৎ শুধুমাত্র যারা মলে ঘুরতে যান তাদের দিন শেষ । শুধু ক্রেতারাই আসুন এমনটাই চাইছেন মল কর্তৃপক্ষ। পাশাপাশি 10 বছরের নিচে শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে প্রবীণদের মলে প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে । শপিং মলের মধ্যে থাকছে একটি বিশেষ জায়গা । যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সেখানেই তাকে আইসোলেশন করা যাবে। শুধু তাই নয় শপিংমলের প্রত্যেকটি কর্মীর সোয়াব টেস্ট থেকে শুরু করে শারীরিক পরীক্ষার পর যাঁদের শরীরে কোনও লক্ষণ নেই তাঁদেরকে শুধুমাত্র কাজে রাখা হবে এবং সেই সমস্ত কর্মীদের হাতে সবুজ ব্যান্ড দেওয়া হবে। যাতে ক্রেতারাও আশ্বস্ত হন ও কর্মীদের অযথা ভয় না পান।

মল কতৃর্পক্ষ জানাচ্ছেন কোরোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখে মল চালানোই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্য আগামী দিনে আরও অনেক নতুন প্রকল্প তাঁরা প্রয়োগ করবেন।

আসানসোল, 7 জুন : 8 জুন থেকে খুলে যাবে শপিং মল । যেখানে হাজার হাজার মানুষের জনসমাগম হয় সেখানে কোরোনা সংক্রমণ রুখে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ ।

কতটা প্রস্তুত শপিংমলগুলি ? দেখে নেওয়া যাক । শপিং মল কর্তৃপক্ষ জানাচ্ছে, বিনা পয়সায় AC-র হাওয়ায় আড্ডা দেওয়ার দিন শেষ । এবার শপিং মলে ঢুকতে গেলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে । শুধু তাই নয় প্রাথমিক ভাবে শিশু ও বৃদ্ধরা শপিং মলে ঢুকতে পারবেন না ।

আসানসোলের সবচেয়ে বড় মল গ্যালাক্সি । দেখা গেল গোটা মলকে কার্যত স্যানিটাইজ় করা হচ্ছে । বেসমেন্ট থেকেই দূরত্ব বজায় রাখার জন্য সুরক্ষা বক্স তৈরি করা হচ্ছে । মলে যখন ক্রেতাদের ঢোকানো হবে তখন তাদের স্যানিটাইজ় ট্যানেলের মাধ্যমে জীবাণুমুক্ত করে এবং থার্মাল গান দিয়ে তাপমাত্রা মেপে মলে প্রবেশ করানো হবে । গ্যালাক্সি মলের জেনারেল ম্যানেজার সঞ্জয় চট্টোপাধ্যায় জানালেন "এস্কেলেটর গুলিযে যে চলমান হাতল থাকে সেগুলিকে আল্ট্রাভায়োলেট পদ্ধতিতে স্যানিটাইজেশন করা হবে । অটোমেটিক্যালি স্যানিটাইজ় হতেই থাকবে সেগুলি । শৌচাগারে অত্যাধুনিক স্যানিটাইজ়েশন প্রক্রিয়া লাগানো হচ্ছে । যেগুলি স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজ় করবে কেউ শৌচাগার ব্যবহারের পরেই । এছাড়া প্রতি মুহূর্তে স্যানিটাইজ় করার জন্য মল কর্মীরা প্রস্তুত থাকবে। সেলুন পার্লার কিংবা বিভিন্ন দোকানে দেখা গেল জীবানুমুক্ত করার প্রক্রিয়া চলছে। পার্লারে PPE কিট পরেই পার্লার কর্মীরা ক্রেতাদের সার্ভিস দেবেন।

সঞ্জয় চট্টোপাধ্যায় জানান, অযথা আড্ডা এবং জমায়েত এড়ানোর জন্য নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। মলে ঢুকতে গেলে এবার থেকে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে । যদিও এই এন্ট্রি ফি দেওয়ার সময় একটি কুপন পাওয়া যাবে। সেই কুপন নিয়ে মলের ভেতর যে কোনও দোকানে কেনাকাটা কিংবা খাওয়া-দাওয়া করা যাবে ওই ১০০ টাকা মূল্যের । অর্থাৎ শুধুমাত্র যারা মলে ঘুরতে যান তাদের দিন শেষ । শুধু ক্রেতারাই আসুন এমনটাই চাইছেন মল কর্তৃপক্ষ। পাশাপাশি 10 বছরের নিচে শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে প্রবীণদের মলে প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে । শপিং মলের মধ্যে থাকছে একটি বিশেষ জায়গা । যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সেখানেই তাকে আইসোলেশন করা যাবে। শুধু তাই নয় শপিংমলের প্রত্যেকটি কর্মীর সোয়াব টেস্ট থেকে শুরু করে শারীরিক পরীক্ষার পর যাঁদের শরীরে কোনও লক্ষণ নেই তাঁদেরকে শুধুমাত্র কাজে রাখা হবে এবং সেই সমস্ত কর্মীদের হাতে সবুজ ব্যান্ড দেওয়া হবে। যাতে ক্রেতারাও আশ্বস্ত হন ও কর্মীদের অযথা ভয় না পান।

মল কতৃর্পক্ষ জানাচ্ছেন কোরোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখে মল চালানোই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্য আগামী দিনে আরও অনেক নতুন প্রকল্প তাঁরা প্রয়োগ করবেন।

Last Updated : Jun 7, 2020, 12:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.