ETV Bharat / city

বাসের ধাক্কায় যুবকের মৃ্ত্যু, বিক্ষোভে বন্ধ পরিষেবা

author img

By

Published : Nov 4, 2019, 12:24 PM IST

Updated : Nov 4, 2019, 12:59 PM IST

দুর্গাপুরের বেনাচিতি বাজারে মিনিবাসে ভাঙচুরের জের ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিনিবাস কর্মীদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুরে সকাল থেকে বন্ধ মিনিবাস ৷ নাকাল যাত্রীরা ৷

মিনিবাস

দুর্গাপুর, 4 নভেম্বর: মিনিবাসের ধাক্কায় গতকাল মৃত্যু হয়েছিল এক যুবকের ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘটনা ৷ মৃতের নাম সঞ্জয় গুপ্ত ৷ ঘটনার পর আজ 22টি মিনি বাসে ভাঙচুর চালায় কয়েকজন ৷ মিনিবাস মালিক সংগঠনের অভিযোগ, একদল দুষ্কৃতী ওই বাসগুলিতে ভাঙচুর করেছে ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিনিবাস কর্মীদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুরে সকাল থেকে বন্ধ মিনিবাস ৷ নাকাল যাত্রীরা ৷

আজ দুর্গাপুরের বেনাচিতি বাজার ছাড়াও বিভিন্ন রুটে মিনিবাস পরিষেবা বিক্ষিপ্তভাবে চলাচল করছে ৷ দুর্গাপুরের বিভিন্ন রুটের প্রায় 350টি মিনিবাস চলাচল বন্ধ রয়েছে ৷ ফলে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তিতে সাধারণ মানুষ ৷

মিনিবাস কর্মীরা জানিয়েছে নিরাপত্তার কারণেই তাঁরা বাস চালানো বন্ধ রেখেছেন ৷ পুলিশের পক্ষ থেকে যাতে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন ৷ মিনিবাস মালিক সংগঠনের সভাপতি কাজল দে বলেন, "কর্মীরা আতঙ্কিত ৷ তাঁরা বাস চালাতে চাইছেন না ৷" আজ মিনিবাস মালিক ও কর্মচারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা ৷

দুর্গাপুর, 4 নভেম্বর: মিনিবাসের ধাক্কায় গতকাল মৃত্যু হয়েছিল এক যুবকের ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘটনা ৷ মৃতের নাম সঞ্জয় গুপ্ত ৷ ঘটনার পর আজ 22টি মিনি বাসে ভাঙচুর চালায় কয়েকজন ৷ মিনিবাস মালিক সংগঠনের অভিযোগ, একদল দুষ্কৃতী ওই বাসগুলিতে ভাঙচুর করেছে ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিনিবাস কর্মীদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুরে সকাল থেকে বন্ধ মিনিবাস ৷ নাকাল যাত্রীরা ৷

আজ দুর্গাপুরের বেনাচিতি বাজার ছাড়াও বিভিন্ন রুটে মিনিবাস পরিষেবা বিক্ষিপ্তভাবে চলাচল করছে ৷ দুর্গাপুরের বিভিন্ন রুটের প্রায় 350টি মিনিবাস চলাচল বন্ধ রয়েছে ৷ ফলে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তিতে সাধারণ মানুষ ৷

মিনিবাস কর্মীরা জানিয়েছে নিরাপত্তার কারণেই তাঁরা বাস চালানো বন্ধ রেখেছেন ৷ পুলিশের পক্ষ থেকে যাতে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন ৷ মিনিবাস মালিক সংগঠনের সভাপতি কাজল দে বলেন, "কর্মীরা আতঙ্কিত ৷ তাঁরা বাস চালাতে চাইছেন না ৷" আজ মিনিবাস মালিক ও কর্মচারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা ৷

Intro:রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে সঞ্জয় গুপ্ত নামের এক যুবকের মৃত্যু হয় মিনিবাসের ধাক্কায় বলে অভিযোগ। এরপরেই উত্তাল হয় বেনাচিতি বাজার।মিনিবাস মালিক সংগঠনের দাবী একদল দুষ্কৃতিকারী ২২ টি বাস ভাঙচুর করে।রবিবার সারাদিন দুর্গাপুরের বেনাচিতি ছাড়া বিভিন্ন রুটে মিনিবাস পরিষেবা বিক্ষিপ্ত ভাবে চলাচল করে।মিনিবাস কর্মীরা সোমবার তাদের নিরাপত্তার দাবীতে আর চালায় নি।মিনিবাস কর্মীদের দাবী যে এইভাবে কাল যারা সারাদিন তাণ্ডব চালালো তারা তো এবার মিনিবাস কর্মীদের প্রানে মেরে ফেলবে।তাই পুলিশের পক্ষ থেকে মিনিবাস কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।দুর্গাপুর মহকুমার বিভিন্ন রুটের প্রায় ৩৫০ টি মিনিবাস চলাচল বন্ধ থাকার কারনে সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি আমজনতার।মিনিবাস পরিষেবা বন্ধ হওয়ার কারনে সাধারন মানুষ সকাল থেকে তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।মিনিবাস মালিক সংগঠন এর সভাপতি কাজল দে জানান, "" কর্মীরা আতঙ্কিত। তারা বাস চালাতে চাইছে না।""সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা নিজের দপ্তরে বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন মিনিবাস মালিক ও কর্মচারীদের প্রতিনিধি দলের সাথে।মিনিবাস দুর্ঘটনায় যুবক মৃত্যু ও তারপরে বাস ভাঙচুরের ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ।আজ সোমবার বেনাচিতি বাজার সাপ্তাহিক ছুটির কারনে বন্ধ।থমথমে বাজার।এখন দেখার পুলিশ কর্তার সাথে বৈঠকের পরে মিনিবাস কখন চালু হয়।।।Body:HConclusion:H
Last Updated : Nov 4, 2019, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.