আসানসোল, 18 মার্চ : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের দু'নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেক পোস্টে পৌঁছালেন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা । আজ সকাল থেকেই ভিন রাজ্য থেকে আসা গাড়ির চালক ও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন তাঁরা ।
গতকাল আসানসোলের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার জানিয়েছিলেন, যে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিম বর্ধমান জেলার পাঁচটি চেকপোস্টে থাকবে স্বাস্থ্য বিভাগের কর্মীরা । অন্য রাজ্য থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁরা ।
তিনি আরও জানিয়েছিলেন, স্বাস্থ্য কর্মীরা যদি কাউকে কোরোনা সংক্রমণ সন্দেহ করেন তবে তাঁকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে । আজ সকালে কিন্তু, অন্য ছবি দেখা যায় ৷ প্রথমে সেখানে অন্য ছবি দেখা যায় ৷ 2 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্টে কোনও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছিলেন না । এই খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ দ্রুত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় ৷